৮ম শ্রেণী বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সাময়িক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রঘাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।
প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সাময়িক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রঘাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।
আজ আমরা কোর্সটিকায় জেএসসি বা অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে জানবো। এ অধ্যায় থেকে ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
৮ম শ্রেণী বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
সৃজনশীল প্রশ্ন ১ : মিরাজের মুখের গঠন তার মায়ের মতো হলেও চুলের প্রকৃতি, চোখের রঙ, গায়ের গঠন একবারে তার পিতার মতো । পিতা-মাতা ফর্সা হলেও তার গায়ের রং দাদীর মতো শ্যামলা।
ক. বংশগতি কাকে বলে?
খ. আ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? ২
গ. মিরাজের পিতা-মাতার বৈশিষ্ট্যগুলো কীরূপে তার দেহে সঞ্চারিত হলো? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বংশগতটির ধারাটি যে কোষ বিভাজনের ফলে ঘটে থাকে তার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ২ : মিলিদের বাড়ির ছাদে টবের ছোট্ট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে। সে মায়ের কাছে জানল কোষ বিভাজনের কারণে এমন হয়েছে। মা শেষে বলেন, “বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, DNA এবং RNA এ ভূমিকা রয়েছে।
ক. মিয়োসিস কী?
খ. ইন্টারফেজ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি ব্যাখ্যা করো।
ঘ. মায়ের বলা শেষ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সুমনের সংগৃহীত কোষ বিভাজনের একটি ধাপের মডেল চিত্র, যার প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত।
ক. মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রোমোজোম থাকে?
খ. জীন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ধাপটির চিত্রসহ ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের কোষবিভাজন পদ্ধতিটি সমীকরণিক বিভাজন কিনা? যুক্তিসহকারে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সোমাদের ক্লাসে বিজ্ঞান স্যার কোষ বিভাজন নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন, আমাদের দেহকোষে একধরনের বিভাজন হয় যার একটি ধাপে ক্রোমোজোম সর্বাধিক খাটো ও মোটা হয়। তিনি আরো বলেন, প্রাণীর জনন মাতৃকোষেও একধরণের বিভাজন হয়।
ক. জিন কী?
খ. সাইটোকাইনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
গ. দেহকোষে সংঘটিত বিভাজনের যে ধাপটির কথা বলা হয়েছে তার চিত্র সহ বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারাবাহিকতা অব্যাহত থাকে – উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৫ : মীনা মা বাবার একমাত্র সন্তান। মীনার মুখের গঠন তার মায়ের মতো হলেও চুলের প্রকৃতি, চোখের রং, গায়ের গঠন একেবারে তার পিতার মতো । পিতা মাতা ফর্সা হলেও তার গায়ের রং দাদীর মতো
শ্যামলা।
ক. বংশগত বৈশিষ্ট্য কাকে বলে?
খ. নিম্ন শ্রেণির জীবের কোন কোষ বিভাজন ঘটে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মীনার পিতামাতার বৈশিষ্ট্যগুলো কিভাবে তার দেহে সঞ্চারিত হলো? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের বংশ ধারাটি যে বিভাজনের মাধ্যমে ঘটে তার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১॥ জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়?
উত্তর : জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়।
প্রশ্ন ॥ ২॥ জীবদেহে কী কী কোষ বিভাজন দেখা যায়?
উত্তর : জীবদেহে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন দেখা যায়।
প্রশ্ন ॥ ৩ ॥ অ্যামাইটেসিস কোষ বিভাজন কোথায় ঘটে?
উত্তর : অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে এককোষী জীবে।
প্রশ্ন ॥ ৪ ॥ মাইটোসিস কোষ বিভাজনে কী ঘটে?
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থের এবং ভ্রƒণের বৃদ্ধি ঘটে।
প্রশ্ন ॥ ৫ ॥ মিয়োসিস কোষ বিভাজনে কী উৎপন্ন হয়?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়।
প্রশ্ন ॥ ৬ ॥ মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?
উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন দুটি অপত্যকোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে।
প্রশ্ন ॥ ৭ ॥ কোষের কোন অংশে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়?
উত্তর : কোষের নিউক্লিয়াসে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়।
প্রশ্ন ॥ ৮ ॥ মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর : মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা ২৩টি।
প্রশ্ন ॥ ৯ ॥ মিয়োসিস কোষ বিভাজনের শেষে কয়টি অপত্য কোষ উৎপন্ন হয়?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনের শেষে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়।
প্রশ্ন ॥ ১০ ॥ বংশগতি কাকে বলে?
উত্তর : মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে যে ধরনের কোষ বিভাজন হয় সে কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : উদ্ভিদ/প্রাণীর দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। এ কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য নিম্নরূপ :
র. এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে।
২. এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে।
প্রশ্ন ॥ ২ ॥ প্রাণিকোষের মাইটোসিসের মেটাফেজ ধাপের বর্ণনা দাও।
উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে :
১. ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার দিয়ে আটকায়।
২. ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়।
প্রশ্ন ॥ ৪ ॥ জীবে মিয়োসিস কোষ বিভাজনের ফলে কী ঘটে?
উত্তর : মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ফলে ভ্রূণ বা জাইগোটে ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। ফলে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে।
প্রশ্ন ॥ ৫ ॥ ক্রোমোজোম ও ক্রোমাটিড এর পার্থক্য কী?
উত্তর : কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার জালিকা ভেঙে যে সুতার মতো বস্তু সৃষ্টি হয় তাকে ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি হয়। সুতরাং ক্রোমোজোম নিউক্লিয়ার জালিকার অংশ আর ক্রোমাটিড ক্রোমোজোমের অংশ।
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post