৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ৩য় অধ্যায় : তোমরা কি কখনো চিন্তা করেছ ভবিষ্যতে কোন পেশায় যেতে চাও? সে পেশা গ্রহণের জন্য তোমাদের কী কী বিষয় জানতে হবে, কী কী দক্ষতা অর্জন করতে হবে? এ দক্ষতাগুলোই বা কীভাবে তোমরা অর্জন করতে পারবে?
সেই পেশায় সফল হতে হলে তোমাদের কী ধরনের গুণ বা দক্ষতা থাকা দরকার? আমরা এ অধ্যায়ে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব । তাহলে এসো কর্মক্ষেত্রে বা পেশায় সাফল্য লাভের উপায়, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যকার সম্পর্ক এবং পরবর্তী শিক্ষাস্তর সম্পর্কে জেনে নিই ।
বহুনির্বাচনি প্রশ্ন
১. কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সবচেয়ে উপযুক্ত উপায় কোনটি?
ক. প্রশিক্ষণ
খ. বই পড়ে শেখা
গ. আত্মীয়দের কাছে শেখা
ঘ. টিভি দেখে শেখা
২. নিজের কর্মসংস্থান নির্বাচনের সময় কোন বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ?
ক. আগ্রহ
খ. বন্ধুর ইচ্ছা
গ. সামর্থ্য
ঘ. ব্যক্তিত্ব
৩. পোর্টফোলিও হলো-
i. তোমার সম্পর্কে তোমার বাবা-মায়ের ইচ্ছা ও আগ্রহ সম্পর্কিত তথ্য
ii. তোমার দক্ষতা ও মূল্যবোধ সম্পর্কিত তথ্য
iii. শ্রেণিকক্ষ ও বাড়িতে তোমার কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. আত্মসংস্থানের ফলে ব্যক্তির-
i. আত্মসম্মানবোধ বাড়ে
ii. সাফল্য লাভের সুযোগ কমে যায়
iii. স্বাধীনভাবে কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সায়মা ছোটবেলা থেকেই মানুষের সেবা করতে চায়। সে অসুস্থদের সেবা করার লক্ষ্যে নার্সিং পেশা বেছে নেয়। কাজ আরও ভালো করার জন্য সে বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে।
৫. উচ্চতর প্রশিক্ষণের ফলে সায়মার প্রধানত কোনটির উন্নয়ন হবে?
ক. আবেগ
খ. দক্ষতা
গ. আগ্রহ
ঘ. আত্মবিশ্বাস
৬. সায়মা এই বিষয়টি অর্জন করতে পারে
i. নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে
ii. হাতে-কলমে বেশি বেশি কাজ করা
iii. সাহসের সাথে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ৩য় অধ্যায়
১. সাদিয়া একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। সে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পেয়েছে। সে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন জটিল ধাঁধাঁ সমাধান করতে ভালোবাসে। বিভিন্ন ধরনের যন্তপাতির প্রতিও তার খুব আগ্রহ। সে তার মায়ের সেলাই মেশিনটি নষ্ট হলে মেরামত করে। সবাই তার এসব কাজে খুব খুশি।
ক. ব্যক্তিত্ব কী?
খ. সামর্থ্যরে ধারণাটি ব্যাখ্যা কর।
গ. সাদিয়ার প্রবণতাটি কোন ধরনের? বর্ণনা কর।
ঘ. অষ্টম শ্রেণি শেষে সাদিয়ার কোন শাখা নির্বাচন করা উচিত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. আগ্রহ কী?
উত্তর: কোনো কিছু করার ইচ্ছা হলো আগ্রহ।
২. সামর্থ্য কী?
উত্তর: কোনো কিছু করার ক্ষমতাই হলো আগ্রহ।
৩. ব্যক্তিত্ব কী?
উত্তর: ব্যক্তিত্ব হলো আমাদের আবেগ-অনুভূতির ও আচার- আচারণের বিভিন্ন বৈশিষ্ট্যর একটি সামগ্রিক রূপ।
৪. সৃজনশীলতা কী?
উত্তর: কোনো কিছু করার নতুন পন্থা খুঁজে বের করাই হলো সৃজনশীলতা।
৫. দক্ষতা বৃদ্ধির জন্য কীসের প্রয়োজন?
উত্তর: দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন।
৬. কোন পেশায় ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়ে?
উত্তর: এ্যাডভেঞ্চার পেশায় ঝুঁকি নেওয়ার প্রয়োজন পড়ে।
৭. আত্মসংস্থান কাকে বলে?
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করতে পারাকে আত্মসংস্থান বলে।
৮. পিকনিকের হিসাব-নিকাশের দায়িত্ব কার ওপর ছিল?
উত্তর: পিকনিকের হিসাব-নিকাশের দায়িত্ব ফ্যান্সিসের ওপর ছিল।
৯. ‘ফার্মেসি’ পড়তে হলে কোন শাখায় পড়তে হবে?
উত্তর: ‘ফার্মেসি’ পড়তে হলে বিজ্ঞান শাখায় পড়তে হবে।
১০. কোনটি সম্পর্কে পাইলটাকে ধারণা রাখতে হয়?
উত্তর: বিভিন্ন এলাকা ও আবহাওয়া সম্পর্কে পাইলটাকে ধারণা রাখতে হয়।
অতিরিক্ত অনুধাবনমূলক প্রশ্নত্তর
১. প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে কী বোঝায়?
উত্তর: যে শিক্ষা কোনো প্রতিষ্ঠানের তত্ত্ববধানে গ্রহণ করা হয়, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলা হয়। কিছু কিছু দক্ষতার অর্জনের জন্য অবশ্যই নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার হয়। যেমন- ডাক্তার, নার্স, প্রকৌশিলী, স্থাপত্য ইত্যাদি পেশার জন্য অবশ্যই নির্দিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষা লাভের প্রয়োজন।
২. আগ্রহ ও সামর্থ্যরে মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর?
উত্তর: কোনো কিছু করার ইচ্ছাকে আগ্রহ বলে। আর সমর্থ্য হলো কোনো কিছু করার ক্ষমতা। সবসময় মানুষের যে বিষয়ে আগ্রহ রয়েছে, সে বিষয়েই সে দক্ষ হবে এমনটি নাও ঘটতে পারে। হয়ত যে বিষয়ে একজন দক্ষ সে বিষয়ে তার আগ্রহ নাও থাকতে পারে। কোনো কাজে যদি আগ্রহ থাকে কিন্তু যদি সামর্থ্য না থাকে তাহলে সে কাজে দক্ষতা অর্জন বা সফলতা লাভ করা সম্ভব না। সাফল্য ও দক্ষতা লাভের জন্য অবশ্যই আগ্রহ ও সামর্থ্যরে সমন্ধয়থাকতে হবে।
৩. পেশা নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লেখ।
উত্তর: পেশা নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিম্নরূপ:
১. এ্যাডভেঞ্চার।
২. সম্মান।
৩. সৃজনশীলতা।
৪. অন্যকে সাহায্য করা।
৫. অধিক আয়।
৬. স্বাধীনতা
৭. নেতৃত্বের চর্চা
৮. বিভিন্ন দায়িত্বের সমন্ধয়।
৪. আত্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান করতে পারাকে আত্মসংস্থান বলে। আমাদের দেশে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন শেষে কোনো পেশা বা চাকরি পায় না। কারণ শিক্ষিত মানুষ বাড়ছে কিন্তু সেই তুলনায় চাকরি বাড়ছে না। পাঠ্যবইয়ে সাব্বির মাছ চাষ ও সবজি চাষ করেনিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থঅ করে নিয়েছে। এটিই মূলত আত্মসংস্থান।
৫. দক্ষতা প্রয়োজন কেন?
উত্তর: কর্মক্ষেত্রে দক্ষতা গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা একদিনে অর্জন করা যায় না। এটি সময় সাপেক্ষ ব্যাপার। দক্ষ ব্যক্তি সমস্যা দেখলেই বুঝতে পারেন এবং সমাধানটা তাড়াতাড়ি করতে পারেন। কোনো কাজ সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করতে দক্ষতার প্রয়োজন হয়। দক্ষ ব্যক্তি একটি কাজ যেভাবে করবে নতুন বা অদক্ষ ব্যক্তি সেভাবে করতে পারবেন না। তাই কাজ ভালো হলে দক্ষতা অবশ্যই প্রয়োজনীয়।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কর্ম ও জীবনমুখী শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post