৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন : কৃষি বনায়ন একটি অতি প্রাচীন ও সনাতন পদ্ধতি। সাম্প্রতিক কালে বনায়নের এ পদ্ধতি কৃষিবিজ্ঞান ও কৃষি প্রযুক্তি হিসেবে পরিচিডি পেয়েছে। কৃষি বনায়ন হলো কৃষিজ্জ ও বনজ্ঞ বৃক্ষের সম্মিলিত চাষাবাদ পদ্ধতি, যাতে একজন কৃষক ভূমির সঠিক ব্যবহারের মাধ্যমে অধিকতর উৎপাদন ও মুনাফা অর্জন করতে পারেন এ বনায়ন পদ্ধতি পরিবেশবাদ্ধবও বটে।
সারা দেশে পরিকষ্টিত উপায়ে বনজ সম্পদ বৃদ্ধি করা খুবই জরুরি। এ জন্য কৃষি ও সামাজিক বনায়ন জম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। এ বনায়নের গুরুত্বও আমাদের উপলদ্ধি করতে হবে। সরাসরি এসব বনায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে হবে। পরিবেশ বাস উপযোগী রাখতে হবে।
এ অধ্যায়ে তোমরা নার্সারি তৈরির কৌশল ও এর অবদান সম্পর্কে জালবে ও দক্ষতা জর্জন করবে। এ ছাড়া কৃষি ও সামাজিক বনায়নের গুরুত্ব, সমস্যা এবং সমাধানের উপায় নির্ধারণ করতে পারবে। সামাজিক ও কৃষি বনায়নের নকশা তৈরি করতে পারবে । সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণ করতে পারবে।
বহুনির্বচনি প্রশ্ন ও উত্তর
১. বাঁধের কিনারা থেকে ৩০ সে.মি দূরে সারি আকারে কোনটি লাগানো হয়?
ক. অড়হর
খ. বৃক্ষ
গ. শস্য
ঘ. ধইঞ্চা
২. কৃষি বনায়নের সমস্যাগুলো হচ্ছে-
i. জনগনের অংশীদারিত্বে অনীহা
ii. প্রয়োজনীয় জমির অভাব
iii. প্রয়োজনীয় জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ও ৪ নম¦র প্রশ্নের উত্তর দাও:
সুপ্তি রানি একটি এনজিওতে চাকরি করেন। তিনি গ্রামের পাকা রাস্তার ধারে দুই কিলোমিটারে বৃক্ষরোপনের দায়িত্ব পান। তিনি সেগুন গাছের পাশাপাশি অন্যান্য গাছ রোপনের পরিকল্পনা করলেন।
৩. সুপ্তি রাণীর কতটি সেগুন চারা প্রয়োজন?
ক. ৮০০
খ. ১৬০০
গ. ২৪০০
ঘ. ৩২০০
৪. সুপ্তি রাণীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের ওপর কী প্রভাব ফেলবে?
ক. অন্যান্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হবে
খ. ছোট ছোট উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়
গ. জমিতে ফসলের উৎপাদন কম হবে
ঘ. মাটিস্থ অনুজীবের বৃদ্ধি ব্যাহত হয়
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : হরিপদ সরকারের বাড়ির আয়তনে ১ একর। তার বসতবাড়ির আঙ্গিনায় একটি পুকুর, কিছু পরিমাণ উঁচু পতিত জমি রয়েছে। কিন্তু কোনো কৃষিজমি নেই। সনাতানদের লেখাপড়া ও সাংসারিক খরচ চালাতে তিনি সমস্যায় পড়েন। অতঃপর হরিপদ দুটি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করলেন।
ক. কৃষি বনায়ন কী?
খ. মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয তা ব্যাখ্যা কর।
গ. হরিপদের বাড়ির আঙ্গিনার প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা বর্ণনা দাও।
ঘ. হরিপদের সংসারের আর্থিক উন্নয়নে তার কার্যক্রম বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : বরিশালের উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষে বড় একটি খাল বয়ে গেছে। প্রধান শিক্ষক খালের পাড়সংলগ বিদ্যালয়ের আঙ্গিনায় সামাজিক বনায়নের কার্যক্রম গ্রহণ করলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ নিয়ম অনুসরন করে বিভিন্ন জাতের গাছ রোপন করে সামাজিক বনায়নে সফল হলো। সামাজিক বনায়নে সচেতনতা সৃষ্টিমূলক বিভিন্ন পোষ্টার তৈরি করে র্যালির উদ্যেগ গ্রহণ করল।
ক. নার্সারি কী?
খ. গাছ কীভাবে পরিবেশকে ঠান্ডা রাখে? ব্যাখ্যা কর।
গ. শিক্ষার্থীদের কার্যক্রমের সফলতা কৌশল ব্যাখ্যা কর।
ঘ. এলাকার জনগনের সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের উদ্যেগটি মূল্যায়ন কর।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
১. নার্সারি কী?
উত্তর: নার্সারি হলো চারা উৎপাদন কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপনের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।
২. স্থায়ী নার্সারি কী?
উত্তর: যে ধরনের নার্সারিতে বছরের পর বছর চারা উত্তোলন করা হয় তাকে স্থায়ী নার্সারি বলে।
৩. সামাজিক বনায়ন কী?
উত্তর: উদ্ভিদবান্ধব পরিবেশ তৈরির জন্য মানুষ পরিকল্পনা করে নিজস্ব চেষ্টায় যে বন তেরি করা হয় তাকে সামাজিক বনায়ন বলে।
৪. মিশ্র বনায়ন কী?
উত্তর: যে বনায়ন পদ্ধতিতে বিভিন্ন রকমের বৃক্ষের সমন্বিত চাষ হয় তাকে মিশ্র বনায়ন বলে।
৫. স্ট্রিপ বনায়ন কাকে বলে?
উত্তর: সড়ক ও বাঁধের ধারে এক, দুই বা তিন সারিতে বৃক্ষরোপনের পদ্ধতিকে বলা হয় স্ট্রিপ বনায়ন।
৬. মিশ্র বৃক্ষ চাষ কী?
উত্তর: যে বনায়ন ব্যবস্থায় ফলদ, বনজ ও ঔষধি গাছের সমন্বিত চাষ করা হয় তাকে মিশ্র বৃক্ষ চাষ বলে।
৭. পলিব্যাগ নার্সারি কী?
উত্তর: যে পদ্ধতিতে পলিব্যাগে চারা তৈরিও পরিচর্যা করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে।
৮. নার্সারি ব্লক কী?
উত্তর: নার্সারির যেখানে চারা উত্তোলন করা হয় তার প্রতিটি বিভক্ত অংশকে নার্সারি ব্লক বলে।
৯. কৃষি বনায়ন কী?
উত্তর: একই ভূমিতে সুবিবেচিতভাবে বৃক্ষ, ফসল ও পশুখাদ্য উৎপাদন পদ্ধতি হলো কৃষি বনায়ন।
১০. বেড নার্সারি কাকে বলে?
উত্তর: যে নার্সারিতে সরাসরি মাটিতে বেড চারা উত্তোলন করা হয় তাকে বেড নার্সারি।
১১. অ্যালিং ক্রপিং কী?
উত্তর: সাধারণত লিগিউম জাতীয় গুলœ বা বৃক্ষ নির্দিষ্ট দূরত্বে ধন সারিদ্ধভাবে লাগানোর পদ্ধতিই অ্যালিং ক্রপিং।
১২. অস্থায়ী নার্সারি কী?
উত্তর: যেখানে অস্থায়ী ভিত্তিতে গাছ লাগানো হয় তাকে অস্থায়ী নার্সারি বলে।
১৩. পরিবেশ রক্ষার দেশে কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর: পরিবেশ রক্ষার দেশে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post