৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষাগ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির ওপর পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। বেতার ও রেডিও এর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন দেশপ্রেম জাগ্রত করে। চলচ্চিত্র মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভাববিনিময় ও বন্ধন সুদৃঢ় করে।
২. নিজের ধ্যান-ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা কর।
উত্তর: নিজের ধ্যানধারণা অনুযায়ী অন্যকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলে। অভিভাবন এক ধরনের যোগাযোগের মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। শিশুদের মধ্যে জ্ঞানের পরিপক্বতা না থাকায় তারা সহজেই অভিভাবন হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ সমাজের অনেক ক্ষেত্রে লক্ষ করা যায়। যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি।
৩. সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া-ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া। প্রত্যেক সমাজের কিছু নিয়ম-রীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ রয়েছে। মানুষকে এগুলো আয়ত্ব করতে হয়। সমাজের এ নিয়ম-রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ। এর মধ্য দিয়েই ব্যক্তি সমাজের নিয়ম-রীতি ও প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে ওঠে। শৈশব থেকে মৃত্যু অবধি এটা চলতে থাকে।
৪. সামাজিকীকরণে সমবয়সী সঙ্গীর প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এভাবে খেলার সাথীরা এেেক অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্যদিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়।
৫. সামাজিকীকরণে পরিবার সর্বাপেক্ষা শক্তিশালী বাহন কেন?
উত্তর: সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন পরিবার। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষাগ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির ওপর পড়ে। এজন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার।
৬. সামাজিকীকরণ বলতে কী বোঝায়?
উত্তর: প্রত্যেক সমাজের কিছু নিয়ম-রীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ রয়েছে। মানুষকে এগুলো আয়ত্ত করতে হয়। সমাজের এই নিয়ম-রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ।
৭. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। যেটি একটি শিশুকে সামাজিকীকরণে সহায়তা করে।
৮. সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র পড়ে মানুষ আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করে যা তার মনের সংকীর্ণতা দূর করে। সংবাদপত্র মানুষের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে যা প্রকৃতপক্ষে সামাজিকীকরণে ভূমিকা রাখে।
৯. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের অবদান ব্যাখ্যা কর
উত্তর: সামাজিকীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১০. সামাজিকীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যেক সমাজের কিছু নিয়মরীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ রয়েছে যা মানুষকে আয়ত্ত করতে হয়। সমাজের এই নিয়মরীতি আয়ত্ত করার প্রক্রিয়াকেই সামাজিকীকরণ বলা হয়। সামাজিকীকরণ শৈশব থেকে মৃত্যু আগ পর্যন্ত চলতে থাকে।
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এখানে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post