৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় mcq : মহান আল্লাহ তায়ালা তাঁর শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একমাত্র তাঁর ইবাদত করা, অর্থাৎ তাঁর বিধিনিষেধ মেনে চলা। এসব বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করার জন্য অবশ্যই একটি অনুসরণীয় নীতিমালা প্রয়োজন। যাকে আমরা আদর্শ বলতে পারি। মহান আল্লাহর পক্ষ হতে আগত নবিগণের জীবনচরিতই আমাদের আদর্শ। এর মধ্যে হযরত মুহাম্মদ (স)-এর জীবনচরিত হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এছাড়া মহানবি (স)-এর সাহাবিগণ ও ওলিগণের চরিত্রও আমাদের জন্য আদর্শ।
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় mcq
১. কত হিজরিতে মক্কা বিজয় হয়?
ক তৃতীয়
খ পঞ্চম
গ সপ্তম
● অষ্টম
২. হযরত মুসা (আ) কত বছর বয়সে ইন্তেকাল করেন।
ক ১১০
● ১২০
গ ১৩০
খ ১৪০
৩. ‘ফাতহুম মুবিন’ বলতে বুঝায়-
র. সুনির্দিষ্ট বিজয়
রর. সুস্পষ্ট বিজয়
ররর. হুদায়বিয়ার সন্ধি
কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তায়েব নাবিলকে বলল, বিদায় হজের ভাষণের অনুসরণ করলে মানব জাতির মুক্তি নিশ্চিত হবে।
৪. তায়েবের বক্তব্যের মাধ্যমে কোন নবির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে?
ক হযরত ঈসা (আ)
খ হযরত মুসা (আ)
● হযরত মুহাম্মদ (স)
ঘ হযরত দাউদ (আ)
৫. তায়েবের বক্তব্য অনুকরণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে-
র. শান্তি রর. নেতৃত্ব
ররর. ভ্রাতৃত্ব
কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৬. মদিনা সনদের ধারা কয়টি?
ক ২৭
খ ৩৭
● ৪৭
ঘ ৫৭
৭. হযরত মুহাম্মদ (স) কোথায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন?
ক ইরাকে খ ইরানে
গ সিরিয়ায়
● মদিনায়
৮. এখন ২০১৫ সাল। এ সাল গণনা পদ্ধতির সাথে কোন নবি জড়িত?
ক হযরত মুসা (আ)
খ হযরত হারুন (আ)
গ হযরত ইবরাহীম (আ)
● হযরত ঈসা (আ)
৯. হযরত সুলায়মান (আ) এর পিতার নাম কী?
ক মুসা (আ)
● দাউদ (আ)
গ নূহ (আ)
ঘ ঈসা (আ)
১০. উমাইয়া সাধু নামে পরিচিত-
ক হযরত আবু বকর (রা)
খ হযরত উমর (রা)
গ হযরত উসমান (রা)
● হযরত উমর ইবনে আবদুল আজিজ (র)
১১. হযরত রাবেয়া বসরি (র) এর নামে ‘রাবেয়া’ শব্দটি যুক্ত করা হয়েছে কেন?
● পরিবারের চতুর্থ সন্তান ছিলেন বলে
খ পরিবারের পঞ্চম সন্তান ছিলেন বলে
গ পরিবারের ষষ্ঠ সন্তান ছিলেন বলে
ঘ পরিবারের সপ্তম সন্তান ছিলেন বলে
১২. হযরত ঈসা (আ) কে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
● তাইতালানুস
খ তাইতালাজুন
গ তাইতালাসুন
ঘ তাইতাহের
১৩. “রাখে আল্লাহ মারে কে” প্রবাদটি প্রতিফলিত হয়েছে-
● হযরত মুসা (আ) এর জীবনে
খ হযরত সুলায়মান (আ) এর জীবনে
গ হযরত আয়েশা (রা) এর জীবনে
ঘ হযরত উমর (রা) এর জীবনে
১৪. প্রাচীনকালে মিসরীয় বাদশাহদের কী বলা হতো?
ক প্রেসিডেন্ট
খ রামসিস
গ সাইয়েদ
● ফিরআউন
১৫. কিয়ামতের দিন হযরত ঈসা (আ) কোথা থেকে উঠবেন?
ক জান্নাতুল বাকি থেকে
খ বায়তুল মুকাদ্দাস থেকে
● রাসুল (স) -এর রওজার পাশ থেকে
ঘ কাবাঘর থেকে
১৬. মহানবি (স) এর বিদায় হজ কত সালে হয়েছিল?
ক ৫৩২
● ৬৩২
গ ৭৩২
ঘ ৮৩২
১৭. মহানবি (স) আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এ কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে মহানবি (স)-এর
● ব্যক্তিগত আদর্শ
খ পারিবারিক আদর্শ
গ সামাজিক আদর্শ
ঘ রাজনৈতিক আদর্শ
১৮. নাসিমা গ্রামের অশিক্ষিত মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য তার অবসর সময় ব্যয় করেন। নাসিমা কার আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন?
ক হযরত বিবি আছিয়া (আ)
● হযরত আয়িশা (রা)
গ হযরত মরিয়ম (আ)
ঘ হযরত ফাতিমা (রা)
১৯. কার প্রচেষ্টায় মুসলিম বিশ্বে হাদিস সংকলিত হয়?
● উমর ইবনে আব্দুল আজিজ (রা)
খ হযরত আয়িশা (রা)
গ হযরত আবু হানিফা (রা)
ঘ হযরত উমর (রা)
২০. রফিক সাহেব ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণের অনেক নলকূপ স্থাপন করেন। রফিক সাহেবের কাজে কার আদর্শ ফুটে উঠেছে?
● হযরত উমর ইবনে আব্দুল আজিজ (র)
খ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা)
গ হযরত আয়িশা (রা)
ঘ হযরত হাফসা (রা)
২১. ঈসা (আ) কে আল্লাহর পুত্র বলার যুক্তি নেই। কারণ-
র. পিতা ছাড়া সৃষ্টি করা আল্লাহর জন্য কঠিন নয়
রর. তঁর জন্ম আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ
ররর. তিনি কিয়ামতের একটি নির্দশন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
হযরত সুলায়মান (আ)
২২. মহান আল্লাহ কাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন? (জ্ঞান)
ক হযরত মুসা (আ)
খ হযরত দাউদ (আ)
গ হযরত ঈসা (আ)
● হযরত সুলায়মান (আ)
২৩. কে বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন? (জ্ঞান)
ক হযরত মুহাম্মদ (স)
খ হযরত উমর ইবনে আব্দুল আজিজ (র)
● হযরত সুলায়মান (আ)
ঘ হযরত ঈসা (আ)
২৪. হযরত সুলায়মান (আ)-এর ধীশক্তি কেমন ছিল? (জ্ঞান)
● প্রখর খ মোটামুটি
গ উন্নত
ঘ অবনত
২৫. পশু-পাখির ভাষা বুঝতেন কে? (জ্ঞান)
ক হযরত মুসা (আ)
● হযরত সুলায়মান (আ)
গ হযরত রাবেয়া বসরি (র)
ঘ হযরত দাউদ (আ)
২৬. হযরত সুলায়মান (আ)-এর ইন্তিকালের বিস্ময়কর ঘটনা দ্বারা কী বোঝা যায়? (অনুধাবন)
ক জিন জাতিরা খুব শক্তিশালী ছিল
খ জিনেরা গায়েব জানে
● জিনেরা গায়েব জানে না
ঘ জিনেরা মানুষের তুলনায় শক্তিশালী
২৭. আল্লাহ তায়ালা হযরত সুলায়মান (আ)-কে বাতাসে ভর করে চলার ক্ষমতা প্রদান করেছিলেন কেন? (অনুধাবন)
ক লোককে ভয় দেখানোর জন্য
খ অনুসারীদের দেখাশোনা করার জন্য
গ চারদিকে রাজত্ব বিস্তৃতির জন্য
● দ্রুত যাতায়াতের জন্য
২৮. জিনরা হযরত সুলায়মান (আ)-এর অনুগত থাকত কেন? (অনুধাবন)
ক হযরত সুলায়মান (আ)-এর ভয়ে
● আল্লাহ জিনদেরকে তাঁর অধীন করে দেন বলে
গ জিনরা তাঁকে সম্মান করতেন বলে
ঘ তিনি জিনদের ভাষা বুঝতেন বলে
২৯. সুলায়মান (আ) মৃত্যুবরণ করেন কীভাবে? (অনুধাবন)
● লাঠির ওপর ভর করা অবস্থায়
খ ভ্রমণরত অবস্থায়
গ ইবাদতরত অবস্থায়
ঘ ঘুমন্ত অবস্থায়
৩০. হযরত সুলায়মান (আ) পশুপাখি, কীটপতঙ্গ, জীবজন্তু ও জিনদের ভাষা বুঝতেন কীভাবে? (অনুধাবন)
● আল্লাহর অনুগ্রহে
খ নিজের ক্ষমতায়
গ বাদশাহী যোগ্যতায়
ঘ বিশেষ যোগ্যতায়
৩১. হযরত সুলায়মান (আ) -এর অধীনে ছিলেন-
র. একদল জীন
রর. কীটপতঙ্গ
ররর. বাতাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩২. হযরত সুলায়মান (আ)-এর বশীভূত শয়তানদের কাজ ছিল- (অনুধাবন)
র. তাঁকে বিরক্ত করা
রর. মণিমুক্তা সংগ্রহ করা
ররর. সুউচ্চ প্রাসাদ তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৩. হযরত সুলায়মান (আ) ছিলেন-
র. আল্লাহর প্রসিদ্ধ নবি
রর. মিসরের বাদশা
ররর. হযরত দাউদ (আ)-এর কনিষ্ঠ পুত্র
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
দুই মহিলা একটি শিশুর দাবি নিয়ে সমাজপতি সালামত মিয়ার নিকট বিচারপ্রার্থী হয়। সালামত মিয়া বাদী ও বিবাদীকে সঠিক বিচার করে দেন।
৩৪. সালামত মিয়ার বিচারকার্য কোন নবির বিচারের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
ক হযরত আদম (আ)
খ হযরত মুসা (আ)
গ হযরত ঈসা (আ)
● হযরত সুলায়মান (আ)
৩৫. উক্ত নবির বিচারকার্যের ঘটনা থেকে প্রমাণিত হয় তিনি ছিলেন- (উচ্চতর দক্ষতা)
র. বুদ্ধিমান
রর. প্রজ্ঞার অধিকারী
ররর. মিতব্যয়ী
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
হযরত মুসা (আ)
৩৬. হযরত মুসা (আ) মাদাইনে হযরত শুআইব (আ) এর সান্নিধ্যে কত বছর কাটান? [রংপুর জিলা স্কুল]
ক ৫
খ ৭
গ ৮
● ১০
৩৭. হযরত মুসা (আ) এর স্ত্রীর নাম কী? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর]
ক হাযেরা
খ মরিয়ম
গ সোফিয়া
● সফুরা
৩৮. কালিমুল্লাহ কার উপাধি? [খুলনা জিলা স্কুল]
ক হযরত সুলায়মান (আ)
খ হযরত ঈসা (আ)
● হযরত মুসা (আ)
ঘ হযরত দাউদ (আ)
৩৯. নীলনদ কোথায় অবস্থিত? (জ্ঞান)
ক সিরিয়ায়
● মিসরে
গ জর্ডানে
ঘ আফগানিস্তানে
৪০. হযরত মুসা (আ)-এর উপাধি কী ছিল? (জ্ঞান)
ক খলিলুল্লাহ
খ রুহুল্লাহ
● কালিমুল্লাহ
ঘ সাইফুল্লাহ
৪১. ফিরআউনের স্ত্রীর নাম কী ছিল? (জ্ঞান)
ক হাবিবা
খ তাহিরা
● আসিয়া
ঘ সুমাইয়া
৪২. হযরত মুসা (আ) ফিরআউনের ভয়ে মিসর ছেড়ে কোথায় চলে যান? (জ্ঞান)
● মাদইয়ানে
খ ইরাকে
গ হাবশায়
ঘ সিরিয়ায়
৪৩. মাদইয়ান থেকে ফেরার পথে হযরত মুসা (আ) তুর পাহাড়ের পাদদেশে কোথায় নবুয়তপ্রাপ্ত হন? (জ্ঞান)
ক তুযা উপত্যকায়
খ তুবা উপত্যকায়
● তুয়া উপত্যকায়
ঘ তুসি উপত্যকায়
৪৪. ফিরআউন কাদেরকে বলা হতো? (জ্ঞান)
ক মিসরের কাফিরদের
খ সিরিয়ার কাফিরদের
● মিসরের বাদশাহদের
ঘ হযরত মুসা (আ)-এর শত্রুদের
৪৫. “তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম। যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায়।” অনুদিত আয়াতটি কোন সূরার? (জ্ঞান)
ক সূরা আম্বিয়া
● সূরা ত্বহা
গ সূরা লাইল
ঘ সূরা তুর
৪৬. হযরত মুসা (আ) কোথায় ইন্তিকাল করেন? (জ্ঞান)
ক তুর পাহাড়ে
খ মাদায়িনে
গ ইরাকে
● সিনাই উপত্যকায়
৪৭. হযরত মুসা (আ) কীভাবে নীলনদ পার হলেন? (অনুধাবন)
ক জাহাজে করে
খ নৌকায় চড়ে
● আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে
ঘ ভেলায় করে
৪৮. পৃথিবীতে ইয়াহুদিরা কেন এত অভিশপ্ত? (অনুধাবন)
ক তারা আল্লাহর নবিদের সঙ্গে বেয়াদবি করেছে
খ তারা নাফরমানির সীমা ছাড়িয়ে গেছে
● তারা অনেক নবিকে হত্যা করেছে
ঘ তারা আল্লাহর নবিগণকে কবর দিয়েছে
৪৯. হযরত মুসা (আ)-কে কেন কালিমুল্লাহ উপাধি দেয়া হয়েছিল? (অনুধাবন)
ক তিনি কালো ছিলেন বলে
খ তাঁর কলমের অনেক শক্তি ছিল বলে
● তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন বলে
ঘ তাঁর কাছে আল্লাহর কলম ছিল বলে
৫০. পথভ্রষ্টদের ইসলামের ছায়াতলে আনার জন্য দাওয়াত দিতে হবে কীভাবে? (অনুধাবন)
ক অত্যন্ত রাগ করে
খ মারামারি করে
● ধৈর্য সহকারে
ঘ অধৈর্য হয়ে
৫১. হযরত মুসা (আ) নবুয়তপ্রাপ্ত হন- (অনুধাবন)
র. মাদইয়ানে
রর. তুর পাহাড়ের নিকটে
ররর. তুয়া উপত্যকায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র, ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৫২. হযরত মুসা (আ) লালিত-পালিত হয়েছিলেন – (অনুধাবন)
র. ফিরআউনের ঘরে
রর. পিতৃগৃহে
ররর. আসিয়ার কোলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৩. হযরত মুসা (আ) মিসর ছেড়ে মাদইয়ান চলে যান- (অনুধাবন)
র. হিজরত করতে
রর. ফিরআউনের ভয়ে
ররর. আল্লাহর নির্দেশে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪-৫৬ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
গণিমিয়ার অত্যাচারে হাকিম মিয়া এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় গণিমিয়া তার পিছু নেয়।
৫৪. হাকিম মিয়ার এলাকা ছেড়ে যাওয়া যে নবির হিজরতের ন্যায়- (প্রয়োগ)
● হযরত মুসা (আ)-এর
খ হযরত ঈসা (আ)-এর
গ ইদ্রিস (আ)-এর
ঘ আদম (আ)-এর
৫৫. এরূপ কর্মকাণ্ডের ফলে গণি মিয়া- (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর অসন্তুষ্টি লাভ করবে
রর. ধ্বংস হয়ে যাবে
ররর. সামনে প্রশংসিত হবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫৬. আল্লাহর অভিশাপে ধ্বংস প্রাপ্ত ব্যক্তি-
র. ফিরআউন
রর. আবু জাফর
ররর. নমরুদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ ররর
● র ও ররর
ঘ র, রর ও ররর
হযরত ঈসা (আ)
৫৭. ফিলিস্তিনের কোন গ্রামে হযরত ঈসা (আ) জন্মগ্রহণ করেন?
ক গাঁজা
খ জেরিকো
● বাইত লাহাম
ঘ মিনা
৫৮. দোলনায় থাকা অবস্থায় হযরত ঈসা (আ) কী লাভ করেন?
● বাকশক্তি
খ জ্ঞান
গ শত্রুদমন শক্তি
ঘ যুক্তি উপস্থাপন শক্তি
৫৯. শেষ যামানায় হযরত ঈসা (আ) পুনরায় পৃথিবীতে এসে কাকে হত্যা করবেন?
ক শয়তানকে
● দাজ্জালকে
গ নমরুদকে
ঘ কারুনকে
৬০. ইহুদিরা ঈসা (আ) কে মারার জন্য কাকে পাঠিয়েছিল?
ক ইয়ামাকে
● তাইতালানুস
গ ইয়ানুক
ঘ ইয়াদুদকে
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা ৫ম অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post