৮ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় mcq : মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন : হাইড্রোজেন (H), অক্সিজেন (O), ক্যালসিয়াম (Ca) ইত্যাদি। কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।
যেমন : হাইড্রোজেন (H2), হাইড্রোজেন ক্লোরাইড (HCl)। যোজনী : কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে।
৮ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় mcq
১০. মোমে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে?
● রাসায়নিক
খ তাপ
গ আলোক
ঘ শব্দ
১৩. সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে কোন লবণটি তৈরি হয়?
● সোডিয়াম ক্লোরাইড
খ সোডিয়াম কার্বনেট
গ সোডিয়াম নাইট্রেট
ঘ সোডিয়াম সালফেট
১৪. ফসফেট মূলকের যোজনী কত?
ক ৪
● ৩
গ ২
ঘ ১
১৬. নাইট্রিক এসিডের একটি অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান?
● ১
খ ২
গ ৩
ঘ ৪
১৯. শিহাব একটি বীকারে কিছু চুন নিয়ে তাতে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করে বীকারে কী ধরনের বিক্রিয়া ঘটবে?
ক দহন
● প্রশমন
গ সংযোজন
ঘ প্রতিস্থাপন
২০. কোন মৌলটি অধাতু?
ক সোডিয়াম
খ আয়রন
গ সিলভার
● আয়োডিন
৩২. সালফারের বর্ণ কেমন?
ক সাদা
খ কমলা
● হলুদ
ঘ নীল
৩৩. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
ক এসিড ও ক্ষারক
খ ক্ষার ও ক্ষারক
গ এসিড ও ক্ষার
● লবণ ও পানি
৫৭. কোনো মৌলের যোজনী নিরূপণের সময় কোন পরমাণুর যোজনীকে একক ধরা হয়? (জ্ঞান)
ক ক্লোরিন
খ অক্সিজেন
গ নাইট্রোজেন
● হাইড্রোজেন
৪৭. পৃথিবীতে কয়টি মৌল আছে? (জ্ঞান)
ক ৯২
খ ১০৮
● ১১৮
ঘ ১৩২
৪৮. রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে কয় শ্রেণিতে ভাগ করেছেন? (জ্ঞান)
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
৪৯. মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে? (জ্ঞান)
ক সংকেত
খ অণু
● প্রতীক
ঘ পরমাণু
৫১. অণুর সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? (জ্ঞান)
ক প্রতীক
● সংকেত
গ পরমাণু
ঘ কণা
৫২. একটি অণুতে কী কী পরমাণু আছে তা কী থেকে জানা যায়? (জ্ঞান)
● সংকেত
খ প্রতীক
গ বিক্রিয়া
ঘ চিহ্ন
৫৩. মৌলের প্রতীক নিচের কোনটি প্রকাশ করে? (অনুধাবন)
● মৌলের একটি পরমাণু
খ মৌলের একটি অণু
গ মৌলের নামের প্রথম অক্ষর
ঘ মৌলের ল্যাটিন নাম
৫৪. অ্যালুমিনিয়ামের যোজনী কত? (জ্ঞান)
ক ১
খ ২
● ৩
ঘ ৪
৬৫. সালফেট যৌগমূলকের যোজনী কত? (জ্ঞান)
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
৮২. একটি রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়? (জ্ঞান)
● দুটি
খ তিনটি
গ চারটি
ঘ পাঁচটি
৮৩. যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কী বলে? (জ্ঞান)
ক বিক্রিয়াজাত পদার্থ
খ উৎপাদ
গ বিক্রিয়া
● বিক্রিয়ক
৮৪. রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ উৎপন্ন হয়, তাদের কী বলে? (জ্ঞান)
● বিক্রিয়াজাত পদার্থ
খ উৎপাদ
গ বিক্রিয়া
ঘ বিক্রিয়ক
৮৫. রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুসমূহের কী ঘটে? (জ্ঞান)
ক পুনউৎপাদন
● পুনর্বিন্যাস
গ পরমাণু বিন্যাস
ঘ পরমাণুকরণ
৯০. জিঙ্কের সাথে সালফিউরিক এসিডের রাসায়নিক বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? (জ্ঞান)
● হাইড্রোজেন
খ অক্সিজেন
গ সালফার ডাইঅক্সাইড
ঘ কার্বন ডাইঅক্সাইড
৯১. রাসায়নিক সমীকরণের তীর বা সমান চিেহ্নর বাম দিকে কী লিখতে হয়? (জ্ঞান)
ক বিক্রিয়াজাত পদার্থ
● বিক্রিয়ক
গ উৎপাদ
ঘ পরমাণুবিন্যাস
৯২. যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সে প্রক্রিয়াকে কী বলে? (অনুধাবন)
ক বিক্রিয়ক
খ উৎপাদ
● রাসায়নিক বিক্রিয়া
ঘ পরিবর্তন
৯৫. ১নং বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থের সাধারণ নাম কী? (অনুধাবন)
ক সালফার
খ অক্সিজেন
● সালফার ডাইঅক্সাইড
ঘ সালফার অক্সাইড
৯৬. উদ্দীপক থেকে বলা যায় (উচ্চতর দক্ষতা)
র. উভয় বিক্রিয়ায় প্রতীক, সংকেত ও চিহ্ন ব্যবহার হয়েছে
রর. ২নং বিক্রিয়ায় যৌগমূলকটি পরমাণুর ন্যায় যৌগ গঠনে অংশ নেয়
ররর. ১নং বিক্রিয়ার প্রথম বিক্রিয়কের যোজনী ২
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১০৫. অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটি কী ধরনের বিক্রিয়া? (প্রয়োগ)
ক বিযোজন
খ দহন
গ প্রশমন
● সংযোজন
১১১. দহন বিক্রিয়ার সময় কী উৎপন্ন হয়? (জ্ঞান)
● তাপ
খ বিদ্যুৎ
গ চাপ
ঘ শব্দ
১১২. দহন চামচে সালফারকে উত্তপ্ত করলে কোন বর্ণের শিখা পাওয়া যায়? (জ্ঞান)
● নীল
খ লাল
গ সবুজ
ঘ হালকা নীল
১১৩. কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার জন্য অক্সিজেন অত্যাবশ্যক? (জ্ঞান)
ক সংযোজন
খ প্রশমন
● দহন
ঘ বিনিময়
১১৪. স্বাভাবিক তাপ ও চাপে সালফার কী অবস্থায় থাকে? (অনুধাবন)
● কঠিন
খ তরল
গ গ্যাসীয়
ঘ বাষ্পীয়
১২১. দহন বিক্রিয়ায় দরকার হয়- (অনুধাবন)
র. অক্সিজেন
রর. তাপ
ররর. আলো
নিচের কোনটি সঠিক?
● র
খ র ও রর
গ র ও ররর
ঘ রর ও ররর
১২২. দহনে উৎপন্ন হয়- (প্রয়োগ)
র. গ্যাস
রর. আলো ও তাপ
ররর. শব্দ ও স্ফুলিঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক র
● র ও রর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
১২৮. তুঁত কী রঙের পদার্থ? (জ্ঞান)
ক হালকা নীল
● নীল
গ সবুজ
ঘ নীলাভ
১২৯. আয়রন সালফেট কী বর্ণের পদার্থ? (জ্ঞান)
ক সবুজ
● হালকা সবুজ
গ গাঢ় সবুজ
ঘ নীলাভ
১৩০. লোহার গুঁড়া ও তুঁতের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কী যৌগ উৎপন্ন হয়? (জ্ঞান)
● আয়রন সালফেট
খ কপার সালফেট
গ লোহা
ঘ কপার
১৩২. চুনাপাথর কার প্রভাবে ভেঙে ঈঙ২ তৈরি করে? (জ্ঞান)
ক চাপ
খ জলীয় বাষ্প
● তাপ
ঘ অক্সিজেন
১৩৩. তুঁতে স্বাভাবিক অবস্থায় কী প্রকৃতির হয়? (জ্ঞান)
● কঠিন
খ তরল
গ গ্যাসীয়
ঘ বাষ্পীয়
১৩৪. তুঁতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করা হলে তলানিরূপে কী জমা হয়? (অনুধাবন)
● আয়রন সালফেট
খ দস্তা
গ ম্যাগনেসিয়াম
ঘ লোহার গুঁড়া
১৩৬. কার্বন ডাইঅক্সাইড চুনের পানির সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে? (অনুধাবন)
ক চুন
খ ক্যালসিয়াম
● চুনাপাথর ঘ তুঁতে
১৩৭. পটাসিয়াম ক্লোরেটকে তাপে বিযোজিত করা হলে কী গ্যাস উৎপন্ন হয়? (অনুধাবন)
● অক্সিজেন
খ ক্লোরিন
গ হাইড্রোজেন
ঘ অ্যামোনিয়া
নিচের অনুচ্ছেদটি লক্ষ কর এবং ১৪১ ও ১৪২ নং প্রশ্নের উত্তর দাও :
লিজা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল। অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করল। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রা পরিবর্তন লক্ষ করল।
১৪১. বিকারে উল্লেখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে?
● প্রশমন
খ বিয়োজন
গ দহন
ঘ সংযোজন
১৪২. উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে বিক্রিয়ার উৎপন্ন হবে-
র. ক্যালসিয়াম এসিটেট
রর. ক্যালসিয়াম কার্বনেট
ররর. পানি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৪৩. চুনে ভিনেগার যোগ করলে কী বিক্রিয়া সম্পন্ন হয়?
ক সংশ্লেষণ
খ প্রতিস্থাপন
গ বিয়োজন
● প্রশমন
১৪৬. লাইম ওয়াটার কী? (জ্ঞান)
ক চুন
● চুনের পানি
গ চুনাপাথর
ঘ সাইট্রিক এসিড
১৪৭. খাবার সোডার অন্য নাম কী? (জ্ঞান)
● বেকিং সোডা
খ ভিনেগার
গ বেকিং সস
ঘ সোডিয়াম গ্লুটামেট
১৪৮. লেবুর রস ও বেকিং সোডা বিক্রিয়া করে কোন গ্যাসের বুদবুদ তৈরি হয়? (জ্ঞান)
ক অক্সিজেন
খ নাইট্রোজেন
গ কার্বন মনোক্সাইড
● কার্বন ডাইঅক্সাইড
১৪৯. ভিনেগার কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক ক্ষার
খ ক্ষারক
গ লবণ
● অম্ল
১৫০. চুন কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক অম্লীয়
● ক্ষারীয়
গ নিরপেক্ষ
ঘ লবণ
১৫১. ক্যালসিয়াম এসিটেট কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক অম্লীয়
খ ক্ষারীয়
● নিরপেক্ষ
ঘ লবণ
১৫২. সাইট্রিক এসিড কী ধরনের এসিড? (অনুধাবন)
● জৈব
খ খনিজ
গ অজৈব
ঘ তীব্র
১৫৩. চুন + এসিটিক এসিড – ক্যালসিয়াম এসিটেট + পানি এই বিক্রিয়াকে কী বলা হয়? (প্রয়োগ)
ক বিযোজন
● প্রশমন
গ সংযোজন
ঘ প্রতিস্থাপন
১৫৫. নিচের কোনটি অম্লধর্মী? (উচ্চতর দক্ষতা)
● লেবুর রস
খ চুন
গ চুনের পানি
ঘ বেকিং সোডা
নিচের অনুচ্ছেদ পড় এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
চুনের সাথে ভিনেগারের বিক্রিয়ায় ক্যালসিয়াম এসিটেট ও পানি উৎপন্ন হয়।
১৫৭. বিক্রিয়াটি কী ধরনের? (অনুধাবন)
ক দহন
খ প্রতিস্থাপ
গ বিয়োজন
● প্রশমন
১৫৮. উদ্দীপকের বিক্রিয়ায়- (প্রয়োগ)
র. চুন ক্ষারীয় পদার্থ
রর. ভিনেগার অম্লধর্মী পদার্থ
ররর. ক্যালসিয়াম এসিটেট নিরপেক্ষ পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
১৬০. টর্চ লাইটের ব্যাটারিকে কী বলে? (জ্ঞান)
ক কোষ
● শুষ্ককোষ
গ টর্চ ব্যাটারি
ঘ সাধারণ কোষ
১৬১. বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে কী বলে? (জ্ঞান)
● ক্যাথোড
খ অ্যানায়ান
গ অ্যানোড
ঘ ক্যাটায়ন
১৬২. যেসব যৌগ দ্রবণে বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদের কী বলে? (জ্ঞান)
ক তড়িৎ বিশ্লেষ্য
● তড়িৎ অবিশ্লেষ্য
গ তড়িৎ বিশ্লেষণ
ঘ তড়িৎদ্বার
১৬৩. যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে কী বলে? (জ্ঞান)
ক অ্যানোড
খ সংযোগকারী তারগ তড়িৎদ্বার
● ক্যাথোড
১৬৪. ব্যাটারির মধ্যে শক্তি কিরূপে সঞ্চিত থাকে? (জ্ঞান)
● রাসায়নিক শক্তি
খ গতিশক্তি
গ সঞ্চিত শক্তি
ঘ তাপশক্তি
১৬৮. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? (অনুধাবন)
ক গ্লুকোজ
খ অকটেন
গ পেট্রল
● এসিড মিশ্রিত পানি
১৬৯. শুষ্ককোষে ধনাত্মক দণ্ড হিসেবে কী ব্যবহৃত হয়? (অনুধাবন)
ক তামা
খ দস্তা
● কার্বন দণ্ড ঘ লোহা
১৭০. চিনি কী ধরনের পদার্থ? (অনুধাবন)
● তড়িৎ অবিশ্লেষ্য
খ তড়িৎ বিশ্লেষ্য
গ তড়িৎ সুপরিবাহী
ঘ তড়িৎ কুপরিবাহী
১৭১. সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ঋণাত্মক তড়িৎদ্বারে কী সৃষ্টি হয়? (প্রয়োগ)
ক পানি
● সোডিয়াম ধাতু
গ ক্লোরিন
ঘ NaCl
►► আরো দেখো: ৮ম শ্রেণির বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বিজ্ঞান ৮ম অধ্যায় mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post