৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৪ : অর্থ হলো শব্দের প্রাণ। এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে। যেমন : ক, ল, ম _ এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয় : কলম (ক+ল+ম)। “কলম? লেখার একটি উপকরণকে বোঝায়। সুতরাং এটি একটি শব্দ। এ রকম : আমি, বাজার, যাই ইত্যাদিও শব্দ। এগুলোর আলাদা আলাদা অর্থ আছে।
কিন্তু এ রকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে জুড়ে মানুষ তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে। যেমন : “আমি বাজারে যাই। ‘_ এটি একটি বাক্য। এখানে বন্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। কতগুলো অর্থপূর্ণ শব্দ যখন একত্রিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে।
৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৪
১. শব্দের সাথে কী যুক্ত হলে পদের সৃষ্টি হয়?
ক প্রত্যয়
খ বিভক্তি
গ অনুসর্গ
ঘ উপসর্গ
২. শব্দের প্রাণ কোনটি?
ক ভাষা
খ ধ্বনি
গ অর্থ
ঘ পদ
৩. বিভক্তিগুলো কোথায় যুক্ত হয়?
ক শব্দের শেষে
খ বাক্যের শেষে
গ ধ্বনির শেষে
ঘ প্রত্যয়ের শেষে
৪. ‘লিঙ্গ’ শব্দের অর্থ কী?
ক চিহ্ন
খ সংখ্যা
গ জানানো
ঘ বোঝানো
৫. সর্বদাই স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক শিক্ষিকা
খ জায়া
গ কন্যা
ঘ সতীন
৬. সর্বদাই পুরুষবাচক শব্দ কোনটি?
ক কবিরাজ
খ পণ্ডিত
গ সৈন্য
ঘ সেবক
৭. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?
ক ডাক্তার
খ শিক্ষক
গ মানুষ
ঘ উকিল
৮. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয় কোনটির?
ক কোকিল
খ চঞ্চল
গ চাচা
ঘ বাবা
৯. কোনটি লিঙ্গ শব্দের অর্থ?
ক লক্ষণ
খ পরিচয়
গ প্রকাশ
ঘ প্রচার
১০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক শিষ্যা
খ সৎমা
গ প্রিয়া
ঘ সরলা
১১. কখনও কখনও ভিন্ন শব্দ যোগেও স্ত্রীবাচক শব্দ গঠিত হয়- এর উদারহণ কোনটি?
ক নবীনা
খ ছেলে
গ শিশু
ঘ মানবী
১২. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক দাদা
খ চতুর
গ কৃতদার
ঘ কোকিল
১৩. শব্দের আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে লিঙ্গান্তর করতে হয়- এর উদাহরণ কোনটি?
ক পুরুষ মানুষ
খ আধুনিক
গ নান
ঘ রাক্ষস
১৪. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক জেলেনী
খ মাননীয়া
গ নবীনা
ঘ সধবা
১৫. ‘অকৃতদার’ কী ধরনের শব্দ?
ক নিত্য স্ত্রীবাচক
খ নিত্য পুরুষ
গ উভয় লিঙ্গবাচক
ঘ ক্লীব লিঙ্গবাচক
১৬. ‘মহিলা’ শব্দটি যুক্ত করে স্ত্রীবাচক শব্দ হয় কোন পুরুষবাচক শব্দের?
ক কবি
খ কোকিল
গ নবীন
ঘ দাস
১৭. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?
ক সুন্দর
খ বিদ্বান
গ শিশু
ঘ ছেলে
১৮. নিচের কোনটি ক্লীবলিঙ্গ?
ক বালক
খ জেলে
গ বই
ঘ ছাত্র
১৯. শব্দের শেষে ‘আ’ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটি?
ক আধুনিক
খ অনাথ
গ নাগ
ঘ ঠাকুর
২০. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক মেয়ে
খ এয়ো
গ বিদুষী
ঘ মা
২১. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক কর্তা
খ বাবা
গ বিপত্নীক
ঘ বুড়া
২২. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে?
ক সুন্দরী
খ বালিকা
গ সিংহ
ঘ নারী
২৩. পুরুষবাচক শব্দের শেষে ‘অত’ থাকলে স্ত্রীবাচকে কী হয়?
ক অতি
খ মতি
গ অতী
ঘ মতী
২৪. ‘ইনী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে?
ক কামারনী
খ কুমারনী
গ হরিণী
ঘ বাঘিনী
২৫. উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?
ক রাক্ষস
খ দাস
গ সন্তান
ঘ নর
২৬. কোন পুরুষবাচক শব্দের আগে ‘মহিলা’ শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়?
ক বৃদ্ধ
খ কবি
গ ঠাকুর
ঘ হরিণ
২৭. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক বিদুষী
খ বাঙালি
গ সরলা
ঘ দাই
২৮. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক বৃদ্ধ
খ সৈন্য
গ স্ত্রৈণ
ঘ ধাতা
২৯. ক্লীবলিঙ্গবাচক শব্দ কোনটি?
ক ঠাকুর
খ খাতা
গ চতুর
ঘ অজ
৩০. শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক ঠাকুরঝি
খ ঠাকুরুণ
গ ঠাকুরাইন
ঘ ঠাকুরানী
৩১. কোন শব্দটিকে ‘ঈ’ প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ করা হয়?
ক দাস
খ চঞ্চল
গ নানা
ঘ মামা
৩২. ‘আনী’ প্রত্যয় যুক্ত হয় কোনটিতে?
ক মান
খ শূদ্র
গ হিম
ঘ নাপিত
৩৩. পুরুষবাচক শব্দের শেষে ‘বান’ থাকলে স্ত্রীবাচকে তা কী হয়?
ক বনি
খ বনী
গ বতী
ঘ বতি
৩৪. পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ থাকলে স্ত্রীবাচকে কী হয়? ছ
ক তি
খ ত্রী
গ তী
ঘ ত্রি
৩৫. ‘নী’ প্রত্যয় যুক্ত হয়নি কোনটিতে? জ
ক জেলেনী
খ ধোপানী
গ ভাগনী
ঘ কামারনী
৩৬. কতগুলো শব্দে শুধু ‘স্ত্রী’ বোঝায়, এর উদাহরণ-
ক দাই
খ ছাত্রী
গ ময়ূর
ঘ ইন্দ্রানী
৩৭. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ কোনটি? জ
ক চতুরা
খ প্রিয়া
গ বোন
ঘ ঝি
৩৮. কোন পুরুষবাচক শব্দের আগে ‘মহিলা’ যোগ করে স্ত্রীবাচক করতে হয়? চ
ক ডাক্তার
খ উকিল
গ ইঞ্জিনিয়ার
ঘ দোকানদার
৩৯. পুরুষবাচক শব্দের শেষে ‘মান’ থাকলে স্ত্রীবাচকে কী হয়?
ক মানি
খ মানী
গ মতি
ঘ মতী
৪০. ‘নী’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
ক বিদেশিনী
খ কুমারনী
গ অনাথিনী
ঘ মানিনী
৪১. ক্লীবলিঙ্গবাচক শব্দ কোনটি?
ক স্ত্রৈণ
খ ইন্দ্র
গ শূদ্র
ঘ চেয়ার
৪২. ভিন্ন শব্দযোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটিতে?
ক তরুণী
খ বিবি
গ সুন্দরী
ঘ হরিণী
৪৩. ‘আ’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটির?
ক সরলা
খ নায়িকা
গ শিক্ষিকা
ঘ সেবিকা
৪৪. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচকে কী হয়?
ক ঈয়সী
খ ইয়সী
গ ঈয়সি
ঘ ইয়সি
৪৫. কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়- এর উদাহরণ কোনটি?
ক প্রবীণা
খ চতুরা
গ বোনঝি
ঘ বিদুষী
৪৬. উভয় লিঙ্গবাচক শব্দ কোনটি?
ক বাঙালি
খ প্রবীণ
গ অকৃতদার
ঘ ঢাকী
৪৭. ‘গরীয়ান’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক গরিয়সী
খ গরীয়সী
গ গরিয়সি
ঘ গরীয়সি
৪৮. ‘ইকা’ প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে কোনটি?
ক মানবিকা
খ চয়নিকা
গ গায়িকা
ঘ সোনালিকা
৪৯. কোন পুরুষবাচক শব্দটির শেষে ‘ত্রী’ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়?
ক কথা
খ সুতা
গ মাথা
ঘ ধাতা
৫০. শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ জুড়ে দিয়ে লিঙ্গান্তর করতে হয়-এর উদাহরণ কোনটি?
ক মহিলা ডাক্তার
খ নারী সৈন্য
গ মাদি ঘোড়া
ঘ নারী সভ্য
৫১. ‘বচন’ অর্থ কী?
ক বিষয়ের ধারণা
খ সংখ্যার ধারণা
গ ব্যাকরণের ধারণা
ঘ পদের ধারণা
৫২. বাংলা ভাষায় বচন কত প্রকার?
ক এক
খ দুই
গ তিন
ঘ চার
৫৩. ‘গল্প’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?
ক মালা
খ দল
গ গুচ্ছ
ঘ ঝাঁক
৫৪. ‘শৈবাল’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?
ক দাম
খ আবলি
গ সব
ঘ সমূহ
৫৫. ‘গ্রন্থ’ শব্দের সাথে কোন বহুবচনবোধক শব্দ বসবে?
ক রাশি
খ পুঞ্জ
গ শ্রেণি
ঘ রাজি
৫৬. বহুবচন প্রকাশক বিভক্তি কোনটি?
ক নানা
খ গুলো
গ গাছা
ঘ দল
৫৭. বহুবচন প্রকাশক শব্দ কোনটি?
ক সব
খ রাজি
গ দের
ঘ টা
৫৮. বহুবচন প্রকাশক নির্দেশক কোনটি?
ক কুল
খ বহু
গ রা
ঘ টি
৫৯. বহুবচন প্রকাশক সমষ্টিবাচক শব্দ কোনটি?
ক প্রচুর
খ এরা
গ বর্গ
ঘ খান
৬০. একবচনরূপে প্রয়োগ করে বহুবচন বোঝাচ্ছে নিচের কোন বাক্যটিতে?
ক আমি যাব
খ রহিম খেলে
গ মানুষ মরণশীল
ঘ অপু পড়ে
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৪ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post