৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন : আমরা পূর্ববর্তী শ্রেণিতে বিভিন্ন ধরনের কৃষি উপকরশ নিয়ে আলোচনা করেছি। এ অধ্যায়ে বীজ বপনে উপযুক্ত মাটি প্রন্তুত করা, আদর্শ বীজতলা তৈরি ও তার রক্ষণাবেক্ষণ এবং সাশ্রয়ীরূপে সার ব্যবহার করা ইত্যাদি বিষয় বর্ণনা করা হবে। বীজতলার মাটি যদি উপযুক্তভাবে তৈরি করা না যায় তবে অনেক বীজ পজাবে না।
যথাযথভাবে বীজতলা তৈরি ও রক্ষণাবেক্ষণ করা না হলে উপযুক্ত মাটি থাকা সত্বেও চারা ভালো হবে না। আর একটি বিষয় হলো, জমিতে সার প্রয়োগ করতে অধিকাংশ কৃষক নিম্নম অনুসরণ করেন না। এতে সারের অপচয় হয় এবং অর্থনৈতিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয় । কাজেই এখানে এই বিষয়গ্রলো আলোচলা করা যুক্তিযুক্ত।
বহুনির্বাচনি প্রশ্ন
১. সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. চেক বেসিন
খ. রিং বেসিন
গ. বর্ষণ বেসিন
ঘ. ড্রিপ বেসিন
২. ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়-
i. পুষ্পায়নের সময়
ii. শীষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে ভালুকায় তার গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন ।
৩. তৈরিকৃত বেডের জন্য কত কেজি এমওপি সার প্রয়োজন?
ক. ১ কেজি
খ. ২ কেজি
গ. ৩ কেজি
ঘ. ৪ কেজি
৪. বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে-
i. মাটির অনত্ব নিয়ন্ত্রণ
ii. রোগজীবাণু দমন
iii. বীজ দ্রুত গজানো
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i ও iii
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
১. মোরশেদ মিয়া এলাকায় একজন সচেতন ও সফল চাষি হিসেবে পরিচিত। তিনি সব সময়ই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছেন। তিনি এ বছর ৪ হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ধানের চাষ করেন এবং ইউরিয়া ব্যবহারে এলসিসি পদ্ধতি অবলম্বন করেন ।
ক. কোন ধরনের মাটিতে ধানের শুকনো বীজতলা তৈরি করা হয়?
খ. চাষ দেওয়ার পর বীজতলা ২-৪ দিন ফেলে রাখতে হয় কেন?
গ. মোরশেদ মিয়া তার জমিতে কী পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় কর।
ঘ. ফসল উৎপাদন বৃদ্ধিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন কর।
২. কবীর সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে ধানের চাষাবাদ করে আসছেন। বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় কবীর সাহেব কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন । কৃষি কর্মকর্তার পরামর্শ মতে কবীর সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন । ফলে তার জমিতে পানির পরিমাণ অনেক কম লাগে।
ক. সেচের পানির মূল উৎস কোনটি?
খ. ভালোবীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. কবীর সাহেব তার জমিতে সেচের সময় কীভাবে নির্ধারণ করবেন, ব্যাখ্যা কর।
ঘ. ফসলের উৎপাদন খরচ কমাতে কবীর সাহেবের উদ্যোগটি মূল্যায়ন কর।
অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. বীজতলা কাকে বলে?
উত্তর: চারা রোপণের পূর্বে যেখানে বীজ বপন করে চারা উৎপাদন করা হয় তাকে বীজতরা বলে।
২. আদর্শ বীজতলা কী?
উত্তর: যে বীজতলা চারা উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সম্পন্ন মাটি দিয়ে তৈরি করা হয় তাকে আদর্শ বীজতলা বলে।
৩. সেচ কী?
উত্তর: ফসল উৎপাদনে পানির চাহিদা পূরণে কৃত্রিম উপায়ে পানি প্রয়োগকে পানি সেচ বলে।
৪. সেচের পানির মূল উৎস কী?
উত্তর: সেচের পানির মূল উৎস হলো বৃষ্টিপাত।
৫. বীজ কাকে বলে?
উত্তর: পরিপক্ব নিষিক্ত ডিম্বককে বীজ বলে।
৬. LCC এর পূর্ণ রূপ কী?
উত্তর: LCC এর পূর্ণ রূপ হলো Lefa Color Chart.
৭. স্ট্যাম্প কী?
উত্তর: স্ট্যাম্প হলো নার্সরিতে উদ্যান ফসলের বপন বা রোপণকৃত বংশবিস্তারক উপকরণ।
৮. যৌন বী জবা সত্যিকার বীজ কী?
উত্তর: নিষিক্ত পরিপক্ব ডিম্বককে যৌন বী জবা সত্যিকার বীজ বলে।
৯. বীজ সংরক্ষণ কী?
উত্তর: পরবর্তী মৌসুমে ফষল চাষ করার উদ্দেশ্য বীজের অঙ্কুরোদগম কৌশলকে বীজ সংরক্ষণ বলে।
১০. সেচের সংবেদনশীল পর্যায় কী?
উত্তর: যেসব পর্যায়ে মাটিতে পানি স্বল্পতায় ফসলের বৃদ্ধি ব্যাহত হয়, তাকে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় বলে।
১১. সেচের সংকটময় পর্যায় কাকে বলে?
উত্তর: যেসব পর্যায়ে পানির অভাবে ফসলের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়, তাকে সেচের সংকটময় পর্যায় কাকে বলে।
১২. সংকরায়ণ কী?
উত্তর: ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সংবলিত বা ততোধিক উদ্ভিদের কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে নতুন প্রকরণ সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ণ বলে।
১৩. গ্যামাক্রিন বা ফরমালডিহাইড কী?
উত্তর: গ্যামাক্রিন বা ফরমালডিহাইড হলো মাটি শোধনের জন্য রাসায়নিক পদার্থ।
১৪. ধানের আদর্শ বীজতলার আকার কী হবে?
উত্তর: ধানের আদর্শ বীজতলার আকারে হবে ৯.৫ মিটার. ১.৫ মিটার।
১৫. LCC কী?
উত্তর: LCC হলো Lefa Color Chart- যা ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে ধানের ফলন ঠিক থাকে।
১৬. ভালো ফলন পাওয়ার পূর্বশর্ত কী?
উত্তর: ভালো ফলন পাওয়ার পূর্বশত উন্নত ও ভালো বীজ বাছাই।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post