৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় mcq : বিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক : এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে।
অভিকর্ষ : পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে।
ভর : ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। বস্তুর ভর বস্তুর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। এর একক কিলোগ্রাম বা কেজি ।
৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় mcq
১. ভরের একক কী?
ক গ্রাম
● কিলোগ্রাম
গ কুইন্টাল
ঘ নিউটন
২. বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক?
ক অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়
খ বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই ভর
● বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর
ঘ ভরের একক নিউটন
৪. বস্তুদ্বয়ের ভরের গুণফল ৩৬০০ গ্রাম২ হলে বলের কী পরিবর্তন হবে?
ক অর্ধেক হবে
খ দ্বিগুণ হবে
● তিনগুণ হবে
ঘ চারগুণ হবে
৫. পৃথিবীপৃষ্ঠে ১০০ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
ক ৯.৮ নিউটন
● ৯৮০ নিউটন
গ ৯৮০ কেজি
ঘ ৯৮ নিউটন
৬. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
● মেরু অঞ্চলে
খ ভূ-পৃষ্ঠে
গ পাহাড়ে
ঘ চাঁদে
৭. ‘ম’ এর মান পৃথিবীর কেন্দ্রে কত?
ক ৯.৮ মি./সে২
খ ৯.৮ মি.সে.
গ ৯২ মি.সে/২
● ০
৮. পৃথিবীতে তোমার ভর ৪২ কেজি। তোমার ওজন কত?
ক ৯.৮ নিউটন
খ ৯৮ নিউটন
গ ১৯.৬ নিউটন
● ৪১১.৬ নিউটন
৯. একটি বস্তুর ভর ৫০ কেজি। এর ওজন কত?
● ৪৯০ নিউটন
খ ৩৯০ নিউটন
গ ৪.৯০ নিউটন
ঘ ০.৪৯ নিউটন
১২. ভূ-পৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কী পরিবর্তন হবে?
ক সমান হবে
● কম হবে
গ বেশি হবে
ঘ ১৬ অংশ হবে
১৩. কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কী বলে?
● ওজন
খ অভিকর্ষ
গ মহাকর্ষ
ঘ অভিকর্ষ ত্বরণ
১৪. কোথায় বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
● পৃথিবীর কেন্দ্রে
খ পৃথিবীর উপরে
গ মেরু অঞ্চলে
ঘ বিষুবীয় অঞ্চলে
১৫. ৫ কেজি ভরের কোনো বস্তুকে চাঁদে নিলে তার ওজন কত হবে?
● ৮.১৭ নিউটন
খ ৪৯.০১ নিউটন
গ ৪৯.১৫ নিউটন
ঘ ৪৮.৯০ নিউটন
১৬. নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের কী পরিবর্তন হবে?
ক চারগুণ
খ অর্ধেক
গ এক-তৃতীয়াংশ
● এক-চতুর্থাংশ
১৭. প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কী?
ক ভস্টক-১
খ ল্যান্ডসেট-১
গ স্পুটনিক-১
● এক্সপ্লোরার-১
১৮. মেরু অঞ্চলে ‘ম’ এর মান কত?
ক ৯.৭৮ মিটার/সেকেন্ড২
খ ৯.৭৯ মিটার/সেকেন্ড২
গ ৯.৮১ মিটার/সেকেন্ড২
● ৯.৮৩ মিটার/সেকেন্ড২
১৯. চাঁদে ১৬.৩০ নিউটন ওজনের বস্তুর পৃথিবীতে ভর কত কিলোগ্রাম?
ক ১ ● ১০
গ ৯৮
ঘ ১০০
২০. দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হলে আকষর্ণ বল কত হবে?
ক অর্ধেক
খ এক-তৃতীয়াংশ
● দ্বিগুণ
ঘ তিনগুণ
২১. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
● অভিকর্ষ
খ মহাকর্ষ
গ ত্বরণ
ঘ ধ্রুবক
২২. বস্তুর ভর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন ঘটে?
ক বৃদ্ধি পায়
খ সমান থাকে
● সমানুপাতে বৃদ্ধি ঘটে
ঘ ব্যস্তানুপাতে বৃদ্ধি পায়
২৩. পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত কত?
ক ১ : ৮
খ ৩ : ১
গ ১ : ৬
● ৬ : ১
২৪. কোনো বস্তুর ভর পৃথিবীতে ৪০ কেজি হলে চাঁদে ভর কত হবে?
ক ৬.৬ কেজি
● ৪০ কেজি
গ ২৪০ কেজি
ঘ ৩৯২ কেজি
২৫. অভিকর্ষজ ত্বরণের একক কোনটি?
ক মিটার/সেকেন্ড
● মিটার/সেকেন্ড২
গ নিউটন/মিটার
ঘ নিউটন/গ্রাম
২৬. ওজনের একক কোনটি?
● নিউটন
খ কিলোগ্রাম
গ মিটার
ঘ ভোল্ট
২৭. বিষুব অঞ্চলে কোনো বস্তুর ওজন কম হয় কেন?
ক বলের মান বেশি বলে
খ ম-এর মান বেশি বলে
● ম-এর মান কম বলে
ঘ পৃথিবীর ব্যাসার্ধ বেশি বলে
৩৪. নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে-
র. মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে
রর. আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক
ররর. আকর্ষণ বলের মান বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
নাফিস ও সাকিবের ভর যথাক্রমে ৪০ কেজি ও ৫০ কেজি, এরা দুজন ঘনিষ্ঠ বন্ধু।
৩৫. ভূ-পৃষ্ঠে নাফিসের ওজন কত নিউটন?
ক ৯.৮
খ ৩৬০
গ ৩৭০
● ৩৯২
৪৩. কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে? (জ্ঞান)
ক অভিকর্ষ
খ সৌরশক্তি
● মহাকর্ষ
ঘ মাধ্যাকর্ষণ
৪৬. মহাকর্ষ বলের ক্রিয়াপথের প্রকৃতি কিরূপ? (অনুধাবন)
ক বৃত্তাকার
খ চক্রাকার
● সরলরৈখিক
ঘ বেলনাকার
৪৭. বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কিরূপ হয়? (অনুধাবন)
ক বেশি হয়
● কম হয়
গ ব্যস্তানুপাতিক হয়
ঘ দ্বিগুণ হয়
৪৮. দুটি বস্তুর মধ্যকার দূরত্ব তিনগুণ করলে মহাকর্ষ বল কত হবে? (অনুধাবন)
ক ছয়গুণ
খ তিনগুণ
গ তিনভাগের এক ভাগ
● নয় ভাগের এক ভাগ
৫০. মহাকর্ষ সূত্রানুসারে, নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল কত হবে? (প্রয়োগ)
ক চারগুণ
খ তিনগুণ
● দ্বিগুণ
ঘ অর্ধেক
৫১. নিচের কোনটির জন্য গ্রহ ও নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে চলে, কখনই একে অপরের সাথে ধাক্কা লাগে না? (প্রয়োগ)
ক অভিকর্ষ বল
খ মহাকর্ষীয়
গ ধ্রুবক
● মহাকর্ষ বল
৫৪. মহাকর্ষ বল নির্ভর করে কোনটির ওপর? (জ্ঞান)
ক বস্তুর আকৃতি
খ মাধ্যমের প্রকৃতি
গ বস্তুর প্রকৃতি
● বস্তুর ভর
৫৫. কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
● পৃথিবীর কেন্দ্রে
খ চাঁদে
গ বিমানে
ঘ মঙ্গল গ্রহে
৫৬. মহাকর্ষ সূত্র কে প্রদান করেন?
ক গ্যালিলিও
● নিউটন
গ কেপলার
ঘ আইনস্টাইন
৫৭. মহাকর্ষ সূত্রানুসারে- (প্রয়োগ)
র. বস্তুদ্বয়ের ভরের গুণফল তিনগুণ হলে বল দ্বিগুণ হবে
রর. বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বল এক চতুর্থাংশ হবে
ররর. বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৩. বস্তুর কোন ধর্ম বস্তুর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না? (জ্ঞান)
ক ওজন
● ভর
গ ত্বরণ
ঘ শক্তি
৮৪. কত কিলোগ্রামে এক টন হয়? (জ্ঞান)
ক ১০ কিলোগ্রামে
● ১,০০০ কিলোগ্রামে
গ ১০০ কিলোগ্রামে
ঘ ১০,০০০ কিলোগ্রামে
৮৫. অল্প মানের ভরকে কোন এককে মাপা হয়? (জ্ঞান)
ক লিটারে
খ মিলিগ্রামে
● গ্রামে
ঘ ডেকাগ্রামে
৮৬. বস্তুর ভর কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক বস্তুর অবস্থান পরিবর্তন
● উপাদানের সংখ্যা ও সংযুক্তি
গ বস্তুর আকৃতি পরিবর্তন
ঘ বস্তুর গতির পরিবর্তন
৮৭. নির্দিষ্ট কোনো বস্তুর ওজনের মান নিচের কোনটির ওপর নির্ভরশীল?
(অনুধাবন)
● অভিকর্ষীয় ত্বরণ
খ মহাকর্ষীয় ধ্রুবক
গ ভর
ঘ সময়
৮৮. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি? (অনুধাবন)
● কিলোগ্রাম
খ গ্রাম
গ পাউন্ড
ঘ মণ
১০৩. ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন বিষুব অঞ্চলে কত হবে? (জ্ঞান)
● ৯.৭৮ নিউটন
খ ৯.৮০ নিউটন
গ ৯.৮৩ নিউটন
ঘ ৯.৯৭ নিউটন
১০৪. ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ৪৮০ নিউটন। বস্তুটি চাঁদে নিয়ে গেলে এর ওজন কত হবে? (প্রয়োগ)
ক ৪৮০ নিউটন
খ ৩৬০ নিউটন
গ ১২০ নিউটন
● ৮০ নিউটন
১০৫. ভূপৃষ্ঠে ১ কেজি ভরের কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে চাঁদে ঐ বস্তুর ওজন কত হবে? (প্রয়োগ)
ক ৯.৮ নিউটন
খ ১/৬ নিউটন
● ১.৬৩ নিউটন
ঘ শূন্য
১১১. কোনো বস্তুর ওজনের মান নির্ভর করে কোনটির ওপর? (জ্ঞান)
ক ভর
খ সময়
● অভিকর্ষজ ত্বরণ
ঘ মহাকর্ষীয় ধ্র“বক
১১২. এই মহাবিশ্বে যেকোনো দুটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক মাধ্যমের প্রকৃতি
খ বস্তুদ্বয়ের আকৃতি
● দূরত্ব
ঘ বস্তুদ্বয়ের প্রকৃতি
১১৩. বিষুবীয় অঞ্চলে ম-এর মান কত? (জ্ঞান)
● ৯.৭৮ মিটার/সেকেন্ড২
খ ৯.৮০ মিটার/সেকেন্ড২
গ ৯.৮৩ মিটার/সেকেন্ড২
ঘ ৯.৮৭ মিটার/সেকেন্ড২
১১৪. পৃথিবীর কেন্দ্র থেকে কোন অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে কম? (জ্ঞান)
ক বিষুবীয় অঞ্চলের
খ ক্রান্তীয় অঞ্চলের
গ নিরক্ষীয় অঞ্চলের
● মেরু অঞ্চলের
১১৫. ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজনের কী পরিবর্তন ঘটে? (অনুধাবন)
ক বাড়ে
● কমে
গ একই থাকে
ঘ শূন্য হয়
১১৮. কোনো বস্তুকে পাহাড়ের চূড়ায় বা খনির ভেতরে নিয়ে গেলে এর ওজনের কী তারতম্য হবে? (প্রয়োগ)
ক ওজন বেশি হবে
খ ওজন একই থাকবে
গ বল বেশি হবে
● ওজন কম হবে
১১৯. পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বস্তুর দূরত্ব বাড়ার সাথে সাথে ঐ বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক বাড়তে থাকে
● কমতে থাকে
গ শূন্য হয়
ঘ অপরিবর্তিত থাকে
১২০. কোনো স্থানের ব্যাসার্ধ কমলে ‘ম’ এর মানের কী পরিবর্তন হয়? (প্রয়োগ)
ক কমে
খ তিনগুণ হয়
● বাড়ে
ঘ সমানুপাতিক হয়
১২১. কোনো বস্তুর রাঙ্গামাটিতে ওজন ঢাকার তুলনায় কম কেন? (উচ্চতর দক্ষতা)
ক দক্ষিণে অবস্থিত বলে
খ পৃথিবীর আকর্ষণ বল বেশি বলে
গ সাগরের কাছাকাছি বলে
● অনেক উঁচুতে থাকায়
১২২. নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে?
ক ২ গুণ
খ ৪ গুণ
গ ১/২ গুণ
● ১/৪ গুণ
►► আরো দেখো: ৮ম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post