৮ম শ্রেণির কৃষি শিক্ষা ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. ভিয়েতনামের কৃষির উন্নতির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ভিয়েতনামের কৃষির উন্নতির প্রধানতম কারণ হলো ভিয়েতনামের কৃষি সমাজ অত্যন্ত সংগঠিত। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো অত্যন্ত শক্তিশালী ও সৃজননশীল। সেখানকার সকল কৃষক কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত। এই সকল সংগঠন কৃষিনীতি ও কর্মপদ্ধতি নির্ধারণে ভূমিকা রাখে।
২. IPM-এ কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কেন?
উত্তর: কৃত্রিম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য এবং কৃষিকে অধিকতর পরিবেশবান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনাসহ (IPM) উত্তম কৃষি কার্যক্রমে কৃষকদের উৎসাহিত ও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
৩. কালটিভার বলতে কী বোঝ?
উত্তর: ফসলের যেসব নতুন জাত অভিজ্ঞ কৃষকদের পর্যবেক্ষণ, চয়ন ও নিরীক্ষণ প্রক্রিয়ার মধ্যদিয়ে মৌসুম নির্ভরতা এড়াতে সক্ষম, বিশুদ্ধ লাইন শনাক্ত ও উন্নয়ন করা যায় সেসব জাতকে কালটিভার বা ভ্যারাইটি বলে। এসব জাতকে মাঠ পর্যায়ে স্বীকৃতি পেতে হবে। কৃষক পর্যায়ের আবিষ্কৃত এই সব আগাম জাত, নাবি জাত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা লাভ করে। ফসলের জাত উদ্ভাবনে মানবসৃষ্ট এটাই সবচেয়ে সনাতন পদ্ধতি।
৪. ভারতকে কেন বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়েছে?
উত্তর: ভারত একটি বৃহৎ দেশ। ভারতে মরু অঞ্চল থেকে শুরু করে বরফাবৃত অঞ্চল, নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি, অনুর্বর, খরাপ্রবণ এলাকা থেকে শুরু করে নদীবিধৌত উর্বর অঞ্চলও রয়েছে। দেশের এক অঞ্চলে যখন শীতকাল অন্য অঞ্চলে তখন গ্রীষ্মকাল বা বসন্তকাল। ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছরই উৎপাদিত হচ্ছে। এসব কারণে ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়।
৫. ব্রি ধান-৫২ কিসের প্রসিদ্ধ?
উত্তর: ব্রি ধান-৫২ হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত, যা বন্যা কবলিত এলাকায় চাষ করা হয়। এ ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে। এজন্য ব্রি ধান-৫২ প্রসিদ্ধ।
৬. জমি হলো কৃষির প্রধান ক্ষেত্র, ব্যাখ্যা কর।
উত্তর: জমি হলো কৃষির প্রধান ক্ষেত্র। কারণ- মাটির গঠন, প্রকারভেদ, উর্বরতা, মাটিতে বসবাসকারী অণুজীব ও এদের উপকারিতা নিয়ে বিজ্ঞানীরা যেসব তথ্য আবিষ্কার করেছেন তার অভদান অমূল্য। এর ওপর ভিত্তি করে কৃষির সব প্রযুক্তি গড়ে উঠেছে।
৭. চীন কেন কৃষিতে উন্নত?
উত্তর: চীনের সমাজতান্ত্রিক পরিকল্পিত উৎপাদন ও বণ্টন ব্যবস্থার সুবিধাগুলো চীনের কৃষি ব্যবস্থার উন্নয়নে খুবই সহায়ক ভূমিকা পালন করছে। উপরন্তু, চীনের গবেষক ও কৃষকদের সমন্বিত প্রয়াস চীনের কৃষির উন্নয়নকে ত্বরান্বিত করেছে।
৮. ভারতের কৃষি বাংলাদেশের চেয়ে অনেক বৈচিত্র্যপূর্ণ কেন?
উত্তর: ভৌগোলিক বৈচিত্র্যের দেশ ভারত, এ দেশের উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এছাড়াও ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় অনেক বেশি অগ্রসর। এর একটি প্রধান করাণ হলো সংগঠিত কৃষি সমাজ এবং অপর প্রধান কারণ হলো কৃষি বিজ্ঞান ও প্রকৌশলে বিস্ময়কর অগ্রগতি।
৯. হাইব্রিড রাইস বলতে কী বোঝায়?
উত্তর: দেশীয় প্রজাতির ধানের সাথে বিদেশি বা উন্নত প্রজাতির ধানের সংকরায়নের ফলে প্রাপ্ত নতুন প্রজাতিকে ‘হাইব্রিড রাইস’ বা সংকর ধান বলা হয়। নিয়ম মেনে চাষ করলে এ জাতীয় ধান উচ্চ ফলনশীল ধানের চেয়ে বেশি ফলন দেয়। এগুলো পরিবেশে সহনীয় ও পরিবেশবান্ধব হয়ে থাকে। এ প্রজাতির ধান, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে।
১০. আগাম জাত চাষ করা হয় কেন?
উত্তর: অসময়ে ফল ও সবজি বাজারে সরবরাহের উপায় কম থাকে বলে আগাম জাত চাষ করা হয়। অসময়ের এসব ফসলের চাহিদা বেশি থাকে বলে উচ্চমূল্যে বিক্রি করা যায়। যার ফলে কৃষক ও খুচরা বিক্রেতারা লাভবান হয়।
১১. বর্তমানে কৃষির কোন কোন ক্ষেত্রে উন্নতি ঘটেছে?
উত্তর: কৃষির মূল ক্ষেত্র হলো মাটি বা মৃত্তিকা সম্পদ। মৃত্তিকা ক্ষেত্রে উন্নয়নের ফলেই দেশে কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তশানে মাটি, সার, বীজ, কীটনাশক উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে উন্নতি ঘটেছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ধানের উৎপাদনের উপর।
১২. জিএম ফসল বলতে কী বোঝ?
উত্তর: সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বা জেনেটিক্যাল মডিফাইড ক্রপ বলে। এই ফসল পুষ্টির চাহিদা পূরণ করে।
১৩. ফসলের মৌসুম নির্ভরশীলতা বলতে কী বোঝ?
উত্তর: দিনের দৈর্ঘ্যরে ওপর ভিত্তি করে একেক মৌসুমে একেক ধরনের ফসল উৎপন্ন হয়, একে ফসলের মৌসুম নির্ভরশীলতা বলে। যেমন- টমেটো চাষের জন্য শীতকালীন মৌসুমের দিবাদৈর্ঘ্য প্রয়োজন। এটাই এই ফসলের মৌসুম নির্ভরশীলতা।
১৪. উদ্ভিদের পুষ্টি বলতে কী বোঝায়?
উত্তর: উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, গঠন ও জীবনধারণের জন্য কতগুলো অত্যাবশ্যকীয় উপাদানের প্রয়োজন। এসব উপাদানকে উদ্ভিদের পুষ্টি বলে। উদ্ভিদ মাটি থেকে এসব পুষ্টি সংগ্রহ করে থাকে।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post