৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : এ অধ্যায়ে ফসল উৎপাদনের মধ্যে গম চাষ, মাশরুম চাষ পদ্ধতি এবং কৃষিজাত দ্রব্য সংগ্রহ ও বাছাই সম্পর্কে আলোচনা করা হয়েছে মাছ চাষের মধ্যে মিশ্র চাছ চাষ পদ্ধতি (রুই, কাতলা, মৃগেল), চিংড়ি চাষ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। গৃহপালিত পশুর মধ্যে গরু পালন পদ্ধতি ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হুয়েছে।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. গাভীর প্রধান খাদ্য কী?
ক. খর
খ. কাঁচা ঘাস
গ. দানাদার খাদ্য
ঘ. লতাপাতা
২. মাশরুমের চাষঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়-
ক. আর্দ্রতা
খ. তাপমাত্রা
গ. কার্বন ডাই- অক্সাইড
৩. ফল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফুলগুচ্ছে?
ক. কলা, লেবু. লিচু
গ. পেঁপে, আঙুর, জাম্বুরা
ঘ. আঙুর, লিচু, লেবু
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাফিজ সাহেব বাড়ির সামনের ৪০ শতক আয়তনের ১ মিটার গভীরতার ১টি পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করেন। কিন্তু তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরও পুকুর থেকে কাঙ্খিত উৎপাদন পাননি।
৪. হাফিজ সাহেবের পুকুর থেকে কাঙ্খিত উৎপাদন না পাওয়ার কারণ-
ক. প্রাকৃতিক খাদ্য উৎপাদন কম হওয়া।
খ. পানির গুণাগুণ না থাকা।
গ. পুকুরের আয়তন বেশি হওয়া।
৫. মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?
ক. স্পন খ. স্পট গ. মিল্কি ঘ. বাটন
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ২ : অমল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ৫টি শঙ্কর জাতের গাভি দিয়ে একটি খামার গড়ে তোলেন। তিনি গাভীগুলোর যত্ন ও পরিচর্যা করার পরও প্রতিটি গাভী থেকে আশানুরূপ দুধ পাচ্ছিলেন না। এ অবস্থায় পশু পালন কর্মকর্তার পরামর্শ মতে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করায় প্রতিটি গাভী ১২ লিটার করে দুধ দেয়। বর্তমানে তিনি একজন সফল খামার মালিক।
ক. গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণ খায়?
খ. গোয়ালঘর উঁচু স্থানে করার প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. অমলের খামারের ১টি গাভীর জন্য দৈনিক কী পরিমাণ দানাদার খাদ্যের প্রয়োজন? তা নির্ণয় কর।
ঘ. অমল কী ব্যবস্থা গ্রহণ করায় তার গাভীগুলোর দুধ উৎপাদন কাঙ্খিত মাত্রায় পৌঁছায়, বিশ্লেষণ কর।
৮ম শ্রেণির কৃষি শিক্ষাজ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. উদ্যান ফসল কী?
উত্তর: যেসব ফসল সাধারণত কম ও ছোট জমিতে, উদ্যান/ বাগানে, সল্প পরিসরে, বন্যামুক্ত উঁচু এলাকায় চাষ করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে।
২. গরু পালন পদ্ধতি কয়টি?
উত্তর: গরু পালন পদ্ধতি ৩টি। যেমন ১. গোয়াল ঘরে পালন। ২. বাইরে বেঁধে পালন। ৩. চারণভূমিতে পালন।
৩. সংক্রামক রোগ কী?
উত্তর: যেসব রোগ রোগাক্রান্ত পশু হতে সুস্থ দেহে সংক্রমিত হয়, তাই সংক্রামক রোগ।
৪. মাশরুম কী?
উত্তর: মাশরুম হলো এক ধরণের মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ।
৫. গুদাম ঘর কী?
উত্তর: যে ঘর বা কক্ষে সংগৃহীত ফসল রাখা হয় তাকে গুদাম ফসল বলে।
৬. প্লাঙ্কটন কী?
উত্তর: পানিতে ভাসমান উদ্ভিদ ও প্রণীকণাকে প্লাঙ্কটন বলে।
৭. সেকডিস্ক কী?
উত্তর: পানিতে প্রাকৃতিক খাদ্য পরিক্ষার জন্য ২০ সে.মি. ব্যাসযুক্ত টিনের তৈরি সাদা- কালো থালা সুতা দ্বারা বাঁধা, যা সহজে পানিতে ডোবানো যায়, সেটিই সেকডিস্ক।
৮. পরজীবী কাকে বলে?
উত্তর: যেসব ক্ষুদ্র প্রাণী বড় প্রাণীর দেহে আশ্রয় নেয় তাদের পরজীবী বলে।
৯. Milk fever কী?
উত্তর: Milk fever গাভীর অপুষ্টিজনিত রোগ দুধ জ্বর।
১০. দেশি কার্প কী?
উত্তর: দেশি রুই জাতীয় যেমনÑ রুই কাতলা, মৃগেল, কালবাউস ইত্যাদি মাছগুলোকে দেশি কার্প বলে।
১১. হ্যাচারি কী?
উত্তর: যেকোনো আকার বা আকৃতির জলাধার পাত্রে বা অবলম্বনের সাহায্যে মাছের প্রজনন বা ডিম পরিস্ফুটন করা হয়, তাকে হ্যাচারি বলে।
১২. স্বল্প চাষে গম আবাদ কী?
উত্তর: ধান কাটার পর জমিতে জো আসার সাথে সাথে দেশি লাঙল দিয়ে দুটি চাষ দেওয়ার পর গম বীজ বপন করে আবাদ করা পদ্ধতিকে স্বল্প চাষে গম আবাদ বলে।
১৩. রাক্ষুসে মাছ কী?
উত্তর: যেসব মাছ পুকুরের চাষকৃত মাছকে খেয়ে ফেলে সেগুলোকে রাক্ষুসে মাছ বলে।
১৪. সুষম খাদ্য কাকে বলে?
উত্তর: যে খাদ্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ সঠিক পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে।
১৫. মাছের মিশ্র চাষ কাকে বলে?
উত্তর: একটি পুকুরে কয়েক প্রজাতির মাছ একত্রে চাষ করাকে মাছের মিশ্র চাষ বলে।
১৬. গোয়ালঘর কী?
উত্তর: পশুর থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য যে আরামদায়ক ঘর দেওয়া হয় তাকে গোয়ালঘর বলে।
১৭. বীজ ডিম কী?
উত্তর: বাচ্চা ফুটানোর জন্য যে ডিম উৎপাদন করা হয় তাকে বীজ ডিম বলে।
১৮. রোগ প্রতিরোধ ব্যবস্থা কী?
উত্তর: পশুর খামারে রোগ না হওয়ার গৃহীত পদক্ষেপসমূহকে রোগ প্রতিরোধ ব্যবস্থা বলে।
১৯. বাণিজ্যিক স্পন কী?
উত্তর: চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য যে প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায় তাই বাণিজ্যিক স্পন।
২০. ব্যাঙের ছাতা কী?
উত্তর: ব্যাঙের ছাতা হলো প্রাকৃতিকভাবে যত্রতত্র গজিয়ে ওঠা বিষাক্ত ছত্রাকের ফলন্ত অঙ্গ।
২১. তড়কা রোগের লক্ষণ কী?
উত্তর: মৃত পশুর নাক, মুখ ও পায়ুপথ দিয়ে রক্ত নির্গত হওয়া তড়কা রোগের লক্ষণ।
২২. গবাদিপশু কী?
উত্তর: যেসব পশু গৃহে পালন করা হয় এবং যেগুলো দ্বারা উপকার পাওয়া যায় সেগুলোকে গৃহপালিত বা গবাদিপশু বলে।
২৩. চারণভূমি কী?
উত্তর: চারণভূমি হলো পরিকল্পিত কোনো কৃষি জামতে উন্নতজাতের ঘাস চাষ করে গবাদিপশুর বিচরণক্ষেত্রে তৈরি করা। সাধারণত উন্নত দেশগুলোতেই পরিকল্পিতভাবে চারণভূমি তৈরি করা হয়।
২৪. তড়কা রোগের কারণ কী?
উত্তর: তড়কা একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি।
২৫. টিকা কী?
উত্তর: টিকা বা ভ্যাস্কিন হলো প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী অণুজীবের সিষ্কিয় প্ররত সাসপেনশন। টিকায় বিদ্যমান অণুজীবগুলো (ভাইরাস বা ব্যাকটেরিয়া) জীবিত; অর্ধমৃত বা মৃত হতে পারে।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post