৮ম শ্রেণী বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : এ মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান? কিসের উপর এই বলের মান নির্ভর করে? পৃথিবীর আকর্ষণের ফলে পড়ন্ত বস্তুর যে ত্বরণ হয় তার মান কত?এই মান কেন পরিবর্তিত হয়?
আজ আমরা কোর্সটিকায় সপ্তম অধ্যায়ের মহাকর্ষ, অভিকর্ষ, ত্বরণ, ভর ও ওজন নিয়ে আলোচনা করব। এ অধ্যায় থেকে ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
৮ম শ্রেণী বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
সৃজনশীল প্রশ্ন ১ : ১ টি কুকুরের ভর ৬০ কেজি। কুকরটিকে মহাকাশ বিজ্ঞানীরা চাঁদে নিয়ে গেল। দেখলো যে, ওজনের তারতম্য দেখা দিয়েছে। “ভর ও ওজন একই বলে মনে হলেও এদের মধ্যে যথেষ্ট পাথক্য রয়েছে”।
ক. ভরের একক কী?
খ. সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় কষ্ট লাগে কেন?
গ. কুকুরটির চাঁদে ওজন কত হবে?
ঘ. উদ্দীপকের শেষোস্ত উক্তিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ২ : ৫ কেজি ও ১০ কেজি ভরের দুইটি বন্তু একটি উঁচু দালানের ছাদ থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫০০ সেন্টিমিটার ।
ক. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে?
খ. লিফট যখন নিচে নামতে শুরু করে, তখন লিফটযাত্রী নিজেকে হালকা অনুভব করে কেন? ব্যাখ্যা কর।
গ. দেখাও যে, বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল F = 200 G নিউটন, এখানে ‘G’ মহাকর্ষীয় ধ্রুবক।
ঘ. বস্তুদ্বয়কে চাঁদে নিয়ে গেলে তাদের ওজনের সমষ্টি ভিন্ন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : ৯০ কেজি ভরের একটি চিনির বস্তা নিয়ে ৮ম শ্রেণির ছাত্র তমালের মনে অনেক প্রশ্নের উদয় হলো । ভবিষ্যতে সে নাসার বিজ্ঞানী হতে চায়।
ক. মহাকাশ কী?
খ. গ্যালাক্সি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের চিনির বস্তা চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের চিনির বস্তা উত্তর মেরুতে নিয়ে গেলে তার ওজনের কী ধরনের পরিবর্তন হবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : দুটি বস্তু P ও Q এর ভর যথাক্রমে ৫০০ গ্রাম ও ২ কেজি। এরা পরস্পর থেকে ২ মিটার দূরে অবস্থিত।
ক. ভর কাকে বলে?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
গ. P বস্তুর ওজন নির্ণয় কর ।
ঘ. P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : একজন ব্যক্তি ওজন এবং ওজন অনুভব করা এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির ওপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবল তখনই যখন তার ওজনের, সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার ওপর প্রযুক্ত হবে।
ক. ভর কাকে বলে?
খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝ?
গ. এ ব্যক্তির ওপর পৃথিবীর কোন আকর্ষণ বল কাজ করছে?
ঘ. নিউটনের তৃতীয় সূত্রের আলোকে উদ্দীপকে উদ্ধৃত ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ পৃথিবীর দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল কিসের ওপর নির্ভর করে?
উত্তর : পৃথিবীর দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল ওই বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের ওপর নির্ভর করে।
প্রশ্ন ॥ ২ ॥ নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে?
উত্তর : নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল হবে ১২২ অর্থাৎ এক-চতুর্থাংশ।
প্রশ্ন ॥ ৩ ॥ কোন বলের প্রভাবে সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে?
উত্তর : মহাকর্ষ বলের প্রভাবে সকল গ্রহ সূর্যের চারদিকে ঘোরে।
প্রশ্ন ॥ ৪ ॥ আপেল ও পৃথিবীর আকর্ষণ বল কিসের ওপর নির্ভর করে?
উত্তর : আপেল ও পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল তাদের ভর ও মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
প্রশ্ন ॥ ৫ ॥ কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তা কোন বলের প্রভাবে ভূমিতে এসে পৌঁছায়?
উত্তর : কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে এসে পেঁৗঁছায়।
প্রশ্ন ॥ ৬ ॥ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত বৃদ্ধি পায়?
উত্তর : ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ মিটার/ সেকেন্ড বৃদ্ধি পায়।
প্রশ্ন ॥ ৭ ॥ ওজন কী থেকে নির্ণয় করা যায়?
উত্তর : বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ ‘ম’-এর মান দিয়ে গুণ করে ওজন নির্ণয় করা যায়।
প্রশ্ন ॥ ৮ ॥ ‘৫ শম’ ভর বলতে কী বুঝায়?
উত্তর : ‘৫ শম’ ভর বলতে বুঝায় বস্তুটির মোট পদার্থের পরিমাণ ৫ কিলোগ্রাম।
প্রশ্ন ॥ ৯ ॥ কী দ্বারা বস্তুর ওজন পরিমাপ করা যায়?
উত্তর : স্প্রিং নিক্তি দ্বারা কোনো বস্তুর ওজন পরিমাপ করা যায়।
প্রশ্ন ॥ ১০ ॥ এসআই পদ্ধতিতে ভরের একক কী?
উত্তর : এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
প্রশ্ন ॥ ১১ ॥ বস্তুর ভর কিসের ওপর নির্ভর করে?
উত্তর: যে পরমাণু ও অণু দিয়ে একটি বস্তু গঠিত হয় তার সংখ্যা ও সংযুক্তির ওপর ঐ বস্তুর ভর নির্ভর করে।
প্রশ্ন ॥ ১২ ॥ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
উত্তর : পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ গাছের ফল মাটিতে পড়ে কেন?
উত্তর : পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে। এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বলে। অভিকর্ষ বলের জন্যই গাছের ফল মাটিতে পড়ে।
প্রশ্ন ॥ ২ ॥ বিষুব অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হয় কেন?
উত্তর : অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব জ এর ওপর নির্ভর করে। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা। তাই মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ জ কম হয়। মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে জ-এর মান বাড়তে থাকে। জ এর মান বাড়লে ম এর মান কম হয় আর কম হলে ম এর মান বেশি হয়। তাই বিষুব অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম হয়।
প্রশ্ন ॥ ৩ ॥ লিফটে আমরা নিজেদের ওজন টের পাই কীভাবে?
উত্তর : আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখন লিফটের মেঝের ওপর আমাদের ওজনের সমান বল সম প্রয়োগ করি, লিফটও আমাদের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এভাবে আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই।
প্রশ্ন ॥ ৪ ॥ লিফটে উপরে ওঠার সময় আরোহী নিজেকে ভারী অনুভব করেন কেন?
উত্তর : লিফট যখন উপরে উঠতে থাকে তখন লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ বেশি হয়। ফলে লিফটে আমরা বেশি বল প্রয়োগ করি এবং লিফটও আমাদের ওপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজন এর চেয়ে বেশি হয়। ফলে লিফট আরোহী নিজেকে ভারী অনুভব করে।
প্রশ্ন ॥ ৫ ॥ মহাশূন্যচারীরা নিজেকে ওজনহীন বলে মনে করেন কেন?
উত্তর : মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। এ বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ শূন্য হয় এবং মহাশূন্যচারী মহাশূন্যযানের দেয়াল বা মেঝেতে কোনো বল প্রয়োগ করেন না। ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বলও অনুভব করেন না। তাই তিনি নিজেকে ওজনহীন বলে মনে করেন।
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post