৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq : পদার্থ অণু ও পরমাণু নামক দুই রকমের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এ বিষয়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন।
ডাল্টনের পরমাণুবাদ : ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন ১৮০৩ সালে পরমাণু বিষয়ে একটি মতবাদ প্রদান করেন। এতে পরমাণুকে অবিভাজ্য বলা হয়।
পরমাণু মডেল : ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি দূর করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড ও বোর দুইটি মডেল উপস্থাপন করেন। রাদারফোর্ডের মডেলে সৌরজগতের ধারণা এবং বোর এর মডেলে শক্তিস্তর বা কক্ষপথের ধারণা প্রাধান্য পায়।
পারমাণবিক সংখ্যা : কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়।
৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
১. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক ২
● ৮
গ ১৮
ঘ ৩২
২. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
র. পরমাণু অবিভাজ্য
রর. পরমাণুকে ভাঙা যায়
ররর. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
ক রর
● ররর
গ র ও রর
ঘ র ও ররর
নিচের বাক্যটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে।
৩. পরমাণুটির ভরসংখ্যা কত?
ক ১০
খ ১৬
● ১৮
ঘ ২৬
৪. উদ্দীপকের মৌলটি কী?
ক অক্সিজেন
খ সালফার
গ সোডিয়াম
● নিয়ন
৯. কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
ক ১৮৩২
খ ১৯০৩
গ ১৯২০
● ১৯৩২
১০. কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
ক কপার
খ সোডিয়াম
গ নাইট্রোজেন
● হাইড্রোজেন
১১. পরমাণুর ২য় সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
● ৮
খ ১২
গ ১৬
ঘ ১৮
১২. ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়-
ক ১৬০৩ সালে
খ ১৭০৩ সালে
● ১৮০৩ সালে
ঘ ১৯০৩ সালে
১৩. একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে-
● অণু
খ আয়ন
গ পরমাণু
ঘ অ্যানায়ন
১৪. কোন মৌলগুলোর যোজনী দুই?
ক ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন
খ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম
● ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কার্বন
ঘ নাইট্রোজেন, ফসকরাস, কার্বন
১৫. ক্লোরিনের যোজনী কত?
● ১
খ ২
গ ৩
ঘ ৪
১৬. কার্বনের আইসোটোপ কয়টি?
ক ১
খ ২
● ৩
ঘ ৪
১৭. মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা হতে নিচের কোনটি জানা যায়?
ক মৌলের প্রতীক
খ অণুর গঠন
গ মৌলের ভর
● নিউট্রন সংখ্যা
১৮. বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
ক প্রোটন
খ ইলেকট্রন
গ নিউট্রন
● আইসোটোপ
৩৩. একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে?
● ভরসংখ্যা
খ পারমাণবিক সংখ্যা
গ পারমাণবিক ভর
ঘ ইলেকট্রন সংখ্যা
৩৪. কোনো মৌলের ভরসংখ্যা ২৩ এবং প্রোটন সংখ্যা ১১ হলে তার নিউট্রন সংখ্যা কত?
ক ১১
● ১২
গ ১৩
ঘ ১৪
৩৫. কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
ক ৪
● ৬
গ ১২
ঘ ১৬
৩৬. কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?
ক ৬
● ৭
গ ৮
ঘ ৯
৩৭. হিলিয়াম পরমাণু বেশি স্থিতিশীল কেন?
● শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ বলে
খ নিউক্লিয়াসে দুটি ইলেকট্রন বিদ্যমান বলে
গ শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে বলে
ঘ আকারে বেশ বড় বলে
৩৮. কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৫, ভরসংখ্যা ৩১। ঐ মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক ১৫
● ১৬
গ ২০
ঘ ৩০
৩৯. লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি?
ক ২, ৪
খ ২, ৮, ১
● ২, ১
ঘ ২, ৮, ২
৪০. প্রতিটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে-
র. আকারে
রর. ভরে
ররর. ধর্মে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
● র, রর ও ররর
৪১. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭ বলতে বোঝায়-
র. নাইট্রোজেনের প্রোটন সংখ্যা ৭
রর. ২য় স্তরে ৫টি ইলেকট্রন আছে
ররর. পারমাণবিক ভর ৭
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫২. কে পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশের নাম দেন Atomos? (জ্ঞান)
ক ডাল্টন
খ অ্যারিস্টটল
গ প্লেটো
● ডেমোক্রিটাস
৫৩. পরমাণুর গঠন সম্বন্ধে ভালো ধারণা দেন নিচের কোন বিজ্ঞানী?(অনুধাবন)
ক অ্যাভোগেড্রো
খ ডাল্টন
● রাদারফোর্ড
ঘ নিউটন
৫৪. পরমাণুর সকল আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? (জ্ঞান)
ক ইলেকট্রনে
খ নিউট্রনে
গ প্রোটনে
● নিউক্লিয়াসে
৫৫. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন একত্রে কী সৃষ্টি করে? (জ্ঞান)
ক অণু
● পরমাণু
গ যৌগ
ঘ মূলক
৫৬. কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান? (অনুধাবন)
● ইলেকট্রন
খ প্রোটন
গ নিউট্রন
ঘ পজিট্রন
৫৭. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি? (অনুধাবন)
ক প্রোটন
খ নিউট্রন
● ইলেকট্রন
ঘ নিউক্লিয়াস
৫৮. পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন?(জ্ঞান)
ক খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে
খ ১০০ খ্রিষ্টাব্দে
● খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে
ঘ ৪০০ খ্রিষ্টাব্দে
৫৯. পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে কেন? (অনুধাবন)
● সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায়
খ সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকায়
গ সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকায়
ঘ সমান সংখ্যক নিউট্রন থাকায়
৬০. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অংশগ্রহণ করে? (অনুধাবন)
ক প্রোটন
খ ইলেকট্রন
গ অণু
● পরমাণু
৬১. পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা প্রথম কোথায় উল্লিখিত হয়েছে? (প্রয়োগ)
ক ডাল্টনের পরমাণুবাদে
খ রাদারফোর্ডের পরমাণু মডেলে
● বোরের পরমাণু মডেলে
ঘ অ্যাভোগেড্রোর সূত্রে
৬২. রাদারফোর্ড ও বোর পরীক্ষা দ্বারা কী আবিষ্কার করেন? (অনুধাবন)
● পরমাণুর নিউক্লিয়াস
খ ইলেকট্রনের বিচরণক্ষেত্র
গ পরমাণুর আকৃতি
ঘ পরমাণুর চার্জ
৬৩. “পরমাণুর ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে”- এ ধারণা কোন বিজ্ঞানীর? (জ্ঞান)
ক রাদারফোর্ড
খ জন ডাল্টন
গ অ্যারিস্টটল
● বোর
৬৪. Atomos শব্দের অর্থ কী?
ক স্থিতিশীল
খ নিষ্ক্রিয়
গ বিভাজ্য
● অবিভাজ্য
৬৫. জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ প্রকাশ করেন-
ক ১৮০১ সালে
খ ১৮০২ সালে
● ১৮০৩ সালে
ঘ ১৮০৪ সালে
৮৫. যেসব অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদের কী বলা হয়? (জ্ঞান)
ক আইসোবার
খ আইসোমার
● তেজস্ক্রিয় আইসোটোপ
ঘ তেজস্ক্রিয়তা
৮৬. তেজস্ক্রিয় আইসোটোপের কোন ধর্ম বিভিন্ন কাজে লাগানো হয়? (জ্ঞান)
ক স্থায়ী
খ অস্থায়ী
গ তেজস্ক্রিয়
● বিকিরণ
৮৭. ফলমূলকে জীবাণুমুক্ত করতে কোন তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করা হয়? (জ্ঞান)
ক আলফা
● গামা
গ বিটা
ঘ পাই
৮৮. কোন ধরনের মৌলের নিউক্লিয়াসের স্থিতিশীলতা খুব কম থাকে? (জ্ঞান)
● তেজস্ক্রিয়
খ গ্যাসীয়
গ আয়নিত
ঘ ক্ষারীয়
৮৯. ক্যান্সার কোষ কীভাবে নির্ণয় করা যায়? (জ্ঞান)
ক বিশেষ ধরনের মৌলের দ্বারা
খ বিশেষ ধরনের যৌগের দ্বারা
● আইসোটোপ দ্বারা
ঘ প্রোটন ও ইলেকট্রন দ্বারা
৯৩. উক্ত আইসোটোপ কোন মৌলের? (প্রয়োগ)
ক পটাসিয়াম
● ফসফরাস
গ প্লাডিনিয়াম
ঘ ইউরেনিয়াম
৯৪. উক্ত আইসোটোপ কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? (উচ্চতর দক্ষতা)
ক ক্যান্সার নিরাময়ে
খ থাইরয়েড চিকিৎসায়
● পতঙ্গ নিয়ন্ত্রণে
ঘ উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণে
৯৬. সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? (জ্ঞান)
● ৮
খ ৯
গ ১০
ঘ ১১
৯৭. চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? (জ্ঞান)
ক ১৮
খ ২০
গ ২৪
● ৩২
৯৮. মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
● ইলেকট্রন বিন্যাস
খ ভর সংখ্যা
গ আয়ন সংখ্যা
ঘ নিউক্লিয়ন সংখ্যা
৯৯. পরমাণুর কক্ষপথগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক ঘূর্ণায়মান পথ
● শক্তিস্তর
গ ইলেকট্রন বিন্যাস
ঘ নিউক্লিয়ন সংখ্যা
১০০. সোডিয়াম পরমাণুর শক্তিস্তর কয়টি? (জ্ঞান)
ক ১
খ ২
● ৩
ঘ ৪
১০১. আর্গন এর পরমাণবিক সংখ্যা ১৮, এর ইলেকট্রন বিন্যাস কোনটি?(অনুধাবন)
ক ২, ৮, ২
● ২, ৮, ৮
গ ২, ৮, ১
ঘ ২, ৮, ৩
১০২. ক্লোরিনের প্রোটন সংখ্যা ১৭, এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ২, ৮, ১
● ২, ৮, ৭
গ ২, ৮, ৮, ১
ঘ ২, ৮, ৮, ২
১০৩. ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা ৯, এর ইলেকট্রন বিন্যাস কোনটি? (অনুধাবন)
ক ২, ৬
খ ২, ৮
● ২, ৭
ঘ ২, ৯
১১৬. আধানযুক্ত পরমাণুকে কী বলে? (জ্ঞান)
● আয়ন
খ ক্যাটায়ন
গ অ্যানায়ন
ঘ যৌগমূলক
১১৭. একটি পরমাণু ধনাত্মক আধান প্রদর্শন করবে কখন? (অনুধাবন)
● ইলেকট্রন দান করলে
খ ইলেকট্রন গ্রহণ করলে
গ ইলেকট্রন দান বা গ্রহণ করলে
ঘ আধান নিরপেক্ষ হলে
১১৮. একটি পরমাণু ঋণাত্মক আধান কখন হবে? (অনুধাবন)
ক ইলেকট্রন দান করলে
● ইলেকট্রন গ্রহণ করলে
গ ইলেকট্রন দান অথবা গ্রহণ করলে
ঘ নিষ্ক্রিয় হলে
১১৯. অ্যানায়ন কী? (জ্ঞান)
ক ধনাত্মক আয়ন
খ ধনাত্মক তড়িৎদ্বার
● ঋণাত্মক আয়ন
ঘ ঋণাত্মক তড়িৎদ্বার
১২০. একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? (অনুধাবন)
ক ঋণাত্মক আয়নে
● ধনাত্মক আয়নে
গ নিরপেক্ষ পরমাণুতে
ঘ অস্থিতিশীল পরমাণুতে
১২১. কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক ক্যাটায়ন
খ আইসোটোপ
● অ্যানায়ন
ঘ তেজস্ক্রিয় মৌল
১২২. নিচের কোনটি নিষ্ক্রিয় পরমাণুরূপে অবস্থান করে? (অনুধাবন)
● নিয়ন
খ হাইড্রোজেন
গ হাইড্রোজেন ক্লোরাইড
ঘ ক্লোরিন
১২৩. সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারালে তার ইলেকট্রন বিন্যাস কিরূপ হয়? (প্রয়োগ)
● ২, ৮
খ ২, ৮, ১
গ ২, ৮, ৮
ঘ ২, ৮, ৩
►► আরো দেখো: ৮ম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post