৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : জাতীয়তাবাদ হচ্ছে একটি রাষ্ট্রের সব মানুষের মাঝে ঐক্যবদ্ধ থাকার এক অনন্য অনুভূতি। যেমন: একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ‘জনগণ সকল ক্ষমতার উৎস’—ব্যাখ্যা কর।
উত্তর: গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সব ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দমতো রাজনৈতিক দল ও ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশ নেয়।
২. ‘জনগণ সকল ক্ষমতার উৎস’—ব্যাখ্যা কর।
উত্তর: একটি গণতান্ত্রিক দেশে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা হয় জনগণকে। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠিত হয় জনগণের ভোটে। জনগণ ভোটাধিকার প্রয়োগে পছন্দমাফিক সরকার বানাতে পারে। অথবা সরকারের পদ থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে। এ কারণেই জনগণকে সকল ক্ষমতার উৎস বলা হয়েছে।
৩. ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝায়?
উত্তর: ধর্মনিরপেক্ষতা হলো সংবিধানের এমন একটি মূলনীতি যাতে জনগণ ধর্মমত নির্বিশেষে স্ব-স্ব ধর্ম বাধাহীন ও অন্যের হস্তক্ষেপ ব্যতীত পালন করতে পারে। মূলত ধর্মনিরপেক্ষতার মূলকথা হলো যে যার ধর্ম কোনো প্রকার বাধা ছাড়াই পালন করবে।
৪. রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ ধারণাটি বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশের সংবিধানের ৪টি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ অন্যতম। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।
৫. সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে কেন?
উত্তর: শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হলো এ মূলনীতির লক্ষ্য।
৬. স্থানীয় সরকার প্রয়োজন কেন?
উত্তর: স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে। স্থানীয় সরকার ছাড়া সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের ব্যাপক কর্মকা- পরিচালনা কোনোভাবেই সম্ভব নয়। অতএব, গ্রাম-শহর নির্বিশেষে দেশের সব অঞ্চলের সম উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রয়োজন বরং আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন।
৭. “সংবিধান পরিবর্তনশীল”—বাংলাদেশের সংবিধানের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়। সময়ের প্রয়োজনে এটি পরিবর্তিত এবং সংশোধিত হতে পারে। দুষ্পরিবর্তনীয় হওয়া সত্ত্বেও এযাবৎ বাংলাদেশের সংবিধান মোট ১৫ বার সংশোধিত হয়েছে। সংবিধানের সর্বশেষ সংশোধনী (পঞ্চদশ) গৃহীত হয় ২০১১ সালের ৩০শে জুন। সুতরাং, সংবিধান পরিবর্তনশীল। এটিই শাশ্বত বিধান।
৮. জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর: জাতীয়তাবাদ হচ্ছে একটি রাষ্ট্রের সব মানুষের মাঝে ঐক্যবদ্ধ থাকার এক অনন্য অনুভূতি। যেমন: একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।
৯. ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝায়?
উত্তর: ধর্মনিরপেক্ষতা হলো সংবিধানের এমন একটি মূলনীতি যাতে জনগণ ধর্মমত নির্বিশেষে স্ব-স্ব ধর্ম বাধাহীন ও অন্যের হস্তক্ষেপ ব্যতীত পালন করতে পারে। মূলত ধর্মনিরপেক্ষতার মূলকথা হলো যে যার ধর্ম কোনো প্রকার বাধা ছাড়াই পালন করবে।
১০. সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা হয় কেন
উত্তর: সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা দলিল। একটি ভবন বা ইমারত যেমন তার নকশা দেখে তৈরি করা হয় তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়। সরকার কী ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কী অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগ কী ক্ষমতা ভোগ করবে তার সবকিছুই এতে লিপিবদ্ধ থাকে। আর এ জন্যই সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা হয়।
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post