৮ম শ্রেণী বিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে আবার কখনো বা রোগ নিরাময়েও সাহায্য করে।
আজ আমরা কোর্সটিকায় জেএসসি বা অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো। এ অধ্যায় থেকে ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
৮ম শ্রেণী বিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
সৃজনশীল প্রশ্ন ১ : সিফাতের নতুন বাড়িতে চুনকাম করার জন্য এক নির্মাণ শ্রমিক একটি পাত্রে বেশ কিছু চুন ভিজিয়ে রাখলে সিফাত দেখল পাত্রের পানিতে বুদবুদ আকারে একটি গ্যাস বের হচ্ছে এবং পাত্রটাও বেশ গরম হয়ে গেল।
ক. যোজনী কাকে বলে?
খ. যৌগমূলক বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বিক্রিয়ায় পাত্রটি গরম হওয়ার কারণ সমীকরণসহ বর্ণনা কর।
ঘ. পাত্রে বুদবুদ আকারে বের হওয়া গ্যাসটি পরিষ্কার চুনের পানির সাথে যে বিক্রিয়া ঘটায় তা সমীকরণসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : পরীক্ষাগারে দুই বন্ধু রূপম ও রিদম দুইটি বিক্রিয়া ঘটালো। রূপম লোহার গুড়ার সাথে তুঁতের দ্ববণের মিশ্রণকে তাপ দিল। অপরদিকে রিদম চুনাপাথরকে উত্তপ্ত করলো।
ক. সংকেত কাকে বলে?
খ. সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ_ ব্যাখ্যাকর।
গ. রুপমের সংঘটিত বিক্রিয়াটি সমীকরণসহ লিখ ।
ঘ. উদ্দীপকের বিক্রিয়া দুইটি কি একই ধরনের? যুক্তিসহ লিখ ।
সৃজনশীল প্রশ্ন ৩ : অর্ক বাবার সাথে বেড়াতে গেলেই খেলনা গাড়ি কেনে। এগুলো ব্যাটারি ছাড়া চলেইনা। কয়েকদিন ব্যবহার না করলে ব্যাটারি নষ্ট হয়ে দামী খেলনাটাই অকেজো হয়ে যায়।
ক. তুঁতের সংকেত কী?
খ. চুনে পানি যোগ করলে কী ঘটে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের খেলনা গাড়ী চালাতে সজিব গঠনপ্রণালী বর্ণনা করো।
ঘ. খেলনা গাড়ীর মতো টর্চ লাইট জ্বালানোর সময় বস্তুটিতে কী ধরনের শত্তির রূপান্তর ঘটে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : একটি যৌগ যা আইপিএস-এর ব্যাটারীতে ব্যবহৃত হয় এবং সার কারখানার অতি প্রয়োজনীয় উপাদান। যৌগটি নীল লিটমাসকে লাল করে।
ক. নির্দেশক কাকে বলে?
খ. মিল্ক অফ লাইম বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য লিখো।
ঘ. উদ্দীপকের যৌগটিকে চুনের পানির সাথে মিশালে কী ঘটবে? সমীকরণসহ লিখো।
সৃজনশীল প্রশ্ন ৫ : রফিক পরীক্ষাগারে একটি টেস্টটিউবে চুনা পাথর নিয়ে তাপ দিতে থাকল। এতে টেস্টটিউব থেকে এক ধরনের গ্যাস নির্গত হতে লাগল। এরপর তাপ দেয়া বন্ধ করে ঠাণ্ডা হওয়ার পর তার মধ্যে এসিটিক এসিড যুক্ত করল। সে টেস্টটিউবের নীচে স্পর্শ করে দেখলে টেস্টটিউবটি আবার গরম হয়ে উঠেছে।
ক. তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
খ. SO2 এবং SO3 এর মধ্যে পার্থক্য কী?
খ. রফিকের ১ম পরীক্ষায় যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে তা কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া সমীকরণসহ ব্যাখ্যা করো।
ঘ. ১ম পরীক্ষায় তাপ দেওয়ার প্রয়োজন হলেও ২য় পরীক্ষায় কেন টেস্টটিউব গরম হয়ে উঠেছে_ সমীকরণ সহ যৌক্তিক বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ প্রতীক কী?
উত্তর : প্রতীক হলো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ।
প্রশ্ন ॥ ২ ॥ সংকেত কী?
উত্তর : কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ হলো সংকেত। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2।
প্রশ্ন ॥ ৩ ॥ সংযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে।
প্রশ্ন ॥ ৪ ॥ প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ঐ স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
প্রশ্ন ॥ ৫ ॥ বিযোজন বিক্রিয়া কাকে বলে?
উত্তর : যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ উৎপন্ন হয়, তাকে বিযোজন বিক্রিয়া বলে।
প্রশ্ন ॥ ৬ ॥ শক্তির রূপান্তর কাকে বলে?
উত্তর : শক্তির এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।
প্রশ্ন ॥ ৭ ॥ শুষ্ক কোষ কাকে বলে?
উত্তর : তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে পেস্ট ব্যবহার করে যে কোষ গঠন করা হয় তাকে শুষ্ক কোষ বলে।
প্রশ্ন ॥ ৮ ॥ শুষ্ক কোষে শক্তির উৎস কী?
উত্তর : শুষ্ক কোষে শক্তির উৎস হলো এতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অর্থাৎ দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া ও MnO2।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ H ও H2 বলতে কী বুঝায়?
উত্তর : ঐ দ্বারা হাইড্রোজেন মৌলের প্রতীক বুঝায়। এটি হাইড্রোজেনের একটি পরমাণুকে নির্দেশ করে।
H2 দ্বারা হাইড্রোজেনের একটি অণুকে প্রকাশ করে, যা দুটি পরমাণু নিয়ে গঠিত। এটি হাইড্রোজেনের সংকেতও নির্দেশ করে।
প্রশ্ন ॥ ২ ॥ দহনের বৈশিষ্ট্য কী কী?
উত্তর : দহনের বৈশিষ্ট্যগুলো হলোÑ
ক. দহনে অক্সিজেন প্রয়োজন হয়।
খ. দহনের সময় প্রচুর তাপশক্তি ও আলোক শক্তি উৎপন্ন হয়।
গ. দহন দ্রুত রাসায়নিক প্রক্রিয়া।
প্রশ্ন ॥ ৩ ॥ মোমবাতি জ্বালালে কোন ধরনের পরিবর্তন ঘটে?
উত্তর : মোমবাতি জ্বালালে একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়।
মোমবাতিকে জ্বালালে উত্তাপে মোমের কিছু অংশ গলে যায়। এ গলা মোম আবার ঠাণ্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয়। এক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে। একই সাথে মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তাপ ও আলোক শক্তি তৈরি করে। এক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে।
প্রশ্ন ॥ ৪ ॥ রান্নায় শক্তির কী ধরনের পরিবর্তন হয়? ব্যাখ্যা কর।
উত্তর : রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত শক্তির দুই ধরনের পরিবর্তন হয়। রান্না করার জন্য প্রথমে চুলা জ্বালানো হয়। চুলায় গ্যাস জ্বালিয়ে তাপ উৎপন্ন করা হয়। আমরা জানি চুলায় আগুন জ্বালাতে যেসব উপকরণ লাগে তার মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। তাপ উৎপাদনের কারণে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। আবার তাপের কারণে রান্না হয়। অর্থাৎ রান্নার মধ্যে তাপশক্তি পুনরায় রাসায়নিক শক্তিরূপে জমা হয়। সুতরাং রান্নার দ্বারা শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়।
প্রশ্ন ॥ ৫ ॥ তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারের প্রয়োজন হয় কেন?
উত্তর : তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করতে হলে দ্রবণের
মধ্যে একটি বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করতে হয়। দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হলে দুটি ধাতব পাতের দরকার হয়। যার একটি দিয়ে বিদ্যুৎ কোষে প্রবেশ করে এবং অন্যটি দিয়ে বের হয়ে যায়। এ তড়িৎ বিশ্লেষণে বিদ্যুৎ প্রবাহ চালনা করতে অবশ্যই তড়িৎদ্বার লাগবে।
প্রশ্ন ॥ ৬ ॥ গলিত NaCl এ তড়িৎ বিশ্লেষণ চালনা করলে কী উৎপন্ন হয়?
উত্তর : গলিত NaCl -এর মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ চালনা করলে অ্যানোডে বা ধনাত্মক তড়িৎদ্বারে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে বা ঋণাত্মক তড়িৎদ্বারে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়।
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post