অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজ আমি ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় সেশন ৮ নিয়ে আলোচনা করব। এই সেশনটির নাম হচ্ছে— অভিযান শেষে। এই সেশনে যে কাজগুলো থাকবে, তা আমি তোমাদের সরাসরি ক্লাস নিয়ে বুঝিয়ে দেব। এই সেশনের আলোচনা শেষে তোমরা সমাধানের জন্য বিস্তারিত একটি ক্লাস পাবে।
বই পরিবর্তনের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তোমাদের কাছে পাঠ্য বইকে সহজ করার উদ্দেশ্য আজকে ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির মতো ৮ম শ্রেণির প্রতিটি বইয়ের সমাধান মনোযোগ দিয়ে পড়লে তোমাদের পড়াশোনা হবে সহজ। সেই সাথে তোমরা সেই বিষয় সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারবে।
৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম অধ্যায় সেশন ৮
আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে, ইতোমধ্যে যারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইকৃত সিদ্ধান্ত পৌঁছে দিয়েছি। কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয়। কারণ তথ্য যাচাই এর প্রয়োজনীয়তা আমাদের সব সময় থাকে।
শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি নয়, অন্যান্য বিষয়ের কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান ও যাচাই এর প্রয়োজন হবে। এই অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হওয়ার আশংকা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেরেছি। পরবর্তী পৃষ্ঠার ঘরে আমরা কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার ১০ টি প্রক্রিয়া লিখব। এটি আমার নিজের ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখব।
পাশের বন্ধুর সাথে আলোচনা করে নেই। নিচে একটি উদাহরণ দেওয়া হলো:
ভুল তথ্য দিয়ে কোনো টেলিভিশনের লোগো যোগ করে একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি একটি স্বনামধন্য টেলিভিশনের প্রতিবেদন দাবি করতে পারে। এমন ১০টি উপায় লেখবো।
১০টি উপায় লেখা হয়ে গেলে আমার পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দিব এবং তার বইটি আমি নিয়ে সে কি লিখেছে পড়ব।
এই পুরো অভিজ্ঞতায় আমি কি নতুন জেনেছি যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখব। চিঠিটি বাড়িতে গিয়েই লিখব। লিখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শোনাবো।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post