৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৮ : ভাষা শুদ্ধরূপে লিখতে হলে সে ভাষার বানান জানা খুব জরুরি। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। বাংলা ভাষার বানানেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে।
এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্তো কিছুটা আধুনিক করা হয়। বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাঙলা একাডেমি অনুমোদিত বানানরীতি। নিচে বাংলা বানানের কয়েকটি সাধারণ নিয়ম দেখানো হলো।
৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৮
১. ভাষা শুদ্ধরূপে লিখতে হলে কোনটি জানা বেশি জরুরি?
ক ভাষার রূপ
খ ভাষার ব্যাকরণ
গ ভাষার বানান
ঘ ভাষার গঠন
২. সময় বদলের সঙ্গে সঙ্গে বাংলা বানানের নিয়ম কী করা হয়?
ক পরিবর্তন করা হয়
খ নতুন ভাবে তৈরি করা হয়
গ কিছুটা আধুনিক করা হয়
ঘ অপরিবর্তিত রাখা হয়
৩. বাংলাদেশে সাধারণভাবে কোন বানানরীতি মান্য করা হয়?
ক বাংলা একাডেমি অনুমোদিত বানানরীতি
খ প্রথমা প্রকাশনের বানানরীতি
গ শিক্ষাবোর্ড প্রণীত বানানরীতি
ঘ পত্র পত্রিকায় অনুসৃত বানানরীতি
৪. তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অভিধানসিদ্ধ হলে, সেক্ষেত্রে বানানে কোনটি অনুসরণ করতে হবে?
ক শুধু দীর্ঘ স্বর
খ শুধু হ্রস্ব স্বর
গ হ্রস্ব ও দীর্ঘস্বরের যেকোনোটি
ঘ মৌলিক স্বর
৫. অতৎসম শব্দের বানানে নিচের কোনটির ব্যবহার শুদ্ধ নয়?
ক ু
খ ি
গ ে
ঘ ী
৬. নিচের কোন তৎসম শব্দের বানানটি শুদ্ধ?
ক অটবি
খ কিংবদন্তী
গ তরণী
ঘ দেশী
৭. নিচের কোন বানানটি সঠিক?
ক ঊষা
খ উষা
গ ঊশা
ঘ উশা
৮. নিচের কোনটি তৎসম শব্দ?
ক আপিল
খ কুমির
গ কেরানি
ঘ অঙ্গুরি
৯. কোনটি অতৎসম শব্দ?
ক গণ্ডি
খ উকিল
গ চিৎকার
ঘ পদবি
১০. ভাষা ও জাতির নামের শেষে কোনটি হবে?
ক ূ – কার
খ ৃ – কার
গ ি – কার
ঘ ী – কার
১১. বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে কোন চিহ্ন হবে?
ক ি – কার
খ ী – কার
গ ৃ – কার
ঘ ূ – কার
১২. ‘আনো’ প্রত্যয়ান্ত শব্দের শেষে কোন চিহ্ন হবে?
ক এ – কার
খ ও – কার
গ ই – কার
ঘ উ – কার
১৩. কপাল অর্থে নিচের কোন বানানটি সঠিক?
ক ভালো
খ ভাল
গ কাল
ঘ কালো
১৪. বিসর্গ (ঃ)-এর ব্যবহারে কোন নিয়মটি সঠিক?
ক পদান্তে বিসর্গ (ঃ) থাকবে
খ পদের শুরুতে বিসর্গ (ঃ) থাকবে
গ পদমধ্যস্থ বিসর্গ (ঃ) থাকবে
ঘ তৎসম শব্দে বিসর্গ (ঃ) থাকবে না
১৫. অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ (ঃ) বর্জনীয়। নিচের কোন বানানে এই নিয়মটির ব্যত্যয় ঘটেছে?
ক দুঃখ
খ নিঃশব্দ
গ পুনঃপুন
ঘ নিঃস্পৃহ
১৬. তৎসম শব্দের যুক্তব্যঞ্জনে কোন বর্ণের পূর্ববতী দন্ত্য-ন ধ্বনি মূর্ধন্য-ণ হয়?
ক ক-বর্গীয় বর্ণ
খ চ-বর্গীয় বর্ণ
গ ট-বর্গীয় বর্ণ
ঘ ত-বর্গীয় বর্ণ
১৭. নিচের কোন বানানটি সঠিক?
ক ইন্টার
খ কন্টক
গ ক্ষন
ঘ টেণ্ডার
১৮. যুক্তব্যঞ্জন গঠনে তৎসম শব্দে কখন দন্ত্য-ন হয়?
ক ট-বর্গীয় বর্ণের পূর্বে
খ ত-বর্গীয় বর্ণের পূর্বে
গ র-এর পর
ঘ ষ-এর পর
১৯. সন্ধি ও সমাসযোগে গঠিত শব্দের ক্ষেত্রে কোন নিয়মটি প্রযোজ্য?
ক সকল ক্ষেত্রে মূর্ধন্য-ণ হয়
খ তৎসম শব্দে মূর্ধন্য-ণ হয়
গ সকল ক্ষেত্রে দন্ত্য-ন হয়
ঘ অতৎসম শব্দের মূর্ধন্য-ণ হয়
২০. তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের বানানে কোন নিয়মটি যথাযথ?
ক সকল ক্ষেত্রে দন্ত্য-ন হয়
খ ঋ, র, ষ এরপর মূর্ধন্য-ণ হয়
গ ট-বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য-ণ হয়
ঘ সকল ক্ষেত্রে মূর্ধন্য-ণ হয়
২১. যুক্তব্যঞ্জন গঠনে চ-বর্গের পূর্ব কোনটি হয়?
ক ষ
খ শ
গ স
ঘ ণ
২২. যুক্তব্যঞ্জন গঠনে কখন দন্ত্য-স হয়?
ক চ-বর্গের পূর্বে
খ ট-বর্গের পূর্বে
গ ত-বর্গের পূর্বে
ঘ প-বর্গের পূর্বে
২৩. কখন ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না?
ক ষ-এর পর
খ চ-বর্গীয় বর্ণের পূর্বে
গ রেফ ( র্ ) এর পর
ঘ ণ-এর পর
২৪. তৎসম শব্দের সন্ধিতে প্রথম পদের শেষে ম থাকলে ক-বর্গের পূর্বে ম স্থানে কী হয়?
ক ঙ
খ ন
গ ং
ঘ ঙ্গ
২৫. যুক্তব্যঞ্জনে ক-বর্গের পূর্বে ম স্থানে কী হবে?
ক ং
খ ন
গ ঙ
ঘ ঙ্গ
২৬. প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে কোনটি ব্যবহৃত হয়?
ক ঙ
খ ং
গ ও
ঘ ঙ্গ
২৭. অনুস্বারযুক্ত শব্দে প্রত্যয়, বিভক্তি বা স্বরবর্ণযুক্ত হলে ং-এর স্থলে কী হয়?
ক ম
খ ঙ
গ ঙ্গ
ঘ ন
২৮. নিচের কোন বানানটি সঠিক?
ক আশীস
খ দূর্নীতি
গ কিশোরি
ঘ মুমূর্ষু
২৯. নিচের কোন বানানটি সঠিক?
ক বিদূষী
খ বিদুষী
গ স্বরস্বতী
ঘ জননি
৩০. কোন বানানটি সঠিক?
ক তরনী
খ মেয়েলী
গ দেবি
ঘ চৈতালি
৩১. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক শ্রেণি
খ অটবী
গ অভিনেত্রি
ঘ কিশোরি
৩২. ভাষা ও জাতির নামের শেষে নিচের কোনটির ব্যবহার হবে?
ক ঈ-কার
খ ই-কার
গ ঊ-কার
ঘ ও-কার
৩৩. নিচের কোন বানানটি সঠিক?
ক ইরাকি
খ তুর্কী
গ জানুয়ারী
ঘ লাইব্রেরী
৩৪. নিচের কোন বানানটি সঠিক?
ক ফারসী
খ চাকরী
গ নারী
ঘ মিতালী
৩৫. বাংলাদেশে কোন প্রতিষ্ঠানের অনুমোদিত বানানরীতি মানা হয়?
ক কলিকাতা সংসদ
খ এনসিটিবি
গ জাতীয় ভাষা শিক্ষা ইন্সটিটিউট
ঘ বাংলা একাডেমি
৩৬. কোন বানানটি শুদ্ধ?
ক নির্বান
খ সুসমা
গ অধঃস্তন
ঘ সপ্তর্ষি
৩৭. নিচের কোন বানানটি সঠিক?
ক দুর্নীতি
খ মুমুর্ষূ
গ সুসমা
ঘ কিশোরি
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৮ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post