৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. সত্যিকার বীজ বলতে কী বোঝ?
উত্তর: নিষিক্ত পরিপক্ব ডিম্বককে যৌন বী জবা সত্যিকার বীজ বলে। একে যৌন বীজ ও বলে। বীজের মাধ্যমে উদ্ভিদের জাতের গুণাগুণ পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়।
২. ভালো বীজের কী কী গুণ থাকা প্রয়োজন?
উত্তর: ভালো বীজের গুণাবলি নিম্নরূপ: ১. মিশ্রণহীন বীজ। ২. অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতাসম্পন্ন। ৩. চারার উচ্চমানের সতেজতা। ৪. পরিছন্নতা। ৫. সুস্থ বীজ রোগজীবাণুর দুষণ ও সংক্রমমুক্ততা)।
৩. রিং বেসিন পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে বৃত্তাকারে পানি সেচ দেওয়া হয় তাকে রিং বেসিন পদ্ধতি বলে। ফল বাগানে রিং বেসিন বা বৃত্তাকার পদ্ধতিতে সেচ দিলে পানির অপচয় কম হয়। এ পদ্ধতিতে প্রত্যেকটি ফল গাছের গোড়ায় বৃত্তাকার নালা তৈরি করে প্রধান সেচ নালার সাথে সংযোগ দেওয়া হয়।
৪. চয়ন- প্রজনন বলতে কী বোঝ?
উত্তর: চলতি কোনো ফসলের জাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্কিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমেও বীজের উন্নতি বা জাতের উন্নত ঘটানো যেতে পারে। এই পদ্ধতিতে উন্নয়নকে বলা হয় চয়ন- প্রজনন।
৫. উদ্ভিদের অন্যান্য অঙ্গকে বীজ বলা হয় কেন?
উত্তর: কৃষিক্ষেত্রে উদ্ভিদের অন্যান্য অঙ্গ যেমন- পাতা, শাখা ,মূল, কান্ড ইত্যাদি ব্যবহার করেও ফসল চাষ করা হয়। যেহেতু উদ্ভিদের অন্যান্য অঙ্গও বংশ বিস্তারে সক্ষম তাই কৃষিতত্ত¦ অনুযায়ী এগুলোকে বীজ বলা হয়।
৬. অতিরিক্ত রাসায়নিক সার জমির জন্য ক্ষতিকর কেন?
উত্তর: অতিরিক্ত রাসায়নিক সার জমির জন্য ক্ষতিকর কারণ। রাসায়নিক সার প্রাকৃতিকি শিকারি জীব ও মৃত্তিকার উপকারী অণুজীবগুলোকে ধ্বংস করে ফেলে। অতিরিক্ত রাসায়নিক সার মাটির গঠন প্রক্রিয়াকে ব্যাহত করে মািিটর উর্বরতা হ্রাস করে। অতিরিক্ত রাসায়নিক সারের একটি বড় অংশ বাতাসে, ভূপৃষ্ঠের পানিতে, ভূ-গর্ভস্থ পানিতে প্রবেশ করে পরিবেশ দূষণ করে।
৭. বীজ সংরক্ষণ করতে হবে কেন?
উত্তর: বীজ সংরক্ষণের গুরুত্ব অনেক। কারণ- উপযুক্ত সংরক্ষণের অভাবে ভালো বীজও খারাপ হয়ে যেতে পারে। সঠি কৌশলে বীজ সংরক্ষণভালো বীজের যে সকল গুণাবলি রয়েছে সেসব গুণাবলি অক্ষুন্ন রেখে বছরের পর বছর ব্যবহারোপযোগী রাখা যায়।
৮. ভেজা বীজতলা তৈরি করা হয় কেন?
উত্তর: এঁটেল মাটি অনেক চিপ চিপে হওয়ায় এই মাটি ঝুরঝুরে করা সম্ভব হয় না। এ কারণেই এঁটেল মাটিতে বীজ গজানো জন্য ভেজা বীজতলা তৈরি করা হয়।
৯. বীজতলার মাটিতে গ্যামাস্কিন ব্যবহার করা হয় কেন?
উত্তর: বীজতলার মাটিতে সাধারণত বিভিন্ন ধরণের পোকামাকড় ও রোগজীবাণু থাকে। এজন্য বীজতলার মাটি শোধন করা প্রয়োজন। আর বীজতলার মাটি শোধনের জন্য গ্যামাস্কিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। গ্যামাস্কিন বা ফরমালডিহাইড জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে মািিট শোধিত হয়ে বীজ বপনের উপযোগী হয়।
১০. বীজতলার মাটি কেমন হওয়া উচিত?
উত্তর: মাটি এঁটেল হলে বীজতলার মাটির সাথে দোঁআশ মাটি এবং মাটি বেলে হলে জৈব পদার্থ এবং এঁটেল মাটি যোগ করে বীজতলার মাটি তৈরি করতে হয়।
১১. বীজতলায় চারা ক্ষতিগ্রস্ত হয় কীভাবে?
উত্তর: বীজতলায় বীজ পোকা বা রোগের প্রাদুর্ভাব ঘটলে, আগাছা জন্মালে, কাঁচা গ্রয়োগ করলে, বীজতলা বেশি শুকিয়ে গেলে ইত্যাদি কারণে চারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
১২. বীজতলার মাটি সমান রাখতে হয় কেন?
উত্তর: বীজতলায় বীজ বপন করে মূল জামতে রোপন করা হয়। বীজতলার মাটি সমান রাখতে হয় কারণ, বীজতলার মাটি সমান হলে বীজ বপনে সুবিধা হয়, সেচ প্রয়োগে সুবিধা হয়। রোপনের জন্য চারা তোলাপর সময় কোনো আসুবিধা হয় না।
১৩. সেচের পানির উৎস কী কী?
উত্তর: সেচের পানির উৎস দুই প্রকার। ১. ভূ-উপরিস্থ পানি, যেমন- নদ-নদী, খাল-বিল ইত্যাদি। ১. ভূ- উর্ভস্থ পানি। এছাড়া বৃষ্টি গভীর নলকূপ, বৃষ্টি অগভীর নলকূপ, ইত্যাদি।
১৪. জমিতে কীভাবে সেচ দেয়া হয়?
উত্তর: সেচের পানির মূল উৎস বৃষ্টিপাত। এছাড়া বিভিন্ন সেচ প্রযুক্তি যেমন- গভীর নলকূপ, অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প, ভাসমান পাম্প ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সেচ দেয়া হয়।
১৫. দিনের কোন সময়ে সেচ দিলে সাশ্রয়ী হয়?
উত্তর: সকাল বা বিকেল বেলা দিনের তাপমাত্রা ঠান্ডা থাকে। তাই সকাল বা বিকেলে ঠান্ডা তাপমাত্রায় সেচ দিলে সাশ্রয়ী হয়।
১৬. চেক বেসিন সেচ পদ্ধতির সুবিধা কী?
উত্তর: চেক বেসিন পদ্ধাততে সমস্ত জমিকে ঢাল অনুসারে কয়েকটি খন্ডে উঁচু আইল দ্বারা বিভক্ত করে পানি নিয়ন্ত্রনের মাধ্যমে সেচ দেওয়া হয়। এতে করে পানির অপচয়রোধ হয়।
১৭. বীজের মিশ্রণ বলতে কী বোঝ?
উত্তর: ফসল উৎপাদনের জন্য কাঙ্কিত বৈশিষ্ট্যর বীজের সাথে অন্য বীজ এবং মাটির টুকরা, পাথরের টুকরা ইত্যাদি মিশ্রিত অবস্থায় থাকে তাকে বীজের মিশ্রণ বলে। বীজের মিশ্রণের জন্য বীজের ভালো বৈশিষ্ট্য বজায় থাকবে।
১৮. বীজ বেশি শুকাতে হয়না কেন?
উত্তর: বীজ বেশি শুকালে ভঙ্কুর হয়ে পড়তে পারে এবং বীজের ভ্রুণের ক্ষতি হতে পারে তাই বীজ বেশি শুকাতে হয় না।
১৯. বীজ সংরক্ষণের পাত্র বায়ুরোধী হতে হয় কেন?
উত্তর: প্রত্যেকটি বীজের আর্দ্রতার নিরাপদ মাত্রা রয়েছে। প্রত্যেকটি বীজ তাই আলাদা মাত্রায় শুকানো হয়। কিন্তু যদি বীজ সংরক্ষণের পাত্র বায়ুরোধী না হয় তাহলে বীজের নির্দিষ্ট আর্দ্রতা রক্ষা সম্ভব নয়। যার ফলে বীজ নষ্ট হতে পারে। তাই বীজ সংরক্ষণের পাত্র বায়ুরোধী হতে হয়।
২০. LCC উপযোগীতা লিখ।
উত্তর: LCC হলো Lefa Color Chart. ইউরিয়া সারের অপচয় রোধ করার জন্য LCC ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে উদ্ভিতের পাতার রং- এর সাথে কালার চার্টের রং- এর সমতা করে সেই মাত্রা অনুযায়ী ইউরিয়া প্রয়োগ করা হয়য বলে ইউরিয়া অপচয় রোধ হয়।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post