৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ২য় অধ্যায় : জীবনধারণের জন্য আমাদের সকলকেই প্রয়োজনীয় অনেক কাজ করতে হয় ৷ এ কাজগুলোর কিছু কাজ আমরা নিজেরা করি আর কিছু কিছু কাজে অন্যদের সহযোগিতা নিতে হয়। এই অধ্যায়ে সে ধরনের প্রয়োজনীয় কাজের ধারণা, গুরুত্ব এবং যারা কাজগুলো করেন তাদের নিয়ে আলোচনা করা হয়েছে।
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন কাজটি সরাসরি অনুশীলনমূলক কাজ?
ক. আত্মনির্ভরশীল হওয়ার গল্প পড়া
খ. নিজের কাজ নিজে করা
গ. অন্যকে নিয়ে কাজ করা
ঘ. সৃজনশীল কাজ দেখা
২. নিচের কোন কাজটি সৌন্দর্যবোধের পরিচয় বহন করে?
ক. বাড়িতে বিদ্যু থাকা
খ. বাড়ি-ঘর পরিষ্কার রাখা
গ. বাড়ির কাজ অন্যকে নিয়ে করানো
ঘ. দামি দামি পোষাক পরা
৩. প্রাত্যহিক জবিনে সম্পৃক্ত নয়, এমন কাজের মধ্যে পড়ে-
i. সড়ক উন্নয়ন, বন্দর নির্মাণ
ii. নিজের জন্য পুকুর খনন ও চাষাবাদ
iii. নিজের কাপড়-চোপড় ধোয়াও গুছিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অনি ছোটবেলা থেকেই তার ব্যক্তিগত ও প্রাত্যহিক সকল কাজ নিজে করতে পছন্দ করে। মা-বাবা বা অন্য কেউ তাকে এগিয়ে এলেও সে নিওজর কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানায়।
৪. অনির এ বৈশিষ্ট্যটি কোন দক্ষতাকে নির্দেশ করে?
ক. সমস্যা সমাধান
খ. সহযোগিতামূলক
গ. আতনির্ভরশীলতা
ঘ. যোগাযোগ
৫. অনির এ বৈশিষ্ট্যটি তাকে ভবিষ্যতে-
i. আত্মসচেতন করে গড়ে তুলবে
ii. কর্তব্য ও দায়িত্ববোধে উদ্বদ্ধ করবে
iii. সৃজনশীল ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন করবে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, i ও iii
৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ২য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন: হাসেম সাহেব একজন কৃষক। তার ৫০ বিঘা জমি আছে। তিনি এ জমিগুলোতে মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল চাষ করে থাকেন। তার জমিতে চাষাবাদের কাজ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাষিরা আসেন। হাসেম সাহেব তার চাষাবাদের মাধ্যমে অনেক খাদ্য উৎপাদন করেন। তার ছেলে সাকিব ইঞ্জিনিয়ারিং পাশ করে তার ফার্মের মাধ্যমে বাংরাদেশের বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও মেরামতের কাজ করেন। তারঅধীনে প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক কাজ করেন।
ক. নিরাপত্তা কী?
খ. প্রাত্যিহিক জীবনে পরিবারের অন্য সদস্যদের কাজ কেন গুরুত্বপূর্ণ?
গ. সাকিব দেশের জন্য কী ধরনের ভূমিকা রাখছেন? বর্ণনা দাও।
ঘ. হাসেম সাহেবের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. কী করলে শরীর ও মন দুটোই ভালো থাকে?
উত্তর: কাজ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
২. নিজের কাজ অন্য করলে কী হয়?
উত্তর: নিজের কাজ অন্য করলে কাজের গুরুত্ব কমে যায়।
৩. কাজ করতে করতে একসময় কী বৃদ্ধি পায়?
উত্তর: কাজ করতে করতে একসময় দক্ষতা বৃদ্ধি পায়।
৪. মানুষের কাজের মাজে কিসের পরিচয় পাওয়া যায়?
উত্তর: মানুষের কাজের মাঝে ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়।
৫. মুশফিকের বাবা পেশায় কী ছিলেন?
উত্তর: মুশফিকের বাবা পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিলেন।
৬. কোন বিষয়ের স্যার মুসফিককে বাড়ির কাজ দিয়েছন?
উত্তর: বিজ্ঞান বিষয়ের স্যার মুসফিককে বাড়ির কাজ দিয়েছন।
৭. গৃহপালিত প্রাণীর বিষ্ঠা থেকে জ্বালানি হিসেবে কোন গ্যাস পাওয়া যায়?
উত্তর: গৃহপালিত প্রাণীর বিষ্ঠা থেকে জ্বালানি হিসেবে বায়োগ্যাস পাওয়া যায়।
৮. কৃষক কী কাজ করেন?
উত্তর: কৃষক কৃষি কাজ করেন।
৯. যারা দুধ বিক্রি করে তাদের কী বলা হয়?
উত্তর: যারা দুধ বিক্রি করে তাদের গোয়াল বলা হয়।
১০. কে মানুষকে সঠিক সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়?
উত্তর: পরিবহন চালক মানুষকে সঠিক সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়।
১১. খেলোয়াড়েরা তাদের খেলার মাধ্যমে মানুষকে কী দিয়ে থাকেন?
উত্তর: খেলোয়াড়েরা তাদের খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়ে থাকেন।
১২. খাদ্য মানুষের কী ধরণের অধিকার?
উত্তর: খাদ্য মানুষের মৌলিক অধিকার।
১৩. অসুস্থ হলে মানুষ কোথায় চিকিৎসা নিতে চায়?
উত্তর: অসুস্থ হলে মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে চায়।
১৪. চুরি, ছিনতাই কী ধরনের কর্মকান্ড?
উত্তর: চুরি, ছিনতাই অপরাধমূলক কর্মকান্ড।
১৫. কারা দেশকে বহিঃশত্রু মুক্ত রাখে?
উত্তর: শসস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী দেশকে বহিঃশত্রু মুক্ত রাখে।
১৬. পরিচ্ছন্নতা কর্মীরা কী কাজ করেন?
উত্তর: পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন এলাকা পরিষ্কার করে রাখে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
বিনোদন বলতে কী বোঝ?
উত্তর: বিনোদন হলো মানুষের জীবনধারনের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিনোদনের মাধ্যম যেমন পত্রপত্রিকা, সিনেমা, রেডিও-টেলিভিশন ইত্যাদি। পত্রিকার হকার অভিনেতা-অভিনেত্রী, বেতার ও টেলিভিশন কর্মীরা মানুষের বিনোদনের জন্য আক্রান্ত পরিশ্রম করে থাকে। খেলোয়ার তাদের খেলার মাধ্যমে মানুষকে আনন্দ দেন। আমাদেরকে শত কর্মব্যস্ততার মাঝেও সুষ্ঠ বিনোদনের চর্চা চালিয়ে যেতে হবে। যা আমাদের কাজ করার গতিকে বাড়িয়ে দিবে এবং ক্লান্তি দূর করে দিবে।
২. একটি দেশের সামগ্রিক উন্নয়ন বলতে কী বোঝ?
উত্তর: একটি দেশের সামগ্রিক উন্নয়ন বলতে ঐ দেশের অবকাঠামোগত উন্নয়ন বোঝায়। দেশের প্রকৌশলী উন্নয়নে বিশাল ভূমিকা রাখেন। বাড়ি-ঘর, অফিস-আদালত নির্মাণ, রাস্তাঘাট তৈরিও মেরামত, খাল খনন, বন্দর নির্মাণও বাজারসহ বিভিন্ন অবকাঠামো তৈরির মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করা হয়।
৩. পরিবারের কোন কাজগুলো বাইরের লোকেরা করেন?
উত্তর: পরিবারের এমন অনেক কাজ থাকে যেগুলো পরিবারের সদস্যরা করতে পারে না। এ ধরনের কাজ করার জন্য বাইরের লোকের প্রয়োজন পড়ে। কাজগুলো হলো- ১. ঘর-বাড়ি মেরামত করা। ২. বৈদ্যুতিক যন্ত্রপাতি ঠিক করা। ৩. বাড়িতে রং করা। ৪. জামাকাপড় আয়রন ও জুতা মেরামত করা।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কর্ম ও জীবনমুখী শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post