শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ অধ্যায় সেশন ৬ নিয়ে আলোচনা করা হবে। ডিজিটাল প্রযুক্তি বইয়ের এই সেশনের নাম হচ্ছে অনলাইন মেলা। অনলাইন মেলা সেশন আলোচনা শেষে তোমরা একটি ক্লাস পেয়ে যাবে। এই সেশনে যেসকল কাজ দেওয়া হয়েছে, ক্লাসে সেগুলো সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।
ক্লাসটিতে বাড়ির কাজগুলো বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তোমাদের পাঠ্যবইয়ের পড়া সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তাই তোমরা যারা এই ক্লাসটি করবে তোমাদের কাছে এই পড়াটি অতিসহজ মনে হবে। সেই সাথে ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমাধান এভাবে পড়লে তোমরা ডিজিটাল প্রযুক্তি বই সম্পর্কে বিস্তরভাবে জানতে পারবে।
৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ অধ্যায় সেশন ৬
গত সেশনে অনলাইন মেলা আয়োজনের জন্য যে নীতিমালা তৈরি করেছিলাম তা অনুসরণ করে আমরা এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অনলাইন মেলার আয়োজন করব। মেলায় আমরা প্রতিটি দল নিজ নিজ কনটেন্ট উপস্থাপন করব।
কনটেন্ট উপস্থাপন শেষে আমরা শিক্ষকের নিকট একটি পত্র জমা দিবো। এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post