৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৪র্থ অধ্যায় mcq : প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ায় মাছ উৎপাদন ও রক্ষার জন্য নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে- ১. খরাপ্রবণ এলাকায় বড় পোনা ছাড়া যেতে পারে যেন অল্প সময়ে ফলন পাওয়া যায়। আবার, যেসব মাছ স্বল্প সময়ে ফলন দেয় যেমন : তেলাপিয়া, খরাপ্রবণ এলাকায় চাষ করা যেতে পারে। ২. বন্যাপ্রবণ এলাকায় একই পুকুরে একটি দীর্ঘ ও একটি স্বল্পমেয়াদি মাছ চাষ পদ্ধতি নেওয়া যায়।
৩. উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় লবণাক্ততা সহনশীল চাষযোগ্য মাছের পোনা উৎপাদন ও চাষের ব্যবস্থা নিতে হবে। ৪. গ্রীষ্মের সময় পুকুরের পানির উচ্চতা কমে গেলে ও পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে সেচ বা পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৪র্থ অধ্যায় mcq
১. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি?
● জলাবদ্ধতা
খ মাটির লবণাক্ততা
গ বাতাসের বিষাক্ত গ্যাস
ঘ মাটিতে বিষাক্ত রাসায়নিক
২. মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে-
● রস সংরক্ষণ হবে
খ আগাছা নিয়ন্ত্রণ হবে
গ জলাবদ্ধতা সৃষ্টি হবে
ঘ উর্বরতা বৃদ্ধি পাবে
৩. কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে-
র. পানি সংরক্ষিত হবে
রর. পুষ্টি উপাদান কমে যাবে
ররর. আগাছার উপদ্রব কম হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আষাঢ় মাসে আগাম বন্যা দেখা দেওয়ায় নাসির উদ্দিন কৃষি কর্মকর্তার পরামর্শে আমন ধানের চারার জন্য ১ বর্গমিটার আয়তনের ৩টি ভাসমান বীজতলা তৈরি করে ধানের বীজ বপন করেন।
৪. নাসির উদ্দিন সাহেবের ৩টি বীজতলায় কত কেজি ধানের বীজ বপন করেছিলেন?
গ ২.৫- ৩.০ কেজি
খ ৫.০- ৬.০ কেজি
● ৭.৫- ৯.০ কেজি
ঘ ১০.০- ১২.০ কেজি
৫. নাসির উদ্দিন এভাবে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের কারণে-
● সঠিক সময়ে ফলন পাবেন
● খ ধানের আগাম ফলন পাবেন
গ ধানের ফলন বেশি পাবেন
ঘ ধানের গুণগতমান ভালো হবে
৬. খরার কারণে ফসলের কত ভাগ ক্ষতি হতে পারে?
ক ১০-১৫ ভাগ
● খ ১০-৩০ ভাগ
গ ১৫-৪৫ ভাগ
● ১৫-৯০ ভাগ
৭. দাপোগ পদ্ধতিতে বীজ মাটির কলসিতে কতক্ষণ
ক ১২-২৪ ঘণ্টা
খ ২৪-৪৮ ঘণ্টা
● ২৪-৭২ ঘণ্টা
ঘ ৪৮-৭২ ঘণ্টা
৮. খরা সহিষ্ণু ফসল কোনটি?
● ছোলা
খ গম
গ পাট
ঘ ভুট্টা
৯. জমির উপরের মাটি হালকা করে আঁচড়ে দিলে জমিতে রসের কী অবস্থা বিরাজ করে?
ক রসের পরিমাণ বাড়ে
খ রসের অপচয় হয়
গ রসের ধারণ ক্ষমতা বাড়ে
● রস সংরক্ষিত হয়
১০. কোন মাছ স্বল্প সময়েই উৎপাদন করা যায়?
● তেলাপিয়া
খ রুই
গ চিংড়ি
● ঘ কাতলা
১১. খরাপ্রবণ এলাকার পুকুরে কোন মাছ চাষ করা যেতে পারে?
ক কাতলা
খ রুই
গ সিলভার কার্প
● তেলাপিয়া
১২. বাংলাদেশে সাধারণত কোন মাসে শিলাবৃষ্টি হয়?
● মার্চ-এপ্রিল
খ এপ্রিল-মে
গ মে-জুন
ঘ জুন-জুলাই
১৩. জমির উপরের মাটির হালকা করে আঁচড়ে দিলে জমিতে রসের কী অবস্থা বিরাজ করে?
ক রসের পরিমাণ বাড়ে
খ রসের অপচয় হয়
গ রসের ধারণক্ষমতা বাড়ে
● রস সংরক্ষিত হয়
১৪. কখন চিংড়ি দুর্বল থাকে?
ক পোনা মজুদের সময়
খ ডিম পাড়ার সময়
● দৈহিক বৃদ্ধির সময়
ঘ খাবার গ্রহণের সময়
১৫. অনাবৃষ্টির সময় ফসল রক্ষার জন্য প্রয়োজন-
র. জাবড়া দেওয়া
রর. রাসায়নিক সার দেওয়া
ররর. নিড়ানি দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৬. বন্যাপীড়িত এলাকায় ব্রয়লার মুরগি চাষ করা ভালো কারণ-
র. ব্রয়লার দ্রুত বাড়ে
রর. এক মাস বয়সে বাজারজাত করা যায়
ররর. রোগ বালাই কম হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পৌষ মাসে সালমা বেগমের লেবু বাগানটি কিছু সমস্যা দেখা দেওয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তা গাছগুলোর গোড়ায় খড়কুটা বা ক্ষুদেপানা বিছিয়ে দিতে বললেন।
১৭. সালমা বেগমের বাগানে কী সমস্যা হয়েছিল?
● রসের অভাব
খ পুষ্টির অভাব
গ পোকার প্রাদুর্ভাব
ঘ রোগার আক্রমন
১৮. উপরিউক্ত কর্মকাণ্ডে কী সুবিধা পাওয়া যেতে পারে?
র. উৎপাদন খরচ কম হবে
রর. গরু-ছাগলের আক্রমন কম হবে
ররর. আগাছার উপদ্রব কম হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
পাঠ ১ : ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ
১৯. কোনো অঞ্চলে জলবায়ু ও পরিবেশগত বিভিন্ন কারণে ফসলের বৃদ্ধি ও বিকাশ অস্বাভাবিক হলে তাকে কী বলে? (জ্ঞান)
● প্রতিকূল পরিবেশ
খ অনুকূল পরিবেশ
গ জলাবদ্ধতা পরিবেশ
ঘ স্বাভাবিক পরিবেশ
২০. অস্বাভাবিক পরিবেশে ফসল জৈব রাসায়নিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেয়াকে কী বলে? (জ্ঞান)
ক অভিস্রবণ ক্ষমতা
● অভিযোজন ক্ষমতা
গ শোষণ ক্ষমতা
ঘ যোজন ক্ষমতা
২১. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান কোনটি? (অনুধাবন)
ক অনাবৃষ্টি
খ অতিবৃষ্টি
গ উচ্চতাপ
● মাটির লবণাক্ততা
২২. জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কয়টি ক্ষেত্রকে আশঙ্কাজনকভাবে চিহ্নিত করা হয়েছে? (জ্ঞান)
ক ২টি
● ৩টি
গ ৪টি
ঘ ৫টি
২৩. বাংলাদেশের কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হতো? (জ্ঞান)
ক রংপুর
খ দিনাজপুর
● বরিশাল
ঘ ঢাকা
২৪. মাটি ও পানি লবণাক্ততা বৃদ্ধির কারণে বাংলাদেশে কত হেক্টর জমি আমন চাষের অনুপযোগী হয়ে পড়েছে? (জ্ঞান)
● ১০ লাখ
খ ১১ লাখ
গ ১২ লাখ
ঘ ১৩ লাখ
২৫. ২০০৭ সালের বন্যায় সারাদেশে কত ভাগ এলাকা প্লাবিত হয়? (জ্ঞান)
ক ৪০
খ ৫০
● ৬০
ঘ ৭০
২৬. ২০০৭ সাল নিচের কোন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে? (জ্ঞান)
ক আইলা
● সিডর
গ চোখ
ঘ ঘূর্ণিঝড়
২৭. পরিবেশের প্রতিকূল অবস্থা কোনটি? (অনুধাবন)
ক আলো
খ রোদ
● বন্যা
ঘ তাপ
২৮. প্রতিকূল পরিবেশজনিত সমস্যা দিনদিন বৃদ্ধি পাওয়ার কারণ কী? (অনুধাবন)
● জলবায়ু পরিবর্তন
খ মানুষের কুকর্ম
গ মানুষের স্বভাব
ঘ নৈতিক অবক্ষয়
২৯. এদেশে প্রতিবছর কী হারে আবাদি জমি কমে যাচ্ছে? (জ্ঞান)
● ১%
খ ২%
গ ৩%
ঘ ৪%
৩০. বৃষ্টিপাত অনিয়মিতভাবে হচ্ছে কেন? (অনুধাবন)
● জলবায়ু পরিবর্তনের জন্য
খ অনুকূল পরিবেশের জন্য
গ প্রতিকূল পরিবেশের জন্য
ঘ আবহাওয়া পরিবর্তনের জন্য
৩১. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কতটি?
ক ২
খ ৩
● ৪
ঘ ৫
৩২. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান কতটি [বরিশাল জিলা স্কুল]
ক ২টি
● ৩টি
গ ৪টি
ঘ ৫টি
৩৩. বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের ফলে কোন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে?
● পরিবেশগত
খ সামাজিক
গ পারিবারিক
ঘ আবহাওয়াজনিত
৩৪. জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কোন অঞ্চলে তাপ বৃদ্ধি পাচ্ছে?
ক দক্ষিণ-পশ্চিম
● উত্তর-পশ্চিম
গ উত্তর-পূর্ব ঘ দক্ষিণ-পূর্ব
৩৫. জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কী সমস্যা দেখা দিচ্ছে?
ক বন্যা
খ তাপবৃদ্ধি
● খরা
ঘ লবণাক্ততা বৃদ্ধি
৩৬. কত সালে বাংলাদেশে সিডর আক্রমণ করে?
ক ২০০৫
খ ২০০৬
● ২০০৭
ঘ ২০০৮
৩৭. ২০০৭ সালে কত লক্ষ টন ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়?
ক ১১
খ ১২
● ১৩
ঘ ১৪
৩৮. প্রতি বছর কী হারে জনসংখ্যা বাড়ছে? [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
● ১.৩৯%
খ ২.৩৯%
গ ৩.৩৯%
ঘ ৪.৩৯%
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৯. আমাদের দেশে প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হলো- (অনুধাবন)
র. লবণাক্ততা
রর. জলাবদ্ধতা
ররর. অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪০. প্রতিকূল অবস্থা সৃষ্টির পরিবেশগত উপাদান হলো- (অনুধাবন)
র. মাটির লবণাক্ততা
রর. মাটিতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি
ররর. বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪১. জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের- (অনুধাবন)
র. বিকাশ ঘটে
রর. বৃদ্ধি ঘটে
ররর. মান হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪২. প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানের মধ্যে রয়েছে- (অনুধাবন)
র. অনাবৃষ্টি বা খরা
রর. নিম্ন তাপ
ররর. বন্যা বা জলাবদ্ধতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৩. কৃষি উৎপাদনে প্রতিকূল পরিবেশ হলো- (উচ্চতর দক্ষতা)
র. খরা
রর. বন্যা
ররর. লবণাক্ততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৪. বাংলাদেশের কৃষিখাতে আশঙ্কাজনক ক্ষেত্র- (অনুধাবন)
র. উত্তর-পশ্চিমাঞ্চল
রর. অনিয়মিত বৃষ্টিপাত
ররর. উপকূলীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৫. জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে- (অনুধাবন)
র. নীরব খরায় ধানের ফলন হ্রাস
রর. বৃষ্টি নির্ভর আমন মৌসুমে চাষিদের পূর্বপ্রস্তুতি থাকে না
ররর. বোরো ও আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৬. বিরূপ আবহাওয়ার উদাহরণ-
র. জলাবদ্ধতা
রর. লবণাক্ততা
ররর. উচ্চতাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৭. প্রতিকূল পরিবেশে সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হলো-
র. অনাবৃষ্টি
রর. লবণাক্ততা
ররর. উচ্চ তাপ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
৪৮. বিরূপ আবহাওয়ার অন্তর্ভুক্ত হলো-
র. শিলাবৃষ্টি
রর. জলাবদ্ধতা
ররর. অতি বৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
গ ররর
● র, রর ও ররর
৫১. কোন মাস খরার মাস? (জ্ঞান)
ক জুন-জুলাই
খ আগস্ট-সেপ্টেম্বর
● সেপ্টেম্বর-অক্টোবর
ঘ মার্চ-এপ্রিল
৫২. ১৫-৯০ ভাগ কম ফসল উৎপাদনে প্রাকৃতিক বিপত্তিসমূহের মধ্যে নিচের কোনগুলো অন্যতম? (অনুধাবন)
ক বন্যা
● খরা
গ লবণাক্ততা
ঘ ঘূর্ণিঝড়
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post