৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. ফসলের অস্বাভাবিক অবস্থাই হচ্ছে ফসলের রোগ ব্যাখ্যা কর।
উত্তর: ফসলের অস্বাভাবিক অবস্থাই হচ্ছে ফসলের রোগ। নিচে তা ব্যাখ্যা করা হলো: যদি ফসলের কেনো অস্বাভাবিক অবস্থা দেখা দেয়। যেমন ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, দেখতে দুর্বল ও লিকলিকে ফুল অথবা ফল ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে ফসলের কেনো না কোনো রোগ হয়েছে। নানা লক্ষনে ফসলের রোগ প্রকাশ পায়। ভিন্ন ভিন্ন ফসলের ভিন্ন ভিন্ন রোগ হয়, ভিন্ন ভিন্ন অবস্থা দেখা দেয়।
২. মিশ্র ও সাথি ফসল চাষ লাভজনক কেন?
উত্তর: মিশ্র ও সাথি ফসল বলতে একটি ফসলের সাথে অন্য আরেকটি ফসল চাষ করাকে বোঝায়। মিশ্র ও সাথি ফসল চাষ করলে কম উৎপাদন খরচে দুটি ফসল পাওয়া যায়। এটি চাষে ফসলের পোকামাকর, রোগবলাই ও আবহাওয়াজনিত দুর্ঘটনা হ্রাস পায়। তাই মিশ্র ও সাথি ফসল চাষ লাভজনক।
৩. রিলে চাষে সময় স্বল্পতা কীভাবে দূর হয় ব্যাখ্যা কর।
উত্তর: একটি ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার প্রায় এক সপ্তাহ আগে কতিপয় সুবিধা পাওয়ার জন্য শিম জাতীয় বীজ বপন করাকে রিলে চাষ বলে। ফসল কর্তনের ৭-১০ দিন আগেই অন্য ফসল বপন করা হয় বলে রিলে চাষে সময় স্বল্পতা দূর হয়।
৪. বীজ শোধন কেন করা হয়?
উত্তর: ফসলের রোগের প্রতিকারের লক্ষ্যে বীজ শোধন একটি অন্যতম উপায় কারণ কিছু কিছু বীজ আছে যারা নিজেরাই রোগ বহন করে। এসব বীজবাহিত রোগ জীবানুকে নীরোগ করার উদ্দেশ্যেই বীজ শোধন করা।
৫. ফসল বিন্যাসে শিমজাতীয় ফসল অন্তর্ভূক্ত করা হয় কেন?
উত্তর: ফসল বিন্যাসে শিমজাতীয় ফসল অন্তর্ভূক্ত করা হয় কারণ এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং সারের চাহিদা হ্রাস পায়। ফলে কৃষকের আবাদের ফলন বাড়ে, ব্যয় কমে ও আয় বৃদ্ধি পায়।
৬. মৃত পশুকে কেন মাটিচাপা দিতে হয়?
উত্তর: মৃত পশু পরিবেশ দূষিত করে। পশুর রোগজীবাণু বাতাসে ছড়ায় এবং সুস্থ পশুকে আক্রান্ত করে। তাই মৃত পশুকে খামার ও বসতবাড়ি হতে দূরে গর্ত করে মাটিচাপা দিতে হয়।
৭. দানাদার ইউরিয়া সার ব্যবহারের সুবিধাগুলো লিখ।
উত্তর: দানাদার ইউরিয়া সার ব্যবহারের সুবিধাগুলো হলো- ১. এটি প্রয়োগ করা খুব সহজ, ২. প্রয়োগ সময় ও শ্রম কম লাগে, ৩. গাছের মূল বা শিকড় ক্ষতিগ্রস্থ হয় না, ৪. বাজারে সহজলভ্য।
৮. ফসল বিন্যাস বলতে কী বোঝ?
উত্তর: ফসল বিন্যাস অর্থ হচ্ছে কৃষক সারা বছর বা ১২ মাস তার জমিতে কী কী ফসল ফলাবেন তার একটি পরিকল্পনা করা। বাংলাদেশের ভূমি নানা জাতের ফসল চাষের উপযোগী। তবে প্রতিটি কৃষকই ফষলের বিন্যাস করে আবাদ করেন। ফসল বিন্যাস করা হয় মাটির গুণাগুণ। পানির প্রাপ্যতা, চাষ পদ্ধতি, শস্যের জাত, ঝুঁকি আয় এসব বিষয় বিবেচনা করে। বিন্যাসে একটি শিমজাতীয় ফসল অন্তর্ভূক্ত করে সারের চাহিদা হ্রাস করা সম্ভব এবং তাতে মাটির বৃদ্ধি পাবে।
৯. গরু মোটাতাজাকরণ করা প্রয়োজন কেন?
উত্তর: গরু মোটাতাজাকরণ করা প্রয়োজন কারণ একজন মানুষের দৈনিক ১২০ গ্রাম মাংস প্রয়োজন হয়। কিন্তু দৈনিক মাথাপিছু ২৪ গ্রাম মাংস খেয়ে থাকে। এ কারণে গো-মাংসের সরবরাহ করা উচিৎ। এ সমস্যা দূর করার জন্য গরু মোটাতাজাকণের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এ মাধ্যমে অল্প সময়ে গরু মোটাতাজা করে অধিক মূল্যে বাজারজাত করা হয় এবং অধিক লাভ পাওয়া যায়।
১০. ফসলের বিভিন্ন রোগ কেন হয়?
উত্তর: জীবের চারপাশে ভাইরাস, ব্যাকটেরিয়া আরও অনেক অণুজীব আছে যারা রোগবালাই ছড়ায়। গাছপালা এসব অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগাক্রান্ত হয়ে পরে।
১১. শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো কী কী?
উত্তর: শস্য পর্যায় প্রযুক্তির সুবিধাগুলো নিচে দেওয়া হল- ১. মাটির পুষ্টি সমতা বজায় থাকে, ২. পানির অপচয় কম হয়. ৩. আগাছার উপদ্রব কম হয়, ৪. ফসলের ফলন বাড়ে।
১২. রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা হয় কেন?
উত্তর: ফসলের রোগগুলো সাধারণত সংক্রান্ত হয়ে থাকে। এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও ছড়িয়ে পড়ে। তাই রোগাক্রান্ত গাছগুলো পুড়িয়ে ফেলা হয়।
১৩. রিলে চাষ বলতে কী বোঝ?
উত্তর: একটি ফসলের ফুল আসার পর কিন্তু ফসল কাটার প্রায় এক সপ্তাহ আগে কতিপয় সুবিধা পাওয়ার জন্য শিম জাতীয় বীজ বপন করাকে রিলে চাষ বলে। ফসল কর্তনের ৭-১০ দিন আগেই অন্য ফসল বপন করা হয় বলে রিলে চাষে সময় স্বল্পতা দূর হয়। রিলে চাষ দ্বারা মাটির গঠন উন্নত হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়।
১৪. কৃষক জমিকে বিভিন্ন জমিকে খণ্ডে ভাগ করে কেন?
উত্তর: কৃষক জমিকে বিভিন্ন জমিকে খণ্ডে ভাগ করে বিভিন্ন সুবিধার কারণে। নিচে তা দেওয়া হল। ১. মাটির পুষ্টি সমতা বজায় থাকে, ২. পানির অপচয় কম হয়. ৩. আগাছার উপদ্রব কম হয়, ৪. ফসলের ফলন বাড়ে, ৫. শস্য পর্যায়ের ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয়।
১৫. এক খণ্ড জমিতে একই ফসল বার বার চাষ করা হয় না কেন?
উত্তর: এক খণ্ড জমিতে একই ফসল বার বার চাষ করা হয় না কারণ এতে মাটির উর্বরতা কমে যায়, পোকামাকড়, রোগের উপদ্রব বাড়ে, ফসলের ফলন বাড়ে।
১৬. শস্য পর্যায়ে শিমজাতীয় ফসল রাখা হয় কেন?
উত্তর: ফসলে রিলে চাষের জন্য শস্য পর্যায়ে শিমজাতীয় ফসল রাখা হয়। এছাড়া সারের চাহিদা হ্রাস এবং মাটির উর্বরতা বৃদ্ধির জন্যও পর্যায়ে শিমজাতীয় ফসল রাখা হয়।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post