৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : প্রযুক্তি উদ্ভাবন এ্রকটি চলমান প্রক্রিয়া ৷ একটি প্রযুক্তি উত্তাবন হওয়ার পর এর ব্যবহার কিছুদিন চলে। পরে এর চেয়েও আরও উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয়। মানুষ প্রয়োজন মোতাবেক এই উন্নত নতুন প্রযুক্তি গ্রহণ করে। যেমন: সার একটি রাসায়নিক প্রযুক্তি। দীর্ঘদিন মানুষ গাছকে পুষ্টি সরবরাহের জন্য উন্নত সার ব্যবহার করে আসছে। এরূপ সব সময়ই নতুন পুক্ষি পুরাতন প্রযুক্তি স্থান দখল করে।
বহুনির্বাচনি প্রশ্ন
১. মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়?
ক. ডিডিটি
খ. ক্লোরিন
গ. ফরমালিন
ঘ. ফসফরাস
২. গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানো হয়-
i. খড়ের সাথে মিশিয়ে
ii. দানাদার খাদ্যের সাথে মিশিয়ে
iii. পানির সাথে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রিনা বেগমের বাড়ির আঙিনায় ৩মি. x ৪মি. আকৃতির উচু খালি জায়গা রয়েছে। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন ।
৪. রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৫. রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে?
ক. আমিষের ঘাটতি পূরণ করবে
খ. শর্করার ঘাটতি পূরণ করবে
গ. গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি করবে
ঘ. দুধের সরবরাহ বৃদ্ধি করবে
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
মনির এ একর জমিতে পর পর কয়েক বছর ধান চাষ করে দেখল প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায় অবলম্বন করার পরামর্শ দেন।
ক. শস্য পর্যায় কী?
খ. শস্য পর্যায়ে ধইঞ্চা চাষ করা সুবিধাজনক কেন?
গ. মনির তার জমিতে কীভাবে শস্য পর্যায় করবেন তা ব্যাখ্যা কর।
ঘ. মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কীভাবে লাভবান হবেন- ব্যাখ্যা কর।
২য় অধ্যায় অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. ফসলের পাতা কী কারণে কুঁকড়িয়ে যায়?
উত্তর: ভাইরাসজনিত কারণে ফসলের পাতা কী কারণে কুঁকড়িয়ে যায়।
২. বীজ শোধন কী?
উত্তর: বীজ শোধন হলো বীজবাহিত রোগজীবাণু নীরোগ করার জন্য একটি উত্তম প্রযুক্তি।
৩. সার কী?
উত্তর: মাটিতে পুষ্টি উপাদান সরবরাহকারী দ্রব্যকে সার বলে।
৪. সাথি ফসল কাকে বলে?
উত্তর: একাধিক ফসল যা ভিন্ন সময়ে পাকে, বৃদ্ধির ধরন ভিন্ন, মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এগুলোর একত্রে চাষকে সাথি ফসল চাষ বলে। আর এই ধরনের ফসলকে সাথি ফসল বলে।
৫. রবি ফসল কী?
উত্তর: যে মৌসুম নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিস্তৃত এবং এ মৌসুমে উৎপন্ন ফসলকে রবি ফসল বলে।
৬. মিশ্র ফসল চাষ কী?
উত্তর: মিশ্র ফসল চাষ হলো একাধিক ফসলের একত্রে চাষ যা ভিন্ন সময়ে পাকে, যাদের বৃদ্বির ধরন ভিন্ন এবং যারা মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে।
৭. খরিফ- ১ ফসল কী?
উত্তর: যে মৌসুমে সময়সীমা মার্চ থেকে জুন মাস পর্যন্ত বিস্তৃত এবং এ মৌসুমে উৎপন্ন ফসলকে খরিফ- ১ ফসল বলে।
৮. খরিফ- ২ ফসল কী?
উত্তর: যে মৌসুমে সময়সীমা জুলাই মসি থেকে অক্টোবর মাস পর্যন্ত বিস্তৃত এবং এ মৌসুমে উৎপন্ন ফসলকে খরিফ- ২ ফসল বলে।
৯. প্রাণীসম্পদ কী?
উত্তর: গবাদিপশু যেমন- গরু, মহিষ, ছাগল, হাস- সুরগি ইত্যাদি সম্পর্কিত সকল বিষয় এবং সংশ্লিষ্ট শিল্পকে প্রাণীসম্পদ বলে।
১০. ডোল কী?
উত্তর: দানাশস্য সংরক্ষণের জন্য বাঁশের চাটাই দিয়ে তৈরি কূপাকৃতির বস্তুকে ডোল বলে।
১১. ফসলের রোগ কী?
উত্তর: ফসলের বৃদ্বি ব্যাহত হওয়া, দুর্বল ও লিকলিকে হওয়া, ফুল বা ফল ঝরে যাওয়াকে ফসলের রোগ বলে।
১২. মোজাইক কী?
উত্তর: মোজাইক রোগ হলো একটি ভাইরাসজনিত রোগ, যার ফলে পাতায় গাঢ় ও হালকা হলুদ সবুজ ছোপ দেখা য়ায়।
১৩. শস্য পর্যায় কী?
উত্তর: মাটির উর্বরতা বজায় রেখে এক খন্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে।
১৪. রিলে চাষ কী?
উত্তর: একটি শস্যে ফুল আসার পর কিন্তু কর্তনের প্রায় এক সপ্তাহ আগে কতিপয় সুবিধা পাওয়ার জন্য অন্য জাতীয় ফসলের বীজ বপন বা চারা রোপণকে রিলে চাষ বলা হয়।
১৫. ইউরিয়া সার কী?
উত্তর: জমিতে নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য যে দানাদার সার ব্যবহার করা হয় তাকে ইউরিয়া চাষ বলে।
১৬. মোটাতাজাকরণ কী?
উত্তর: একটি পদ্ধতির মাধ্যমে পরিমিত খাদ্য সরবরাহ করে খুব অল্প সময়ের মধ্যে খামারের প্রাণীদের স্বাস্থোর উন্নয়ন করা যায় তাকে মোটাতাজাকরণ বলে।
১৭. ঢলে পড়া রোগ কী?
উত্তর: ফসলের কান্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝরে পড়ে। এই অবস্থাকে ঢলে পড়া রোগ বলে।
১৮. মাছের লেজ ও পাখনা পচা রোগের কারণ কী?
উত্তর: মাছের লেজ ও পাখনা পচা রোগের কারণ হলো ব্যাকটেরিয়া।
১৯. মাঠ ফসলের বহুমূখীকরণ কী?
উত্তর: মাঠ ফসলের বহুমূখীকরণ হলো কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, সিশ্র ও সাথি ফসলের চাষ ও খামার যান্ত্রিকীকরণকে বোঝায়।
২০. গুটি ইউরিয়া কী?
উত্তর: দানাদার ইউরিয়া সারের সাশ্রয়ী ব্যবহারের জন্য মেশিনের সাহায্যে যে সারে রূপান্তর করা হয় তাকে গুটি ইউরিয়া বলে।
২১. শূন্য চাষ অর্থ কী?
উত্তর: শূন্য চাষ অর্থ হলো বিনা চাষে ফসল ফলানো।
২২. ফসল বিন্যাস কী?
উত্তর: ফসল বিন্যাস হচ্ছে কৃষক সারা বছর তার জমিতে কী কী ফসল ফলাবেন তার একটা পরিকল্পনা করা।
২৩. কয়েকটি আমিষ জাতীয় খাদ্যের নাম লিখ?
উত্তর: ডাল জাতীয় খাদ্য, শুটি জাতীয় ঘাষ, শঁটকি মাছের গুঁড়া ও খৈল ইত্যাদি।
২৪. মাথাপিছু প্রতিদিন কত গ্রাম মাংস খাওয়া দরকার?
উত্তর: মাথাপিছু প্রতিদিন ১২০ গ্রাম মাংস খাওয়া দরকার।
২৫. গরুর বাসস্থান কেমন হবে?
উত্তর: প্রতিটি গরুর জন্য ১.৫ মি. ২ মি জায়গায় ঘর নির্মাণ করতে হবে।
২৬. সংক্রামক রোগ কাকে বলে?
উত্তর: অণুজীবঘটিত রোগ যা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় তাকে সংক্রামক রোগ বলে।
২৭. আলুর ধসা রোগের লক্ষণ কী?
উত্তর: আলুর ধসা রোগের লক্ষণ হলো পাতা ঝলসে যাওয়া।
২৮. আখের সাথি ফসল কী?
উত্তর: আখের সাথি ফসলগুলো হলোÑ টমেটো, সরিষা এবং মসুর।
২৯. আখের সাথি ফসল কী হতে পারে?
উত্তর: আখের সাথি ফসল হলো- টমেটো, সরিষা, মসুর।
৩০. আমন ধানের রিলে ফসল কী? তিল।
উত্তর: আমন ধানের রিলে ফসল হলো তিল।
৩১. ফসলের মৌসুম কয়টি?
উত্তর: তিনটি। যথা- রবি, খরিপ-১, ও খরিপ-২।
৩২. দুইটি রবি ফসলের নাম লিখ?
উত্তর: দুইটি রবি ফসলের নাম হলো বোরো ধান, সরিষা।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post