৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় mcq : উদ্ভিদে সমন্বয় ও হরমান : উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো যেমন – অঙ্কুরোদগম, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, সুপ্তাবস্থা ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে যা নিয়ন্ত্রণ করে ফাইটোহরমোন নামক জৈব রাসায়নিক পদার্থ। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় সেগুলো হলো :
বৃদ্ধি সহায়ক হরমোন : অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিন।
বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন : অ্যাবসাইসিক এসিড ও ইথিলিন।
ফুল উৎপাদনকারী হরমোন : ফ্লোরিজেন।
ট্রফিক চলন : অভ্যন্তরীণ বা বহিঃউদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রফিক চলন বলে।
স্নায়ুতন্ত্র : প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে।
মস্তিষ্ক : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মানুষের মস্তিস্কের প্রধান অংশ তিনটি। যথা : ক) গুরুমস্তিষ্ক, খ) মধ্যমস্তিষ্ক ও গ) পশ্চাৎ বা লঘুমস্তিষ্ক।
৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় mcq
১. নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
ক জিব্বেরেলিন
খ সাইটোকাইনিন
● ফ্লোরিজেন
ঘ অক্সিন
২. নাইট্রোজেনঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
● বৃক্ক
খ ত্বক
গ নাক
ঘ পায়ু
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
প্রমার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায় এর লতাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। প্রমা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভিতর দিকে এনে দিলেও এরা আবার জানালার দিকেই ধাবিত হয়।
৩. প্রমার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়?
ক বাতাস
খ জলীয়বাষ্প
● আলো
ঘ তাপ
৪. প্রমার মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে-
র. জিব্বেরেলিন
রর. অক্সিন
ররর. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
● র
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. মূত্র তৈরির কারখানা কোনটি?
ক ত্বক
● বৃক্ক
গ যকৃত
ঘ ফুসফুস
৬. কে প্রথম ‘অক্সিন’ হরমোন আবিষ্কার করেন?
● চার্লজ ডারউইন
খ ডেভিড প্রেইন
গ এরিষ্টটল
ঘ হ্যাক্সলে
৭. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
ক ২
● ৩
গ ৪
ঘ ৫
৮. নিউরন কোনটির প্রধান অংশ?
ক ত্বক
খ মস্তিষ্ক
● স্নায়ুতন্ত্র
ঘ স্নায়ুরজ্জু
৯. কোনটি লঘু মস্তিষ্কের প্রধান কাজ?
ক দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ
খ শ্রবণশক্তি নিয়ন্ত্রণ
● দেহের ভারসাম্য রক্ষা
ঘ ঘ্রাণশক্তি নিয়ন্ত্রণ
১০. মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ-
ক লঘু মস্তিষ্ক
খ মধ্য মস্তিষ্ক
● গুরু মস্তিষ্ক
ঘ পন্স্
১১. আমাদের নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে?
ক ৮
● ৪
গ ৬
ঘ ২
১২. কোষ দেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
ক ডেনড্রন
● অ্যাক্সন
গ সিন্যাপস
ঘ মায়োলিন সিথ
১৩. কোনটিকে মস্তিষ্কের যোজক বলা হয়?
ক মোড়লা
● পনস্
গ মেরুরজ্জু
ঘ মধ্য মস্তিষ্ক
১৪. মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন ও খাদ্য গ্রহণ করে?
ক পনস
● মেডুলা
গ সেরিব্রাম
ঘ থ্যালামাস
১৫. কোন হরমোনটি পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত করে?
ক অক্সিন
খ ইথিলিন
গ জিবেরেলিন
● ফ্লোরিজেন
১৬. কোন অঙ্গটি রেচনতন্ত্রের কারখানা হিসেবে কাজ করে?
● বৃক্ক
খ মূত্রথলি
গ মূত্রনালি
ঘ ইউরেটার
১৭. মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কী?
ক পেরিকার্ডিয়াম
খ ক্যাপসিউল
● মেনিনজেস
ঘ প্লুরা
১৮. দেহকোষের শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কীভাবে ফুসফুসে যায়?
ক নিঃশ্বাসের মাধ্যমে
খ প্রশ্বাসের মাধ্যমে
● রক্তের মাধ্যমে
ঘ চর্মের মাধ্যমে
১৯. মেরুরজ্জুর কোনটির ভেতর দিয়ে অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র একস্থান থেকে অন্যস্থানে যায়?
ক লোহিত পদার্থ
খ মেডুলা
● শ্বেত পদাথর্
ঘ ধূসর পদার্থ
২০. প্রতিবর্ত চক্রের কয়টি অংশ রয়েছে?
ক ৩
খ ৪
● ৫
ঘ ৭
২১. নিউরনে কোনটি অনুপস্থিত?
ক অ্যাক্সন
খ ডেনড্রন
গ সিন্যাপস
● সেন্ট্রিওল
২২. কোনটি সমগ্র স্নায়ুতন্ত্রের চালক?
ক হৃৎপিণ্ড
● মস্তিষ্ক
গ বৃক্ক
ঘ মেরুরজ্জু
২৩. গুরুমস্তিষ্কের উপরিভাগ অংশকে গ্রে ম্যাটার বলা হয় কেন?
● দেখতে ধূসর বর্ণের
খ দেখতে সাদা বর্ণের
গ দেখতে হলুদ বর্ণের
ঘ দেখতে লাল বর্ণের
২৪. ক্রোধ, লজ্জা, গরম ও নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করে কে?
● গুরু মস্তিষ্ক
খ মধ্য মস্তিষ্ক
গ লঘু মস্তিষ্ক
ঘ মেডুলা
২৫. স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে কী বলে?
ক দেহকোষ
খ জননকোষ
● নিউরন
ঘ কোষ দেহ
২৬. কোন অঙ্গটি ছাঁকনির কাজ করে?
● বৃক্ক
খ যকৃত
গ ফুসফুস
ঘ পাকস্থলী
২৭. বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
ক ইলিয়াম
● সিলোম
গ বৃহদান্ত
ঘ কোলন
২৮. মানবদেহের রেচন অঙ্গ কোনটি?
● বৃক্ক
খ যকৃত
গ ফুসফুস
ঘ চর্ম
২৯. গ্যাসীয় হরমোন কোনটি?
ক অক্সিন
খ জিব্বেরেলিন
● ইথিলিন
ঘসাইটোকাইনিন
৩০. মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
ক গুরুমস্তিষ্ক
● লঘুমস্তিষ্ক
গ মেডুলা
ঘ পনস
৩১. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ কিডনীর মাধ্যমে বের হয়-
র. অ্যামোনিয়া
রর. ইউরিয়া
ররর. ইউরিক এসিড
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর
● র, রর ও ররর
৩২. স্নায়ুকোষের কাজ-
র. উদ্দীপনা বহন করা
রর. মস্তিষ্কে স্মৃতি সংরক্ষণ করা
ররর. বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৩. ফ্লোরিজেন-
র. পত্রে উৎপন্ন হয়
রর. পত্রমূলে স্থানান্তরিত হয়
ররর. উদ্ভিদে ফুল উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৪. আম গাছে অক্সিন প্রয়োগের ফলে-
র. শাখা কলমে মূল গজায়
রর. ফল দ্রুত পাকে
ররর. ফল ঝরে পড়া বন্ধ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৫. নিউরন-
র. স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক
রর. মানবদেহের দীর্ঘতম কোষ
ররর. এর প্রধান দুটি অংশ থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৬. চিত্রে কোন অংশের সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত থাকে?
ক অ-অংশ
খ ই-অংশ
গ ঈ-অংশ
● উ-অংশ
৩৭. চিত্রে ই-অংশটির আকৃতি হয়-
র. গোলাকার, ডিম্বাকার
রর. ডিম্বাকার, তারকাকার
ররর. নক্ষত্রাকার, গোলাকার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৮. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে?
ক জিব্বেরেলিন
খ ইথিলিন
● অক্সিন
ঘ ফ্লোরিজেন
৩৯. নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
ক হিস্টোন
● ফ্লোরিজেন
গ জিব্বেরেলিন
ঘ অ্যাবসাইসিক এসিড
৪০. নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম?
ক চলন
● সমন্বয়
গ স্থিতি
ঘ সুপ্তাবস্থা
৪১. নিচের কোনটি প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয়?
● অক্সিন
খ জিব্বেরেলিন
গ সাইটোকাইনিন
ঘ ফ্লোরিজেন
৪২. জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কে কাজ করে? (জ্ঞান)
ক ভিটামিন
খ উৎসেচক
● হরমোন
ঘ খনিজ লবণ
৪৩. ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোনটি পাওয়া যায়? (জ্ঞান)
ক জিব্বেরেলিন
খ সাইটোকাইনিন
গ ইথিলিন
● অক্সিন
৪৪. কোন হরমোন উদ্ভিদের শীর্ষ মুকুলের বৃদ্ধি ঘটায়? (জ্ঞান)
● অক্সিন
খ জিব্বেরেলিন
গ সাইটোকাইনিন
ঘ ইথিলিন
৪৫. কোনটি ফাইটোহরমোন? (অনুধাবন)
ক নিউক্লিক অ্যাসিড
খ থাইরক্সিন
গ উৎসেচক
● সাইটোকাইনিন
৪৬. উদ্ভিদে আলোকাভিমুখী চলন ঘটায় কোনটি? (অনুধাবন)
ক ইথিলিন
খ ভিটামিন
● অক্সিন
ঘ উৎসেচক
৪৭. ধান গাছে জিব্বেরেলিন ছিটালে করলে গাছের কী পরিবর্তন হয়? (জ্ঞান)
ক সত্বর মারা যায়
খ বহুদিন সজীব থাকে
গ খর্বাকৃতি ধারণ করে
● স্বাভাবিকের তুলনায় লম্বা হয়
৪৮. গাছে কলম লাগানোর পর দ্রুত মূল গজানোর জন্য কী প্রয়োগ করা যায়? (উচ্চতর দক্ষতা)
● অক্সিন
খ হরমোন
গ ফাইটোহরমোন
ঘ ভিটামিন
৪৯. অক্সিন এর প্রভাবে-
র. শাখা কলমে মূল গজায়
রর. ফল অকালে ঝরে পড়ে না
ররর. ভ্রƒণ মুকুলাবরণীর বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫০. জিব্বেরেলিনের উপস্থিতি দেখা যায়-
র. চারাগাছে
রর. বীজপত্রে
ররর. পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫১. বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন- (অনুধাবন)
র. অ্যাবসাইসিক এসিড
রর. ইথিলিন
ররর. ইন্ডোল অ্যাসেটিক এসিড
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
আলো, পানি, অভিকর্ষ উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়।
৫২. দ্বিতীয় কাজটিতে সহায়তাকারী হরমোন কোনটি?
● জিব্বেরেলিন
খ ইন্ডোল অ্যাসিটিক এসিড
গ ফ্লোরিজেন
ঘ ইথিলিন
৫৩. প্রথম কাজটি কোন ধরনের? (প্রয়োগ)
● ট্রফিক
খ ধীর গতির
গ এনট্রপিক
ঘ দ্রুত গতির
৫৪. নিউরনের প্রধান অংশ কোনটি?
ক অ্যাক্সন
খ ডেনড্রাইট
গ ডেনড্রন
● কোষদেহ
৫৫. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। এদের নাম কী?
● নিউরন
খ অ্যাক্সন
গ ডেনড্রন
ঘ স্নায়ুরজ্জু
৫৬. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক বৃক্কের কোষ
খ পেশীকোষ
● নিউরন
ঘ গবলেট কোষ
৫৭. কোনটি নিউরনের অংশ?
● কোষদেহ
খ দেহকোষ
গ কন্ড্রিন
ঘ সিন্যাপস
৫৮. অ্যাক্সন ডেনড্রনের সাথে কোথায় মিলিত হয়?
● সিন্যাপসে
খ নেফ্রনে
গ বোমানস ক্যাপসুলে
ঘ কোষ দেহে
৫৯. স্নায়ুতন্ত্রের একক কী? (জ্ঞান)
ক নেফ্রন
● নিউরন
গ অ্যাক্সন
ঘ কোষ
৬০. স্নায়ুুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয় কোনটি দ্বারা? (জ্ঞান)
ক অ্যাক্সন
● ডেনড্রাইট
গ কোষদেহ
ঘ হরমোন
৬১. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি? (অনুধাবন)
● মস্তিষ্ক
খ নিউরন
গ স্নায়ু
ঘ ডেনড্রাইট
৬২. প্রাণিদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং সেই অনুযায়ী আজ্ঞাবাহী অঙ্গে প্রেরণ করে কোনটি? (অনুধাবন)
ক পেশিকোষ
● স্নায়ুকোষ
গ অ্যাক্সন
ঘ হৃদপেশি কোষ
৬৩. একটি নিউরনের কয়টি অংশ থাকে? (জ্ঞান)
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৬৪. একটি নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ুতাড়না কিসের মাধ্যমে যায়? (অনুধাবন)
ক অ্যাক্সন
খ ডেনড্রাইট
● সিন্যাপস
ঘ কোষদেহ
৬৫. বাইরের উদ্দীপনায় সাড়া দেয়ার জন্য আমাদের দেহে কী আছে? (অনুধাবন)
● স্নায়ুটিস্যু
খ পেশিটিস্যু
গ যোজক টিস্যু
ঘ পরিবহন টিস্যু
৬৬. প্রাণী কোষ বিভাজিত হওয়ার জন্য কোনটি দায়ী? (উচ্চতর দক্ষতা)
ক সাইটোপ্লাজম
খ মাইটোকন্ড্রিয়া
● সেন্ট্রিওল
ঘ কোষদেহ
৬৭. দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলির মধ্যে সমন্বয় সাধন করে কোনটি? (অনুধাবন)
ক সংবহনতন্ত্র
● স্নায়ুতন্ত্র
গ অন্তঃক্ষরা গ্রন্থি
ঘ রেচনতন্ত্র
৬৮. দেহের কোন কোষ জন্মাবার পর বিভাজিত হয় না? (উচ্চতর দক্ষতা)
ক দেহকোষ
খ পেশিকোষ
● স্নায়ুকোষ
ঘ জনন মাতৃকোষ
►► আরো দেখো: ৮ম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post