৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় mcq : গুটি ইউরিয়া ব্যবহারের পাঁচ থেকে সাত দিন পূর্বে ২০ x ২০ সে.মি. লাইন থেকে লাইন এবং চারা থেকে চারার দূরত্বে ধানের চারা রোপণ করতে হবে। ধানের চারা রোপণের ৫-৭ দিনের মধ্যে মাটি শক্ত হওয়ার আগে গুটি ইউরিয়া প্রয়োগ করা জরুরি। গরু মোটাতাজাকরণ পদ্ধতির উল্লেখযোগ্য বিষয় হলো: ১. গরু নির্বাচন ও ক্রয় করা, ২. বাসস্থান নির্মাণ, ৩. রোগ ব্যাধির চিকিৎসা ও ৪. খাদ্য সরবরাহ।
যদি ফসলে শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা দেয়- যেমন ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, দেখতে দুর্বল ও লিকলিকে, ফুল অথবা ফল ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে ফসলের কোনো না কোনো রোগ হয়েছে। নানা লক্ষণে ফসলের রোগ প্রকাশ পায়।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় mcq
১. মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়?
ক ডিউটি
খ ফরমালিন
● ক্লোরিন
ঘ ফসফরাস
২. গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানোর উপায়-
র. খড়ের সাথে মিশিয়ে
রর. দানাদার খাদ্যের সাথে মিশিয়ে
ররর. পানির সাথে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রিনা ৪মি. আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে। বেগমের বাড়ির আঙিনায় ৩মি. থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন।
৩. রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন?
ক ১টি
● ২টি
খ ৩টি
ঘ ৪টি
৪. রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে?
● আমিষের ঘাটতি পূরণ করবে
খ শর্করার ঘাটতি পূরণ করবে
গ গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি করবে
ঘ দুধের সরবরাহ বৃদ্ধি করবে
৫. ধান গাছের বাদামী দাগ রোগ
ক ভাইরাসজনিত রোগ
● ছত্রাকজনিত রোগ
গ ব্যাকটেরিয়াজনিত রোগ
ঘ পুষ্টির অভাবজনিত রোগ
৬. কোন পদ্ধতিতে চাষ করলে মাটির গঠন উন্নত হয়?
ক শূন্য চাষ
● রিলে চাষ
গ মিশ্র চাষ
ঘ সাথি ফসলের চাষ
৭. ফসল বিন্যাসে কোন জাতীয় ফসলের চাষ করলে রাসায়নিক সারের চাহিদা কম লাগে?
ক মাঠ ফসল
● সীম জাতীয় ফসল
গ তৈলবীজ জাতীয় ফসল
ঘ গোখাদ্য
৮. রোপা আমনের ক্ষেত্রে ১ গ্রাম ওজনের জন্য কয়টি গুটি ইউরিয়া ব্যবহার করতে হয়?
ক ১টি
খ ২টি
● ৩টি
ঘ ৪টি
৯. নিচের কোনটি সঠিক?
ক ধানের সাথে পাটের চাষ
● আলুর সাথে করল্লার চাষ
গ আলুর সাথে লাল শাকের চাষ
ঘ করল্লার সাথে পটলের চাষ
১১. ফসলের পাতায় ছোপ ছোপ রং কি রোগের লক্ষণ?
● মোজাইক রোগ
খ ধসা রোগ
গ ঢলে পড়া রোগ
ঘ পাতা কুকরে যাওয়া রোগ
১২. ইউরিয়া সারে উদ্ভিদের কোন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?
ক ফসফরাস
● নাইট্রোজেন
গ সালফার
ঘ কার্বন
১৩. নিচের কোন ফসলটি মোজাইক রোগে আক্রান্ত হয়?
ক ধান
খ শিম
গ গম
● মুগ
১৪. কোন রোগ হলে মুরগি সাদা রংয়ের মল ত্যাগ কের?
ক বসন্ত
খ গামবোরো
● রাণীক্ষেত
ঘ কলেরা
১৬. রোগ প্রতিরোধে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করতে হয়?
● স্যানিটেশন
খ টিকা প্রদান
গ পৃথককরণ
ঘ চিকিৎসা প্রদান
১৭. একজন মানুষের দৈনিক কত গ্রাম মাংস খাওয়া দরকার?
ক ২৪ গ্রাম
● ১২০ গ্রাম
গ ১১৫ গ্রাম
ঘ ২৫০ গ্রাম
১৮. ইউরিয়া সারে উদ্ভিদে কোন পুষ্টি উপাদান বিদ্যমান থাকে?
ক ফসফরাস
● নাইট্রোজেন
গ সালফার
ঘ কার্বন
১৯. শস্য পর্যায়ের ফলে কোনটির ব্যবহার কমে যায়?
● কীটনাশক
খ বীজ
গ ভূমি
ঘ কৃষি যন্ত্র
২০. জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
ক ৫০ ভাগ
খ ৬০ ভাগ
● ৭০ ভাগ
ঘ ৮০ ভাগ
২১. মুরগির ঘরে ধুলাবালি প্রবেশের কারণে কোন সমস্যার সৃষ্টি হয়?
ক তাপমাত্রা জনিত
খ আর্দ্রতা জনিত
গ পুষ্টি জনিত
● শ্বাস-প্রশ্বাস জনিত
২২. কোন সময় থেকে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
ক ষাটের দশকে
● পঞ্চাশের দশকে
গ চল্লিশের দশকে
ঘ সত্তরের দশকে
২৩. বীজতলার চারা হলদে দেখালে কত গ্রাম হারে ইউরিয়া ছিটাতে হয়?
ক ২৫০ গ্রাম
খ ৩১০ গ্রাম
● ২৮০ গ্রাম
ঘ ৩৫০ গ্রাম
২৪. ইউরিয়া সার গুটি আকারে ফসলের জমিতে এক মৌসুমে কয়বার প্রয়োগ করতে হয়?
ক চারবার
খ তিনাবর
গ দুইবার
● একবার
২৫. ফসলের রোগ প্রতিরোধের জন্য কী করা উচিত?
র. জমি আগাছা মুক্ত রাখা
রর. মাটি আলাদা না করা
ররর. মাটি শোধন করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
● র ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬-২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাকিব পুকুরে কয়েকটি মাছের মধ্যে ক্ষত ও লাল দাগ দেখতে পেয়ে মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। মৎস্য কর্মকর্তা সাকিবকে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দিলেন।
২৬. সাকিবের পুকুরে কি রোগ হয়েছিল?
ক ফুলকা পচা রোগ
খ লেজের পচা রোগ
● ক্ষতরোগ
ঘ পাখনা পচা রোগ
২৭. সাকিবকে মৎস্য কর্মকর্তা পরামর্শ দিতে পারেন
র. আক্রান্ত মাছ ধরে পুঁতে ফেলা
রর. পুকুর শুকিয়ে সকল মাছ ধরে ফেলা
ররর. পুকুরে চুন ও লবন প্রয়োগ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● রর ও ররর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
২৮. সাকিব পুকুরের মাছের রোগটি হওয়ার কারণ কী?
ক পুকুরে পানির স্বল্পতা
● পুকুরের পরিবেশ সম্পর্কে সাকিবের অসচেতনতা
গ পুকুরে অপর্যাপ্ত খাদ্য সরবরাহ
ঘ অধিক শীতের প্রকোপ
৩০. লাবিব ৩টি বেডকে একটি বেডে পরিণত করলে কি হবে?
ক অধিক পরিমাণে চারা পাবে
● সেচ ও নিকাশ অসুবিধা হবে
গ সেচের পানি খরচ কম হবে
ঘ সার ব্যবহারের পরিমাণ কম হবে
পাঠ ১ : ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার
৩১. কোন সার মৌসুমে একবার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক দানাদার ইউরিয়া
● গুটি ইউরিয়া
গ পটাশ
ঘ ফসফেট
৩২. জমিতে কত সেন্টিমিটার পানি থাকলে গুটি সার ব্যবহার সহজ হয়? (জ্ঞান)
ক ১-৩ সেন্টিমিটার
● ২-৩ সেন্টিমিটার
গ ৩-৪ সেন্টিমিটার
ঘ ৫-৬ সেন্টিমিটার
৩৩. দানাদার ইউরিয়া সারকে মেশিনের সাহায্যে গুটি ইউরিয়া রূপান্তরের কারণ কী? (অনুধাবন)
● সাশ্রয়ী ব্যবহারের জন্য
খ মানুষের লাভের জন্য
গ বহনের সুবিধার জন্য
ঘ প্রয়োগের সুবিধার জন্য
৩৫. চারা রোপণের পর কখন গুটি সার প্রয়োগ করা হয়? (প্রয়োগ)
ক গভীর কাদা মাটিতে
● মাটি শক্ত হওয়ার আগে
গ হাঁটু পরিমাণ পানিতে
ঘ শক্ত মাটিতে
৩৬. গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক শিকড় শক্ত হয়
● নাইট্রোজেনের সাশ্রয় হয়
গ গাছকে হাইড্রোজেন সরবরাহ করে
ঘ সময় কম লাগে
৩৭. গুটি ইউরিয়া ব্যবহারের ফলে কত ভাগ ফলন বৃদ্ধি পায়?
ক ৫-১০ ভাগ
খ ১০-১৫ ভাগ
● ১৫-২০ ভাগ
ঘ ২০-২৫ ভাগ
৩৮. গুটি ইউরিয়া ব্যবহার করে শতকরা কত ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয়?
ক ১৫-২০%
● ২০-৩০%
গ ২৫-৩৫%
ঘ ৩০-৪০%
৩৯. আকার যদি ২.৭ গ্রাম হয় তবে বোরোতে কয়টি গুটি ব্যবহার করা যাবে?
● ১
খ ২
গ ৩
ঘ ৪
৪০. ধান চাষে ব্যবহৃত বিভিন্ন সারের মধ্যে প্রধান কোনটি?
ক জিপসাম
খ টিএসপি
গ এমপি
● ইউরিয়া
৪১. গুটি ইউরিয়া ওজন যদি ১.৮ গ্রাম হয় তবে বোরোতে কতটি গুটি প্রয়োগ হবে?
ক ১টি
● ২টি
গ ৩টি
ঘ ৪টি
৪২. গুটি ইউরিয়া কত সেন্টিমিটার মাটির গভীরে পুঁতে দিতে হবে?
ক ৫
● ১০
গ ১৫
ঘ ২০
৪৩. ধানের চারা রোপণের কত দিনের মধ্যে গুটি সার প্রয়োগ করতে হয়?
● ৫-৭
খ ৭-৯
গ ১০-১২
ঘ ১২-১৪
৪৪. ধান চাষে ব্যবহৃত সারের মধ্যে কোন সার প্রধান? [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ]
● ইউরিয়া
খ পটাশ
গ ফসফরাস
ঘ ডিএপি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৫. দানাদার ইউরিয়ার অসুবিধা হলো (প্রয়োগ)
র. বেশি বার প্রয়োগ করতে হয়
রর. পানিতে দ্রুত মিশে যায়
ররর. বেশি অপচয় হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
র, রর ও ররর
৪৬. দানাদার ইউরিয়া মেশিনের সাহায্যে তৈরি করা হয় (উচ্চতর দক্ষতা)
র. দানাদার সার
রর. গুটি ইউরিয়া
ররর. ইউরিয়া
নিচের কোনটি সঠিক?
ক র
● রর
গ ররর
ঘ র, রর ও ররর
৪৭. কিস্তিতে কয়েক বার প্রয়োগ করা যায় (প্রয়োগ)
র. গুটি ইউরিয়া
রর. গুটি সার
ররর. দানাদার ইউরিয়া
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
● ররর
ঘ র, রর ও ররর
পাঠ ২ : গরু মোটাতাজাকরণ
৪৮. গো-খাদ্য তৈরিতে কত লিটার পানি দিতে হয়? (জ্ঞান)
ক ১৬ কেজি
খ ১৮ কেজি
● ২০ লিটার
ঘ ২২ কেজি
৪৯. গো-খাদ্য তৈরিতে ২০ কেজি পানিতে কত কেজি ইউরিয়ার দ্রবণ মেশাতে হয়? (জ্ঞান)
● ১ কেজি
খ ২ কেজি
গ ৩ কেজি
ঘ ৪ কেজি
৫০. একজন মানুষের দৈনিক কত গ্রাম মাংস খাওয়া দরকার? (জ্ঞান)
ক ২৪ গ্রাম
খ ১১৫ গ্রাম
● ১২০ গ্রাম
ঘ ২৫০ গ্রাম
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post