৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৫ : কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বনিত্মক শব্দ বলে। যেমন : ঘেউ ঘেউ (কুকুরের ডাক বা ধবনি) মড় মড় গোছ তেঙে পড়ার শব্দ) ঠাঠা (রোদের তীব্রতার অনুভব)।
ধবন্যাত্বক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সুক্ষ অনুভূতির প্রতীক।
৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৫
১. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ ছম ছম
গ ঘচঘচ
ঘ মিউ মিউ
২. ‘গুড়গুড়’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
৩. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক খক খক
খ ছম ছম
গ কল কল
ঘ মিউ মিউ
৪. ‘চোঁ চোঁ’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
৫. বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক ট্যা ট্যা
খ কুট কুট
গ ঘচঘচ
ঘ মিউ মিউ
৬. ‘কা কা’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ বস্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ জীবজন্তুর
৭. মানুষের ধ্বনির অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ চোঁ চোঁ
গ গর গর
ঘ মিউ মিউ
৮. ‘ট্যা ট্যা’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক অনুভূতিজাত কাল্পনিক
খ জীবজন্তুর
গ মানুষের
ঘ বস্তুর
৯. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকৃতি কোনটি?
ক হি হি
খ ঠা ঠা
গ ঝম ঝম
ঘ মিউ মিউ
১০. ‘কলকল’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ অনুভূতিজাত কাল্পনিক
গ জীবজন্তুর
ঘ বস্তুর
১১. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক মড় মড়
খ ছম ছম
গ ঘচঘচ
ঘ গর গর
১২. ‘কুট কুট’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক জীবজন্তুর
খ মানুষের
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
১৩. বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক ভেউ ভেউ
খ কুট কুট
গ মড়মড়
ঘ মিউ মিউ
১৪. ‘কুহু কুহু’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
১৫. মানুষের ধ্বনির অনুকৃতি কোনটি?
ক হি হি
খ মড় মড়
গ ঘচঘচ
ঘ কা কা
১৬. ‘খক খক’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
১৭. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকৃতি কোনটি?
ক ঝমঝম
খ ঝিকিমিকি
গ খকখক
ঘ মিউ মিউ
১৮. ‘ঝমঝম’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক অনুভূতিজাত কাল্পনিক
খ জীবজন্তুর
গ মানুষের
ঘ বস্তুর
১৯. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ ছম ছম
গ ঘচঘচ
ঘ ঘেউ ঘেউ
২০. ‘ঝম ঝম’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
২১. বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ কুট কুট
গ মচমচ
ঘ মিউ মিউ
২২. ‘ভেউ ভেউ’ কিসের ধ্বনির অনুকৃতি?
ক মানুষের
খ জীবজন্তুর
গ অনুভূতিজাত কাল্পনিক
ঘ বস্তুর
২৩. সমার্থক শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে কোন শব্দে?
ক ঢাকঢোল
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
২৪. একই শব্দ দুবার ব্যবহার করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটিতে?
ক হাট-বাজার
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ হৈচৈ
২৫. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটিতে?
ক ঢাকঢোল
খ কানাকানি
গ বেচা-কেনা
ঘ মারধর
২৬. বিপরীত শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোনটিতে?
ক ঢাকঢোল
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
২৭. ‘আসা-যাওয়া’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ অনুকার ধ্বনিযোগে
গ জোড়া শব্দের আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
২৮. ‘ডাকাডাকি’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ অনুকার ধ্বনিযোগে
২৯. ‘ফোঁটা ফোঁটা’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ অনুকার ধ্বনিযোগে
৩০. ‘কথা-বার্তা’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩১. ‘দেনা-পাওনা’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ অনুকার ধ্বনিযোগে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩২. সমার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ধনদৌলত
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
৩৩. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ঢাকঢোল
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ রাগারাগি
৩৪. বিপরীত শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ঢাকঢোল
খ মনেমনে
গ ইচ্ছা-অনিচ্ছা
ঘ মারধর
৩৫. ‘জন্ম-মৃত্যু’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ অনুকার ধ্বনিযোগে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩৬. ‘চেয়েচিন্তে’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩৭. ‘আস্তে আস্তে’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ অনুকার ধ্বনিযোগে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩৮. ‘চাল-চলন’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৩৯. সমার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ভয়ডর
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
৪০. জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ঢাকঢোল
খ বারবার
গ বেচা-কেনা
ঘ কাছাকাছি
৪১. বিপরীত শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ঢাকঢোল
খ মনেমনে
গ আসল-নকল
ঘ মারধর
৪২. সমার্থক শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক আশা-ভরসা
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
৪৩. একই শব্দ দুবার ব্যবহার করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক কাছাকাছি
খ বছর বছর
গ বেচা-কেনা
ঘ মারধর
৪৪. ‘জনে জনে’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক একই শব্দ দুবার ব্যবহার করে
খ বিপরীত শব্দযোগে
গ অনুকার ধ্বনিযোগে
ঘ সমার্থক শব্দযোগে
৪৫. ‘আত্মীয়-স্বজন’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৪৬. কোন দ্বিরুক্ত শব্দটি সমার্থক শব্দযোগে গঠিত?
ক মাথামুণ্ড
খ মনেমনে
গ বেচা-কেনা
ঘ মারধর
৪৭. একই শব্দ দুবার ব্যবহার করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক ঢাকঢোল
খ কথায় কথায়
গ ডাকাডাকি
ঘ মারধর
৪৮. ‘খেয়ে খেয়ে’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক সমার্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ অনুকার ধ্বনিযোগে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৪৯. ‘টনটন’ শব্দে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কীভাবে?
ক অনুকার ধ্বনিযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোড় শব্দের পর-অংশ আংশিক পরিবর্তন করে
ঘ একই শব্দ দুবার ব্যবহার করে
৫০. ব্যঞ্জনবর্ণের সাথে ‘কার’ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক বক্র
খ বাড়ি
গ চক্র
ঘ নম্র
৫১. ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক বক্র
খ গরু
গ পৃথিবী
ঘ আমাকে
৫২. মৌলিক শব্দ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক বক্র
খ মাছ
গ পাগলামি
ঘ আমাকে
৫৩. শব্দের শেষে বিভক্তি যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক বক্র
খ বোতল
গ কলম
ঘ আমাকে
৫৪. ব্যঞ্জনবর্ণের সাথে ‘কার’ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক বক্র
খ তৃণ
গ পদ্ম
ঘ গদ্য
৫৫. ব্যঞ্জনবর্ণের সাথে ‘ফলা’ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক ক্লান্ত
খ বাড়ি
গ ইতর
ঘ আমাকে
৫৬. মৌলিক শব্দ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক খাতা
খ ঘর
গ বইপত্র
ঘ আমাকে
৫৭. শব্দের শেষে বিভক্তি যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক হাসি
খ কুকুর
গ পাগলামি
ঘ বাড়ির
৫৮. অনুকার ধ্বনি যোগ করে গঠিত শব্দ-
ক হতাশা
খ শনশন
গ মিষ্টি
ঘ শুভেচ্ছা
৫৯. উপসর্গ যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক অচেনা
খ শনশন
গ টাকা
ঘ রশি
৬০. প্রত্যয় যোগ করে গঠিত শব্দ কোনটি?
ক অচেনা
খ সময়
গ মিঠাই
ঘ শুভেচ্ছা
►► আরো দেখো: ৮ম শ্রেণির বাংলা ২য় সকল পরিচ্ছেদের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির বাংলা ২য় পত্র mcq পরিচ্ছেদ ৫ প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post