৮ম শ্রেণির কৃষি শিক্ষা ১ম অধ্যায় mcq : বিজ্ঞানীরা নানা ধরনের ফুল, ফল, শাক-সবুজি, গরু, মাছ ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশের কৃষিতে সংযোজন করেছেন। এগুলোর সাথে সংকরায়ণ করে দেশীয় পরিবেশ সহনীয় নতুন জাত উদ্ভাবন করছেন যেগুলো এ দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। শিক্ষা ও দক্ষতা অর্জনের চাহিদা গ্রামীণ জনজীবনে দ্রুতই বেড়ে চলেছে।
ফসলের ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য সচেতনতা মৌসুম নির্ভরশীলতার প্রধান কারণ। এই দিবাদৈর্ঘ্য সংবেদনশীলতা দূর করতে বা কমিয়ে দিতে পারলে অর্থাৎ একটি মৌসুম নির্ভর ফসলকে মৌসুম নির্ভরতামুক্ত করতে পারলে ফসলটি যেকোনো মৌসুমে উৎপাদন করা যায়।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ১ম অধ্যায় mcq
১. দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন?
ক ৬৫%
খ ৭৫%
● ৮৫%
ঘ ৯৫%
২. ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে-
র. বেকারত্ব দূর হবে
রর. পণ্যের দাম পাওয়া যাবে
ররর. বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রওশন আরা তাঁর বসতবাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান। কিন্তু পরবর্তী বছর নিজের উৎপাদিত শাকসবজির বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না।
৩. রওশন আরার লাগানো ফল গাছগুলো কী ধরনের গুণসম্পন্ন হবে?
● মাতৃগাছের মতো
খ পিতৃগাছের মতো
গ মাতৃগাছ থেকে ভালো
ঘ মাতৃ ও পিতৃগাছের মতো
৪. রওশন আরার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ?
ক নিজের বাগান থেকে বীজ সংগ্রহ
খ পরের বছর একই জমিতে সবজি চাষ
গ মাতৃগাছের গুণাগুণ বজায় থাকা
● মাতৃ ও পিতৃগাছের গুণাগুণ একত্রে হওয়া
৬. বিশ্বের অন্যতম চাল রপ্তানীকারক দেশ কোনটি?
ক চীন
খ জাপান
● ভিয়েতনাম
ঘ বাংলাদেশ
৭. কৃষিকে পরিবেশ বান্ধব করতে উদ্ভাবিত হয়েছে
ক জৈব সার
খ রাসায়নিক সার
● আইপিএম (ওচগ)
ঘ হাইব্রিড ধান
৮. ভারতীয় কৃষি পণ্যের আমদানিকারক দেশ কোনটি?
ক ভিয়েতনাম
● বাংলাদেশ
গ চীন
ঘ জাপান
৯. সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে বলে
● জিএম ফসল
খ উফশী ফসল
গ হাইব্রিড ফসল
ঘ সুপার রাইস
১০. ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যায় ধানের উৎপাদন কত কম হয়?
ক ২ লক্ষ মে. টন
● ৩ লক্ষ মে. টন
গ ৩.৫ লক্ষ মে. টন
ঘ ৪ লক্ষ মে. টন
১১. বিশ্বের সবচেয়ে বড় ডেইরী সমবায় প্রতিষ্ঠানটি কোথায় প্রতিষ্ঠিত?
ক ভিয়েতনামে
● ভারতে
গ ফিলিপাইনে
ঘ চীনে
১২. বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় নিচের কোন পণ্যসমূহ?
ক ডাল, পিঁয়াজ, তেল
● পাট, চামড়া, ইলিশ
গ চিংড়ি, রসুন, পাট
ঘ ধান, গম, ভুট্টা
১৩. বর্তমানে বাংলাদেশে কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে?
ক ১টি
খ ২টি
● ৪টি
ঘ ৬টি
১৪. পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোন দেশের বিজ্ঞানী?
ক চীন
খ ভারত
গ ভিয়েতনাম
● বাংলাদেশ
১৫. প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ ধান, গম ও ভুট্টা উৎপাদন করে কোন দেশ?
ক বাংলাদেশ
খ ভারত
গ ভিয়েতনাম
● চীন
১৬. ওজজও কোথায় অবস্থিত?
ক ফিলিপাইন
● ভিয়েতনাম
গ ভারত
ঘ চীন
১৭. ভার্মিকম্পোস্ট অর্থ হলো
ক কম্পোস্ট সার
● কেঁচো জাত সার
গ খামারজাত সার
ঘ অণুজীব সার
১৮. কোনটি উৎপাদনে ভিয়েতনাম, বাংলাদেশের কৃষিতে সবচেয়ে বড় মিল?
ক গম
খ ভুট্টা
● ধান
ঘ শাকসবজি
১৯. গ্রিন হাউস হলো
ক সবুজ বেষ্টনী দিয়ে পরিবেশগত উপাদান নিয়ন্ত্রণ করা
খ প্রাকৃতিক উপায়ে পরিবেশগত অবস্থা নিয়ন্ত্রণ করা
গ আলোর মাধ্যমে পরিবেশগত উপাদান নিয়ন্ত্রণ করা
● কৃত্রিম উপায়ে পরিবেশগত উপাদান নিয়ন্ত্রণ করা
২০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বাংলাদেশে কোন প্রভাব বেশি পড়েছিল?
ক রাসায়নিক সারের অভাব
● খাদ্যশস্যের অভাব
গ বিদ্যুৎ শক্তির অভাব
ঘ গোলাবারুদের অভাব
২১. কোন পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কৃষকগণ ব্যাপকভাবে ধান-গম চাষে মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠবে?
ক গ্রিনহাউস প্রক্রিয়া
খ বিজ্ঞানাগার প্রক্রিয়া
গ বীজ সংরক্ষণ প্রক্রিয়া
● জীবন-কৌশল প্রক্রিয়া
২২. কোন কৃষিজ দ্রব্যটি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয়?
ক পিঁয়াজ
খ গরু
● ইলিশ
ঘ রসুন
২৩. গ্রিন হাউজ প্রক্রিয়ায় আবাদে কোন সুবিধাটি বেশি পাওয়া যায়?
ক বীজ উৎপাদন সুবিধা
খ সার সাশ্রয় সুবিধা
গ সেচ সাশ্রয় সুবিধা
● বছরব্যাপী পুষ্টি প্রাপ্ত
২৪. ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটানোর কৌশল হলো
র. কৃত্রিম পরিবেশ সৃষ্টি
রর. বংশগতির পরিবর্তন
ররর. পারী বা আগাম জাতের চাষ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
২৫. কোন দেশগুলো এশিয়া মহাদেশে অবস্থিত?
র. চীন, ভারত ও ভিয়েতনাম
রর. চীন, রাশিয়া ও বাংলাদেশ
ররর. ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের তথ্যের আলোকে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
দবির মিয়া উপকূলীয় এলাকার বাসিন্দা। জমিতে প্রচুর ধান জন্মাত। কিন্তু সিডর পরবর্তী সময়ে ধানের উৎপাদন বাধাগ্রস্ত হয়।
২৬. দবির মিয়ার জমিতে কী কারণে ধানের উৎপাদন বাঁধাগ্রস্ত হয়?
● লবণাক্ততার কারণে
খ পলি পড়ার কারণে
গ অতিরিক্ত পানির কারণে
ঘ বন্যার কারণে
২৭. সমস্যা সমাধানে দবির মিয়ার কোন জাতের ধানের চাষ করা উচিত?
র. ব্রি ধান ৪৫
রর. ব্রি ধান ৪৭
ররর. ব্রি ধান ৫৬
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
২৮. কৃষি কী ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)
● উৎপাদন
খ গবেষণা
গ পর্যবেক্ষণ
ঘ অনুশীলন
২৯. বাংলাদেশের কৃষিতে পুষ্টির সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন? (জ্ঞান)
ক ১০
খ ২০
● ৩০
ঘ ৪০
৩০. কৃষি কোন ধরনের কার্যক্রম? (অনুধাবন)
ক সামাজিক
● অর্থনৈতিক
গ গবেষণামূলক
ঘ রাজনৈতিক
৩১. কোন ধরনের বীজে মাতৃগাছের গুণ হুবহু পাওয়া যায়? (অনুধাবন)
ক সত্যিকার বীজ
খ বীজতাত্ত্বিক বীজ
গ বায়োলজিক্যাল বীজ
● অঙ্গজ বীজ
৩২. বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে কীভাবে? (অনুধাবন)
● গবেষণার দ্বারা
খ আলোচনার দ্বারা
গ জনসভার দ্বারা
ঘ মূল্যায়নের দ্বারা
৩৩. নিচের কোনটি অঙ্গজ প্রজননে কৃষকগণ ব্যবহার করে থাকে? (অনুধাবন)
ক ধান, গম
খ নাসপাতি, আপেল
● আলু, কচু
ঘ পাট, তামাক
৩৪. হরিপদ কাপালি কর্তৃক নির্বাচিত ধান কোনটি? (জ্ঞান)
ক অলক ধান
খ কাপালি ধান
● হরিধান
ঘ পালিধান
৩৫. উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য কোন দুটি ধান উদ্ভাবন হয়েছে? (জ্ঞান)
ক ব্রি ধান ৪৫ ও ৪৬
● ব্রি ধান ৪৫ ও ৪৭
গ ব্রি ধান ৪৬ ও ৪৭
ঘ ব্রি ধান ৪৭ ও ৫৬
৩৬. অঙ্গজ প্রজননের একটি বাড়তি সুবিধা কী? (উচ্চতর দক্ষতা)
ক বেশি কাঠ পাওয়া যায়
খ মায়ের সবগুণ পাওয়া যায়
গ বেশি ফল পাওয়া যায়
● মাতৃগাছের সকল গুণ পাওয়া যায়
৩৭. স্ত্রী ফুলের ডিম্বাণু পুরুষ ফুলের রেণু দ্বারা নিষিক্ত হওয়ার পর কী হয়? (উচ্চতর দক্ষতা)
ক পরিপক্ক
খ নিষিক্ত
● বীজ
● ঘ বিষাক্ত
৩৮. ধান গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের বিলম্ব জাত কোনটি?
● কিরণ
খ পলাশ
গ হরিধান
ঘ স্বরূপকাঠি
৩৯. বন্যা কবলিত এলাকায় কোন জাতের ধানগাছ ১০-১৫ দিন টিকে থাকতে পারে?
ক ব্রি ধান-৪৫
খ ব্রি ধান-৪৭
● ব্রি ধান-৫১
ঘ ব্রি ধান-৫৬
৪০. ব্রি ধান-৫২ পানির নিচে কত দিন টিকে থাকতে পারে?
ক ৫-১০
● ১০-১৫
গ ১৫-২০
ঘ ২০-২৫
৪১. খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে কোন জাতের ধানগাছ?
ক ব্রি ধান-৪৪
খ ব্রি ধান-৫১
গ ব্রি ধান-৫২
● ব্রি ধান-৫৬
৪২. অঙ্গজ প্রজননের বাড়তি সুবিধা কী? [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
● মাতৃগাছের সকল গুণ হুবহু পাওয়া যায়
খ বেশি বেশি ফল পাওয়া যায়
গ বংশ বৃদ্ধি ঘটে
ঘ দ্রুত ফল উত্তোলন করা যায়
৪৩. ধানের কোন জাতটি পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে? [সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়]
ক ব্রি-৪৫
খ ব্রি-৪৭
গ ব্রি-৫০
● ব্রি-৫২
৪৪. কোন সরকার সর্বপ্রথম কৃষি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই ভূখণ্ডে গড়ে তুলেন?
● ব্রিটিশ সরকার
খ জাপান সরকার
গ বাংলাদেশ সরকার
ঘ পাকিস্তান সরকার
৪৫. কোন ধানের বীজ সংরক্ষণ করা যায় না?
ক স্থানীয়
খ ব্রিধান
● হাইব্রিড
ঘ সুপার হাইব্রিড
৪৬. বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক কী আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা?
ক হাইব্রিড ধান আবিষ্কার
খ বারোমাসি টমেটো আবিষ্কার
গ কৈ মাছের আকার বৃদ্ধি
● পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার
৪৭. সর্বোচ্চ পরিমাণে দানা ফসল উৎপাদনের কৃতিত্ব কোন দেশের?
● চীন
খ বাংলাদেশ
গ ভারত
ঘ ভিয়েতনাম
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. মাঠ ফসলে গাজীপুরের কৃষকরা অঙ্গজ প্রজনন ব্যবহার করে থাকে- (প্রয়োগ)
র. আম, লিচু, লেবু রর. কলা, কমলা, গোলাপ
ররর. নাসপাতি, আদা, হলুদ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৯. কৃষি গবেষকদের উচ্চতর গবেষণা করার বিষয়গুলো হলো- (অনুধাবন)
র. জলবায়ু
রর. ফসল বিপণন
ররর. উৎপাদন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫০. বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে ধান গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবন করেছে- (প্রয়োগ)
র. কিরণ ধানের জাত
রর. দিশারী ধানের জাত
ররর. দিগন্ত ধানের জাত
নিচের কোনটি সঠিক?
র ও ররখ
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post