৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ১ম অধ্যায় : এ অধ্যায় শেষে আমরা মানব জীবনে শ্রমের প্রভাব ব্যাখ্যা করতে পারব। শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদাশীল, আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে আগ্রহী হব। শ্রমের মর্যাদা প্রদানে আগ্রহী হব। নেতৃত্ব প্রদানের সাথে সাথে নৈতিক ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ হব। অন্যের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করব।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. নিচের কোনটি গুহাবাসী মানুষের মেধাশ্রমের উদাহরণ?
ক. শিকার করা এবং সবাই মিলে তা খাওয়া
খ. পায়ে হেঁটে ভ্রমণ করা
গ. বসবাসের উপযোগী বিপদমুক্ত গুহা নির্বাচন
ঘ. আকাশ দেখা ও ঘুমানো
২. বাংলাদেমের ভূখন্ডে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা কত পুরানো?
ক. পাঁচশো বছরের
খ. এক হাজার বছরের
গ. দের হাজার বছরের
ঘ. আড়াই হাজার বছরের
৩. প্রাচীনকালের বর্ণমালা কেমন ছিল?
ক. অক্ষরভিত্তিক
খ. ছবিভিত্তিক
গ. জামিতিক আকৃতির
ঘ. বর্ণভিত্তিক
৪. নিচের কোন লিপি হতে বাংলালিপির উদ্ভব হয়েছে?
ক. মিশরীয়
খ. গ্রিক
গ. ব্রাক্ষ্মী
ঘ. চীনা
৫. আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য?
i. যেকোনো কাজে নিজের প্রতি আস্থা রাখা
ii. মাথা ঠান্ডা রেখে কাজ করে যাওয়া
iii. অপছন্দনীয় ব্যক্তির কাজে বিরক্তি প্রকাশ করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৬ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগীতায় ৯ম শেণির দল গঠিত হলেও ৮ম শেণিতে দল গঠন করা যাচ্ছিল না। প্রথম দিকের রোল নম্বরধারীদের মধ্যে থেকে দু’জন প্রতিযোগীতায় রাজি হলেও একজনের অভাব ছিল। শেষ রোল নম্বরধারী সাথী দাঁড়িয়ে বললো সে অংশগ্রহণ করতে চায়। শিক্ষক সাথীকে সুযোগ দিলেন। বিতর্ক প্রতিযোগীতা শেষে সাথী সেরা বক্তার পুরষ্কার পেল।
৬. সাথীর মধ্যে কোন বিষয়টি প্রকট?
ক. মেধা
খ. আত্মবিশ্বাস
গ. আত্মমর্যাদা
ঘ. সচেতনতা
৭. সাথীর এ গুণটির ফলে-
i. তার নিজের প্রতি আস্থা বাড়বে
ii. পুরষ্কার প্রাপ্তির তীব্র আকাঙ্খা তৈরি হবে
iii. ঝুঁকি গ্রহণের সাহস বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা ১ম অধ্যায়
জামিল ও কামরুল দুজনেই নূরল ইসলাম সাহেবের কাছে আসবাবপত্র তৈরি করার কাজ শিখেছে। তারা দুজনেই ব্যবসায় নিয়োজিত। কাজ করার ক্ষেত্রে জামিল সব সময়ই নূরুল ইসলাম সাহেব অনুকরণ করেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লেও জামিল তার সাথে যোগাযোগ করেন। এ কারণেই তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এতে তিনি অনেকের প্রশংশা পান। অন্যদিকে কামরুল তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নতুন নতুন কাজের ফরমায়েশ নেন। নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তিনি ফরমায়েশদাতাদের বাহবা পান।
ক. রোবট কী?
খ. আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য বর্ণনা কর?
গ. কামরুলের কাজের ক্ষেত্রে কোন দিকটি লক্ষণীয়? বণনা কর।
ঘ. কাজের ক্ষেত্রে জামিলের পুরষ্কার পাওয়ার বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. প্রাচীনকালে মানুষ কোথায় বসবাস করত?
উত্তর: প্রাচীনকালে মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত।
২. মেধাশ্রম কী?
উত্তর: মেধা ব্যয় করে যে কাজ করা হয় তাই কায়িকশ্রম।
৩. কায়িকশ্রম কী?
উত্তর: শারীরিক পরিশ্রম করাকে কায়িকশ্রম বলা হয়।
৪. আত্মবিশ্বাস কী?
উত্তর: আত্মবিশ্বাস হলো নিজের ওপর বিশ্বাস।
৫. আমাদের সংস্কৃতি কত বছরের প্রাচীন?
উত্তর: আমাদের সংস্কৃতি আড়াই হাজার বছরের প্রাচীন।
৬. উয়ারী-বটেশ্বরে কী ধরনের বসতি পাওয়া গেছে?
উত্তর: উয়ারী-বটেশ্বরে ‘গর্ত বসতি’ পাওয়া গেছে।
৭. মাথা খাটানো কী ধরনের শ্রমের উদাহরণ?
উত্তর: মাথা খাটানো মেধাশ্রমের উদাহরণ।
৮. পিরামিড কীসের তৈরি?
উত্তর: পিরামিড পাথরের তৈরি।
৯. যারা মাটির হাঁড়ি তৈরি করে তাদের কী বলা হয়?
উত্তর: যারা মাটির হাঁড়ি তৈরি করে তাদের কুমোর বলা হয়।
১০.শুরুর দিকে লেখা কেমন ছিল?
উত্তর: শুরুর দিকে লেখা ছবিভিত্তিক ছিল।
১১. প্রাচীনকালে কাউকে খবর জানাতে কী পাঠানো হতো?
উত্তর: প্রাচীনকালে কাউকে খবর জানাতে দূত পাঠানো হতো।
১২. সর্বপ্রচীন লেখার প্রচলন কাদের মধ্যে ছিল?
উত্তর: সর্বপ্রচীন লেখার প্রচলন ফিনিশিয়ানদের মধ্যে ছিল।
১৩. বাংলালিপি কোথা থেকে এসেছে?
উত্তর: বাংলালিপি ব্রাক্ষ্মীলিপি থেকে এসেছে।
১৪. প্রচীনকালে যারা লিখতে পারত তাদের কী বলা হতো?
উত্তর: প্রচীনকালে যারা লিখতে পারত তাদের লিপিকর বলা হতো।
১৫. শিক্ষকতা করা কী ধরনের শ্রম?
উত্তর: শিক্ষকতা করা মেধাশ্রম।
১৬. বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মোট কতটি?
উত্তর: বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মোট পঞ্চাশটি।
১৭. রোবট কী?
উত্তর: রোবট হলো ‘যন্ত্রমানব’
১৮. কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন কী?
উত্তর: বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কল্পকাহিনি লেখাকে কল্পবিজ্ঞান বলা হয়।
১৯. যারা মহাকাশে যান তাদের কী বলে?
উত্তর: যারা মহাকাশে যান তাদের নভোচারী বা অ্যাস্ট্রোনট বলে।
২০. উপগ্রহ কী?
উত্তর: গ্রহকে প্রদক্ষিণ করে বস্তুকে উপগ্রহ বলে।
২১. কৃত্রিম উপগ্রহ কী?
উত্তর: মানুষের তৈরি যেসব বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে।
অতিরিক্ত অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
১. প্রাচীনকালে বসতি স্থাপনে কেমন জায়গা নির্বাচন করা হতো লিখ।
উত্তর: প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীর ধারে। নদীর দু’পাশের জমি উর্বর হওয়ায় সেখানে ফলের গাছ সহজে জন্মাত। প্রাকৃতিক বিপদমুক্ত জায়গা নির্বাচন করা হতো। তাছাড়া আশপাশে শিকার করার মতো প্রাণী ও ফলমূল সহজে পাওয়া যায় এমন স্থান বসতি স্থাপনের জন্য নির্বাচন করা হতো।
২. সমাজে কায়িক শ্রমের অবদান উল্লেখ কর।
উত্তর: সমাজে অভূতপূর্ব উন্নয়নে কায়িকশ্রমের অবদান সবচেয়ে বেশি। মেধাশ্রমের মাধ্যমে পরিকল্পনা হলেও শারীরিক শ্রম বা কায়িক শ্রম না দিলে কোনোকিছু হয় না । কায়িকশ্রমের দ্বারা কৃষক ফসল ফলায়, মিস্ত্রি ঘর-বাড়ি তৈরি করে, রাস্তাঘাট, অট্টালিকা ইত্যাদি তৈরি করে যা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৩. মেধাশ্রমের সাথে সম্পর্কযুক্ত চারটি পেশার নাম লিখ।
উত্তর: আমাদের সমাজে এমন অনেক কাজ আছে যা মেধাশ্রমের সাথে সম্পর্কযুক্ত। মেধাশ্রমের সাথে সম্পর্কযুক্ত চারটি পেশা হলো: শিক্ষকতা করা, ডাক্তারি করা, উকালতি করা, ছবি আঁকা ইত্যাদি।
৪. বর্তমানে ফ্যাক্টরিতে বাসন-কোসন তৈরিতে ব্যবহৃত কয়েকটি উপাদানের নাম লিখ।
উত্তর: বাসন-কোসন তৈরিতে ব্যবহৃত উপাদানের নাম- প্লাস্টিক, মেলামাইন, চিনামাটি, কাঁচ, স্টেইনলেস স্টিল ইত্যাদি।
৫. কায়িকশ্রমের সাথে সম্পর্কযুক্ত চারটি পেশার নাম লিখ।
উত্তর: আমাদের দৈনন্দিন কাজের বেশিরভাগ পেশাই কায়িকশ্রমের সাথে সম্পর্কযুক্ত। কায়িকশ্রমের সাথে সম্পর্কযুক্ত চারটি পেশা হলো: কৃষিকাজ করা, রিকশা চালানো, মাটি কাটা, কুলির কাজ করা ইত্যাদি।
৬. কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয়তা লিখ।
উত্তর: মানুষের তৈরি যেসব বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহ খুবই প্রয়োজনীয়। এই যে আমরা টেলিভিশন দেখি, আবহাওয়ার খবর পাই, ইন্টারনেট ব্যবহার করি এর সবই সম্ভব হয়েছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কর্ম ও জীবনমুখী শিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post