৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
১. পলিব্যাগ নার্সারি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে পলিব্যাগে চারা তৈরিও পরিচর্যা করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে। পলিব্যাগ সহজে নিরাপদ জায়গায় নেয়া যায়। ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারা রক্ষা পায়।
২. কৃষিক্ষেত্রে নার্সারির প্রয়োজনীয়তা লিখ।
উত্তর: কৃষিক্ষেত্রে নার্সারির ৩টি প্রয়োজনীয়তা তা নিচে উল্লেখ করা হল- ১. রোপণের জন্য সব সময় নার্সারিতে সুস্থ- সবল ও সব বয়সের চারা পাওয়া যায়। ২. নার্সারিতে সহজে চারার যত্ন নওেয়া হয়। ৩. গর্জন, শাল, তেলসুর প্রভিতি গাছের বীজ গাছ থেকে ঝরার ২৪ ঘন্টার মধ্যে রোপণ করতে হয়। এসব উদ্ভিদের চারা তৈরির জন্য নার্সারি উওম স্থান। ৪. চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়।
৩. অ্যালিং ক্রপিং বলতে কী বোঝ?
উত্তর: সাধারণত লিগিউম জাতীয় গুল্ম বা বৃক্ষ নির্দিষ্ট দূরত্বে ধন সারিদ্ধভাবে লাগানোর পদ্ধতিই অ্যালিং ক্রপিং। দুই সারির মাঝে কৃষিজ ফসলের চাষ করা হয়। কৃষি বনায়নের বিভিন্ন পদ্ধতির মধ্যে অ্যালিং ক্রপিং একটি সফল পদ্ধতি।
৪. আদর্শ বীজবৃক্ষ মাঝবয়সি হতে হয় কেন?
উত্তর: আদর্শ বীজবৃক্ষ মাঝবয়সি হতে হয়। কারণ মাঝবয়সি গাছ থেকে ভালো মানের ফল পাওয়া যায়। আর ভালো ফল থেকে ভালো মানের বীজও পাওযা যায়।
৫. “পরিবেশগত দিক থেকে কৃষি বনায়নের গুরুত্ব অপরিসীম” ব্যাখ্যা কর।
উত্তর: “পরিবেশগত দিক থেকে কৃষি বনায়নের গুরুত্ব অপরিসীম” তা নিচে ব্যাখ্যা করা হল- ১. মাটিক্ষয় রোধ হয় ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ২. পরিবেশ জীবের বসবাস উপযোগী হয়। ৩. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ৪. পশু পাখির খাদ্য ও আবাসস্থল সৃষ্টি হয়। ৫. বৃষ্টিপাত বেশি হয়। ৬. মরুকরণ, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পাওয়া যায়।
৬. পলিব্যাগে চারা উৎপাদন করা হয় কেন?
উত্তর: যে পদ্ধতিতে পলিব্যাগে চারা তৈরিও পরিচর্যা করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে। পলিব্যাগ সহজে নিরাপদ জায়গায় নেয়া যায়। ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারা রক্ষা পায়। নার্সারিতে উৎপন্ন চারা অনেক সময়ই দূরে পরিবহন করে রোপণ করা যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় সহজেই চারাগাছ স্থানান্তরিত করে ক্ষতির প্রকোপ কমানো যায়। এ কারনেই পলিব্যাগে চারা উৎপাদন করা হয়।
৭. গাছ কীভাবে পরিবেশকে ঠান্ডা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের জীবনযাপনের প্রয়োজনীয় উপাদান সরবরাহসহ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে থাকে।বায়ুতে কার্বন ডাইাক্সাইড নেয়ন্ত্রণে গাছ বিশেষ ভূমিকা পালন করে থাকে। বৃক্ষ ও তার প্রশস্ত ডালপালা বিস্তার করে ছাযাদান করে থাকে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করে। এভাবে জ¦লবায়ু ও আবহাওয়ার ভারসাম্য রক্সাসহ পরিবেশ ঠান্ডা করতে গাছ বিশেষ ভূমিকা পালণ করে থাকে।
৮. বৃক্ষরোপণ প্রয়োজন কেন?
উত্তর: বৃক্ষরোপণের অনেক প্রয়োজনীয়তা। বৃক্ষরোপণ যেমন আমাদের বনের চাহিদা পূরণে সাহায্য করে তেমনি আর্থিকভাবে লাভবান হওয়া, পরিবেশ রক্ষা, অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। তাই বলা যায় বৃক্ষরোপণ খুবই প্রয়োজন।
৯. মিশ্র বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: যে বনায়ন ব্যবস্থায় ফলদ, বনজ ও ঔষধি গাছের সমন্বিত চাষ করা হয় তাকে মিশ্র বৃক্ষ চাষ বলে। এছাড়া সব বৃক্ষের পাশাপাশি কখনো কখনো বিভিন্ন রকমের ফসলি শস্যের চাষ ও হয়। যেহেতু একই জমিতে বিভিন্ন গুণাগুণ ও প্রকৃতির বৃক্ষচাষ করা হয় তাই কৃষক অল্প পরিশ্রমে এবং স্বল্প মূলধনে অধিক লাভবান হয় এবং বিভিন্ন গাছের চাহিদা একই সাথে পূরণ হয় তাই মিশ্র বৃক্ষরোপণ প্রয়োজন।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post