১. মাশরুম ও ব্যাঙের ছাতা একই জিনিস নয় কেন?
উত্তর: মাশরুম ও ব্যাঙের ছাতা একই জিনিস নয়। মাশরুম একধরণের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ যা ভক্ষণযোগ্য, পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গণসম্পন্ন। অপরদিকে ব্যাঙের ছাতা প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা বিষাক্ত ছত্রাকের ফলন্ত অঙ্গ। আর মাশরুম হলো টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন বীজ দ্বারা পরিচ্ছন পরিবেশে চাষ করা সবজি।
২. মাছের পোনা সরাসরি পুকুরে ছাড়া উচিত নয় কেন?
উত্তর: পোনা এনে সরাসরি পুকুরে ছাড়লে হঠাৎ পানির তাপমাত্রা পরিবর্তন হওয়ায় পোনার ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পুকুরের পানিতে ১৫-২০ মিনিট ভাসিয়ে রাখতে হবে। এ সময় অল্প অল্প করে পলিথিনে বা পাত্রে পুকুরের পানি মেশাতে হবে। এতে করে পাত্রের ও পুকুরের পানির তাপমাত্রা পওায় সমান হবে।
৩. কার্প জাতীয় মাছ এক বছর পরেই আহরণ করা উচিত কেন?
উত্তর: কার্প জাতীয় মাছ এক বছর পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। এরপর বৃদ্বির হার তুলনামূলকভাবে অনেক কমে যায় এজন্য এসব মাছ এক বছর পরেই আহরণ করা উচিত।
৪. পুকুরে চুন প্রয়োগ করতে হয় কেন?
উত্তর: পুকুরে চুন প্রয়োগ করতে হয়। কারণ, চুন মাটিও পানি জীবাণুমুক্ত করে ও উর্বরতা বৃাদ্ধ করে। পানির ঘোলাটে অবস্থা দূর করে এবং তলদেশের বিষাক্ত গ্যাস দূর করে।
৫. রোগাক্রান্ত পশুর ক্ষেত্রে করণীয় কাজগুলো কী কী?
উত্তর: রোগাক্রান্ত পশুর ক্ষেত্রে করণীয় কাজগুলো নিম্নরূপ:
১. রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অসুস্থ পশুকে সুস্থ পশুর দল থেকে আলাদা করা।
২. অসুস্থ পশুকে চিকিৎসা প্রদান করা।
৩. অসুস্থ পশুকে আলাদা ঘরে পর্যবেক্ষণ করা।
৪. প্রয়োজনে অসুস্থ পশুর রক্ত ও মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করা।
৬. গমের বীজ সঠিক সময়ে বপন করতে হয় কেন?
উত্তর: গম শীতকালীন ফসল এবং আমাদের দেশে শীতকাল স্বল্পস্থায়ী। আমাদের দেশে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গম বপনের উপযুক্ত সময়। গমের ভালো ফলন পেতে হলে সঠিক সময়ে গম বীজ বপন করা উচিত।
৭. পুষ্টিমান বিচারে মাশরুম সবার সেরা ফসল কেন?
উত্তর: পুষ্টিমান বিচারে মাশরুম সবার সেরা ফসল, কারণ মাশরুমে অতি প্রয়োজনীয় খাদ্যেপ্রদান যেমনÑ প্রোটিন, ভিটামিন ও মিনারেলস অতি উঁচু মাত্রায় আছে। মাশরুমের আমিষ অত্যন্ত উন্নতমানের, এ আমিষে মানবদেহের জন্য প্রয়োজনীয় ৯টি অ্যামাইনো এসিড আছে। এ আমিষ গ্রহণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও মেধভূঁড়ি হওয়ার আশঙ্কা থাকে না।
৮. কার্প জাতীয় মাছ বলতে কী বোঝ?
উত্তর: কার্প জাতীয় মাছ মিশ্র চাষের জন্য খুবই উপযোগী। আমাদের দেশে কার্প জাতীয় মাছের মধ্যে আছে মৃগেল, রুই, কাতলা ইত্যাদি।
৯. ক্ষুরা রোগের কারণ কী?
উত্তর: সকল জোড়া খুব বিশিষ্ট গবাদিপশু ক্ষুরা রোগে আক্রান্ত হয়। এটি একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। লালা, খাদ্যদ্রব্য ও বাতাসের মাধ্যমে সুস্থ প্রাণীরা সংক্রামিত হয়।
১০. বাদলা রোগের কারণ কী?
উত্তর: গবাদিপশুর ৬ মাস খেকে ২ বছর বয়স পর্যন্ত এই রোগ হয়। এটি একটি ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি। ক্ষতস্তান ও মলের মাধ্যমে এই রোগ ছড়ায়।
১১. অসুস্থ পশুকে টিকা দেয়া উাচত নয় কেন?
উত্তর: সাধারণত কোনো রোগ সৃষ্টিকারী অণুজীব দিয়ে ওই রোগের টিকা তৈরি করা হয়। কোনো রোগের জীবাণু দ্বারা পশু আক্রান্ত হলে ঐ জীবাণু দ্বারা টিকা প্রদান করলে পশু আরও বেশি। অসুস্থ হয়ে পড়ে। এই জন্য অসুস্থ পশুকে টিকা প্রদান করা উচিত নয়।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post