৮ম শ্রেণী বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : পরমাণু খুব ক্ষুদ্র কণা। তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা-নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়।
আজ আমরা কোর্সটিকায় জেএসসি বা অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন সম্পর্কে জানবো। এ অধ্যায় থেকে ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
৮ম শ্রেণী বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
সৃজনশীল প্রশ্ন ১ : P মৌলের পারমাণবিক সংখ্যা ১১ ও ভর সংখ্যা ২৩। Q মৌলের ইলেকট্রন সংখ্যা ১৭।
ক. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
খ. আইসোটোপ বলতে কী বোঝায়?
গ. P মৌলটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত?
ঘ. মৌল দুইটির ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক যৌগ গঠনের সমীকরণ দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : A, B, C তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে- ১০ ১২ ও ১৬।
ক. সংকেত কাকে বলে?
খ. আয়ন বলতে কি বাঝায়?
গ. উদ্দীপকে প্রদত্ত তিনটি মৌলের শ্রেণিবিন্যাস চিত্র এঁকে দেখাও।
ঘ. B ও C মৌল দুটি পরমাণুসমূহের মধ্যে যৌগ সক্ষমতা ইলেকট্রন বিন্যাসসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : ইমন একটি মৌলের নাম লিখল যার বেশির ভাগ পরমাণুতে ৬ টি প্রোটন ও ৬ টি নিউট্রন রয়েছে। কিন্তু এ মৌলের কিছু পরমাণুতে ৭ টি বা ৮ টি নিউট্রনও থাকে। এগুলোকে আইসোটোপ বলে।
ক. ভরসংখ্যা কী?
খ. নিয়ন নিষ্ক্রিয় গ্যাস কেন?
গ. উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পরমাণুগুলোর অবস্থা যে ধরনের দৈনন্দিন জীবনে তার ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : X মৌলের পারমাণবিক সংখ্যা ১। মৌলটি নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। এই মৌলটি প্রকৃতিতে বিভিন্নরূপে থাকে।
ক. ক্যাটায়ন কী?
খ. ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করো।
গ. উদ্দীপকের মৌলটির আইসোটোপসমূহ ব্যাখ্যা করো।
ঘ. তিনটি ভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখ ।
সৃজনশীল প্রশ্ন ৫ : কার্বনের একটি পরমাণু যার পারমাণবিক সংখ্যা ৬ এবং ভর সংখ্যা ১৪। কার্বনের এ পরমাণুটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যা আমরা বিশেষ প্রয়োজনে ব্যবহার করি ।
ক. পদার্থ সম্পর্কে এ্যারিস্টটলের মত কী?
খ. অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যে পার্থক্য কী?
গ. কার্বনের উক্ত পরমাণুর ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যের যৌক্তিকতা আলোচনা করো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন॥ ১ ॥ নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম কী?
উত্তর : নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান কণিকার নাম ইলেকট্রন।
প্রশ্ন ॥ ২ ॥ মৌলিক কণিকা কাকে বলে?
উত্তর : যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদের মৌলিক কণিকা বলে।
প্রশ্ন ॥ ৩ ॥ পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় অবস্থান করে?
উত্তর : ইলেকট্রন পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে বা শক্তিস্তরে অবস্থান করে।
প্রশ্ন ॥ ৪ ॥ কী কী মূল উপাদান দ্বারা মৌলের পরমাণু গঠিত?
উত্তর : ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এ তিনটি মৌলিক কণিকা দ্বারা পরমাণু গঠিত।
প্রশ্ন ॥ ৫ ॥ প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি কী?
উত্তর : প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি হলো ধনাত্মক।
প্রশ্ন ॥ ৬ ॥ পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে কী বলে?
উত্তর : পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলে পরমাণু।
প্রশ্ন ॥ ৭ ॥ নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম কর।
উত্তর : নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হাইড্রোজেন।
প্রশ্ন ॥ ৮ ॥ কোন বিজ্ঞানী পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর : বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ পরমাণুর নিউক্লিয়াস বলতে কী বুঝায়?
উত্তর : পরমাণুর কেন্দ্রে যে অবস্থানে মৌলিক কণিকা প্রোটন ও নিউট্রন একত্রে আবদ্ধ থাকে তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে।
প্রশ্ন ॥ ২ ॥ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে কী বুঝায়?
উত্তর : সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে বুঝায় যে, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে ১১টি প্রোটন আছে।
প্রশ্ন ॥ ৩ ॥ ইলেকট্রন বিন্যাস বলতে কী বোঝায়?
উত্তর : ইলেকট্রন বিন্যাস বলতে পরমাণুতে ইলেকট্রনের সজ্জাকে বোঝায়। প্রত্যেক পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। পরমাণুতে তার ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তিস্তরে বা কক্ষপথে নিয়মমাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে।
প্রশ্ন ॥ ৪ ॥ অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে কী বুঝায়?
উত্তর : অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে বুঝায় যে, অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন আছে। যার সমষ্টি ১৬।
প্রশ্ন ॥ ৫ ॥ পরমাণুর কোন কোন অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে?
উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে।
ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে চারদিকে ঘুরতে থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক ও নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা। স্বাভাবিক অবস্থায় প্রত্যেক পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকায় পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।
প্রশ্ন ॥ ৬ ॥ পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বাতন্ত্র্য ধর্ম বলা হয় কেন?
উত্তর : দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনই এক হয় না বলে একে মৌলের স্বতন্ত্র ধর্ম বলা হয়। নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকায় ঐ মৌলের ধর্মও নির্দিষ্ট থাকে। তাই এটি মৌলের একটি স্বাতন্ত্র্য ধর্ম।
প্রশ্ন ॥ ৭ ॥ আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ তাদের পারমাণবিক সংখ্যা একই। মৌলের রাসায়নিক ধর্ম ঐ মৌলের পারমাণবিক সংখ্যার ওপর নির্ভর করে। আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা একই হওয়ার জন্য এদের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একই থাকে। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাসও এক রকম হয়। তাই আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post