৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় mcq : ফসলের শারীরতাত্ত্বিক বৃদ্ধির সকল পর্যায়ে সমানভাবে পানির প্রয়োজন হয় না। যে সকল পর্যায়ে মাটিতে পানি স্বল্পতায় ফসলের বৃদ্ধি ব্যাহত হয় তাকে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় বলে। আর যেসব পর্যায়ে পানির অভাবে ফসলের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় তাকে সংকটময় পর্যায় বলে।
বীজের আর্দ্রতার নির্দিষ্ট নিরাপদ মাত্রা রয়েছে। ধান, গম বীজের জন্য এই আর্দ্রতার মাত্রা ৮-১০%, বীজ খুব বেশি শুকালে ভঙ্গুর হয়ে পড়তে পারে এবং বীজের ভ্রƒণের ক্ষতি হতে পারে। আবার বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে সহজেই জীবাণু সংক্রমণ ঘটতে পারে এবং পোকার আক্রমণ ঘটতে পারে।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় mcq
১. সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক চেক বেসিন
● রিং বেসিন
গ বর্ষণ বেসিন
ঘ ড্রিপ বেসিন
২. ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়-
র. পুষ্পায়নের সময়
রর. শীষ গজানোর সময়
ররর. বীজ গঠনের সময়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে ভালুকায় তাঁর গ্রামের বাড়িতে ১০টি বেড তৈরি করেন। বেড তৈরির সময় তিনি জৈব ও রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন।
৩. তৈরিকৃত বেডের জন্য কত কেজি এমপি সার প্রয়োজন?
● ১ কেজি
খ ২ কেজি
গ ৩ কেজি
ঘ ৪ কেজি
৪. বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে-
র. মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
রর. রোগ জীবাণু দমন
ররর. বীজ দ্রুত গজানো
নিচের কোনটি সঠিক?
● র খ রর
গ র ও রর
ঘ র ও ররর
৫. পানির সাশ্রয়ী সেচ পদ্ধতি কোনটি?
● ড্রিপসেচ পদ্ধতি
খ নালাসেচ পদ্ধতি
গ রিং বেসিন পদ্ধতি
ঘ চেক বেসিন পদ্ধতি
৬. পদ্ধতি ব্যবহারে আমন ধানে শতকরা কতভাগ ইউরিয়া লাগে?
ক ২৩ ভাগ
● ২৫ ভাগ
গ ৩০ ভাগ
ঘ ৩৫ ভাগ
৭. সূর্যের বিপরীতে সারি করে ফসল লাগানোর সুবিধা হলো
ক সেচ লাগে না
● সেচ কম লাগে
গ ফসল দ্রুত বৃদ্ধি পায়
ঘ পানি বাষ্পীভূত কম হয়
৮. চারা হলদে দেখা দিলে প্রতি শতক বীজতলায় কী পরিমাণ ইউরিয়া সার ছিটাতে হয়?
ক ১০০ গ্রাম
খ ১৫০ গ্রাম
গ ২০০ গ্রাম
● ২৮০ গ্রাম
৯. ফরমালডিহাইড দিয়ে কী করা হয়?
● মাটি শোধন
খ বীজ শোধন
গ রাক্ষুসে মাছ দমন
ঘ পোকা দমন
১০. বীজতলায় কী প্রয়োগ করা যাবে না?
ক পানি
খ কম্পোস্ট সার
● কাঁচা গোবর
ঘ ইউরিয়া সার
১১. এল.সি.সি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে বোরো ধানে কত ভাগ সার কম লাগে?
ক ১৩ ভাগ
খ ১৮ ভাগ
● ২৩ ভাগ
ঘ ২৮ ভাগ
১২. প্রতি কেজি ধান উৎপাদনে কত লিটার পানির প্রয়োজন?
গ ১০০০-৩০০০ লিটার
খ ২০০০-৪০০০ লিটার
● ৩০০০-৫০০০ লিটার
ঘ ৪০০০-৬০০০ লিটার
১৩. আদর্শ বীজতলা তৈরির জন্য ২০ বর্গমিটারের বেডে কত পরিমাণ গোবর সার লাগবে?
● ৪০ কেজি
খ ৩০ কেজি
গ ২০ কেজি
ঘ ১০ কেজি
১৪. বীজতলার চারা হলদে দেখালে কত গ্রাম হারে ইউরিয়া ছিটাতে হয়?
ক ২৫০ গ্রাম
● ২৮০ গ্রাম
গ ৩১০ গ্রাম
ঘ ৩৫০ গ্রাম
১৫. কোন সময় থেকে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
ক চল্লিশের দশকে
● পঞ্চাশের দশকে
গ ষাটের দশকে
ঘ সত্তরের দশকে
১৬. জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
ক ৫০ ভাগ
খ ৬০ ভাগ
● ৭০ ভাগ
ঘ ৮০ ভাগ
১৭. পেয়ারা বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়?
ক নালা সেচ
● বৃত্তাকার সেচ
গ বর্ডার সেচ
ঘ প্লাবন সেচ
১৮. সবচেয়ে কম পানি ব্যবহার করে উত্তম সেচ পদ্ধতি কোনটি?
ক বর্ষণ সেচ
● ড্রিপ সেচ
গ রিং বেসিন
ঘ চেক বেসিন
১৯. সাধারণত ধানগাছে পুষ্পায়নের সময় কোন বিষয়টি বেশি গুরুত্ব দিতে হয়?
ক সার প্রয়োগ
● সেচ প্রয়োগ
গ কীটনাশক প্রয়োগ
ঘ নিড়ানী দেওয়া
নিচের তথ্যের আলোকে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
শানু মিয়া এ বছর শুটি জাতীয় ফসল তোলার পর পরিত্যক্ত অংশ মাটিতে মিশিয়ে দেন। পরবর্তী ফসল চাষে তিনি ভালো ফলন পান।
২১. ইউরিয়া সার প্রয়োগে শানু মিয়ার করা উচিত
র. গুটি ইউরিয়া ব্যবহার করা
রর. ইউরিয়া প্রয়োগ করা
ররর. খঈঈ পদ্ধতি ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
জয়ন্ত বাবু অমøীয় মাটির এক খণ্ড জমিতে ১০টি বেড সম্বলিত উদ্যান বীজতলা তৈরি করলেন। তিনি নির্ধারিত হারে বিভিন্ন সার প্রয়োগপূর্বক তাতে বীজ বুনলেন। স্থানীয় কৃষি কর্মকর্তা বীজ তলাটির আকার দেখে বললেন এটি একটি আদর্শ বীজতলা। তথাপি তিনি ভালো চারা উত্তোলন করতে পারলেন না।
২২. বীজতলার বেডগুলোতে তিনি মোট কী পরিমাণ জৈবসার প্রয়োগ করেছিলেন?
ক ১০০ কেজি
খ ১৫০ কেজি
গ ২০০ কেজি
● ২৫০ কেজি
২৩. তাঁর চারার উৎপাদন ভালো না হওয়ার কারণ-
ক ছাই না দেওয়া
খ চুন না দেওয়া
● নালা না রাখা
ঘ গোবর না দেওয়া
অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
১ মিটার আকারের ৩টি বেড তৈরি করে তাতে বীজ বপন করার সিদ্ধান্ত নেয়।লাবিব তাঁর জমিতে ফুলকপি চাষ করার জন্য ৩ মিটার
২৪. লাবিব তাঁর উক্ত বেডগুলোতে কী পরিমাণ বীজ বপন করতে পারবে?
● ৩০-৩৬ গ্রাম
খ ৪৫-৬০ গ্রাম
গ ৭০-৮০ গ্রাম
ঘ ৮০-১০০ গ্রাম
২৫. লাবিব ৩টি বেডকে একটি বেডে পরিণত করলে কী হবে?
ক অধিক পরিমাণে চারা পাবে
খ সেচের পানি খরচ কম হবে
● সেচ ও নিকাশ অসুবিধা হবে
ঘ সার ব্যবহারের পরিমাণ কম হবে
পাঠ ১ : নার্সারিতে বীজ বপনে উপযুক্ত মাটি প্রস্তুত
২৬. বীজতলায় বীজ বপন করে কী উৎপাদন করা হয়? (জ্ঞান)
ক উদ্ভিদ
● চারা
গ ধান
ঘ গম
২৭. আমাদের দেশে কয় ধরনের বীজতলা তৈরি করা হয়? (জ্ঞান)
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
২৮. বীজতলায় পাশে কত সে.মি. চওড়া নালা তৈরি করতে হবে? (জ্ঞান)
ক ২০
খ ২৫
● ৩০
ঘ ৩২
২৯. বীজতলার মাটি কত সে.মি. উঁচুতে রাখতে হয়? (অনুধাবন)
ক ১৫ – ১৮
খ ১৮ – ২০
● ২০ – ২৫
ঘ ২৫ – ২৮
৩০. বীজতলার চারপাশে কত সে. মি. গভীর নালা তৈরি করতে হয়? (জ্ঞান)
ক ১০
● ১৫
গ ২০
ঘ ২৫
৩১. বীজবপনের কয়দিন পূর্বে বীজ তলায় সার প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
ক ৬-৮
খ ৮-২০
● ১০-১২
ঘ ১২-১৫
৩২. কোন বীজতলায় সরাসরি বীজ বপন করা যায়? (জ্ঞান)
● শুকনো বীজ তলায়
খ ভেজা বীজতলায়
গ কাদামাটি
ঘ দোঁআশ বীজতলায়
৩৩. জমিতে প্রাকৃতিক সার হিসেবে কোন ধরনের গোবর দেওয়া হয়? (অনুধাবন)
ক কাঁচা গোবর পচা
● শুকনো গোবর
গ গন্ধমুক্ত গোবর
ঘ গন্ধযুক্ত গোবর
৩৪. ফসল উৎপাদনে কী অপরিহার্য? (অনুধাবন)
● সার
খ রাসায়নিক
গ ছায়া
ঘ বৃষ্টি
৩৫. নিচের কোন পদ্ধতিতে চারা রোপণের জন্য মাটি চালনি দ্বারা চালতে হয়? (অনুধাবন)
ক সরাসরি বপন
● পলিব্যাগে বপন
গ ভেজা মাটিতে বপন
ঘ শুকনো মাটিতে বপন
৩৬. মাটি এঁটেল হলে কী ধরনের মাটি মেশানো উচিত? (উচ্চতর দক্ষতা)
ক ভেজা মাটি
● দোঁআশ মাটি
গ শুকনো মাটি
ঘ সুষম মাটি
৩৭. মাটির ঢেলা ভাঙা হয়- (অনুধাবন)
ক পরিষ্কারের জন্য
খ মাটি জীবাণু মুক্ত করার জন্য
● মাটি সমানের জন্য
ঘ মাটি জীবাণু যুক্ত করার জন্য
৩৮. জব্বার বীজতলায় টিএসপি সার প্রয়োগ করতে চায়। সে বীজতলায় কবে এ সার প্রয়োগ করতে পারবে? (প্রয়োগ)
ক বীজ বপনের ১০-১২ দিন পর
খ বপনের সময়
● বীজ বপনের ১০-১২ দিন আগে
ঘ বপনের পরে
৩৯. করিম তার নার্সারিতে কী পরিমাণ সার প্রয়োগ করে? (প্রয়োগ)
● নার্সারির আকার অনুযায়ী সার দেবে
খ ১ কেজি
গ নার্সারির গাছ অনুযায়ী সার দেবে
ঘ ফসল অনুযায়ী
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪০. বীজতলা তৈরি করা যায়- (অনুধাবন)
র. ভেজা মাটিতে
রর. শুকনো মাটিতে
ররর. দোআঁশ মাটিতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪১. বীজ তলায় মাটি প্রস্তুত করার জন্য প্রয়োজন (উচ্চতর দক্ষতা)
র. মাটি, জমি
রর. খুঁটি, ফিতা
ররর. জৈব ও অজৈব সার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪২. নার্সারি তৈরির জন্য বীজতলার মাটি বেলে হলে সেখানে মেশাতে হবে- (অনুধাবন)
র. জৈব পদার্থ
রর. দোআঁশ মাটি
ররর. এঁটেল মাটি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৩. বীজবপনের আগে বীজতলায় দিতে হয়- (প্রয়োগ)
র. টিএসপি
রর. এমপি
ররর. পচা শুকানো গোবর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৪. মাটি শোধনের জন্য ব্যবহার করা হয়- (প্রয়োগ)
র. গ্যামাক্সিন
রর. ফরমালডিহাইড
ররর. ইউরিয়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
কবির তার বীজতলার চারপাশ ছিদ্রযুক্ত ইট দিয়ে ঘিরে দিল। সে সম্পূর্ণ বীজতলায় খড় বিছিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিল যাতে মাটি কিছুটা জীবাণুমুক্ত হয়।
৪৫. একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কবির কোনটি করতে পারতেন? (অনুধাবন)
ক জৈব সার প্রয়োগ
খ রাসায়নিক সার প্রয়োগ
● গ্যামাক্সিন প্রয়োগ
ঘ ডায়াজিনন প্রয়োগ
৪৬. কবির বীজতলা ঘিরে দিল কারণ, এতে- (প্রয়োগ)
র. বৃষ্টির পানিতে মাটি সরে যাবে না
রর. বাতাসে মাটি সরে যাবে না
ররর. বীজতলার সৌন্দর্য বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
পাঠ ২ : আদর্শ বীজতলা তৈরি
৪৭. ধানের জন্য বীজতলা কতভাবে তৈরি করা হয়?
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
৪৮. বীজতলার চারপাশে নালার জন্য কত সে. মি. জায়গা রাখতে হবে? (জ্ঞান)
ক ১০
খ ১৫
গ ২০
● ২৫
৪৯. বীজতলায় প্রতি মিটারে কত কেজি গোবর বা সার দিতে হয়? (জ্ঞান)
ক ১ কেজি
● ২ কেজি
গ ৩ কেজি
ঘ ৪ কেজি
৫০. আদর্শ বীজতলায় প্রতিটি বেডে কত কেজি গোবর লাগে? (জ্ঞান)
ক ২০
খ ২২
● ২৫
ঘ ৩০
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post