৮ম শ্রেণী বিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এ প্রবাহ আবার দুই রকম- এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এর দুইপ্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িৎযন্ত্র উপকরণসমূহকে শ্রেণি ও সমান্তরাল সংযোগ যুক্ত করা যায়। এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য আ্যামিটার বা যেকোনো দুইপ্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার ভোল্টমিটার।
কোর্সটিকায় আজ আমরা জেএসসি বা অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ সম্পর্কে জানবো। এ অধ্যায় থেকে ৫ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
৮ম শ্রেণী বিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
সৃজনশীল প্রশ্ন ১ : বাড়িতে ২২০ ভোল্টের একটি বাল্বের রোধ ১১ ওহম। সে বাড়িতে প্রায়ই লোকজন অকারণে বিদ্যুৎ অপচয় করে। একদিন আসিফ বাড়ির সবাইকে বিদ্যুৎ অপচয় রোধে সতর্ক হওয়ার পরামর্শ দিল।
ক. রোধের একক কী?
খ. বাড়িতে বিদ্যুৎ সরবারহের জন্য কোন সমান্তরাল বর্তনী সবচেয়ে বেশী উপযোগী?
গ. আসিফের বাড়ির উল্লেখিত বাল্বটিতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালিত হয়?
ঘ. আসিফের মতো বিদ্যুৎ এর অপচয় রোধে আমাদের কোন কেন বিষয়গুলোর প্রতি সচেতন হতে হবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ইসমাইল সাহেব তার নতুন অফিস কক্ষে ১০০ ওয়াটের দুইটি বাল্ব সিরিজে সংযুক্ত করলেন। কিন্তু ২ টি সিলিং ফ্যান ও ১ টি টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করেন।
ক. রোধ কাকে বলে?
খ. বাসা-বাড়িতে ফিউজ ব্যবহার হয় কেন?
গ. উদ্দীপকে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সাহায্যে একটি সমান্তরাল বর্তনী আঁক।
ঘ. উদ্দীপকের কোন বর্তনী বাসা-বাড়ীতে ব্যবহার হয় এবং কেন? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : রফিক তার বাড়িতে সমান্তরাল বর্তনীর মাধ্যমে এবং মৎস্য খামারে সিরিজ বর্তনীর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।’ তার বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ প্রবাহমাত্রা ০.৫ অ্যাম্পিয়ার এবং বিভব পার্থক্য ২২০ ভোল্ট।
ক. ডিসি প্রবাহ কাকে বলে?
খ. নিরাপত্তা ফিউজ বলতে কী বোঝায়?
গ. রফিকের বাড়িতে ব্যবহৃত বর্তনীর রোধ নির্ণয় করো।
ঘ. রফিকের বাড়ির এবং মৎস্য খামারের বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বলে তুমি মনে করো? সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সিরাজ মিয়া শীততাপ নিয়ন্ত্রিত একটি দালান নিমাণ করে কয়েকটিতে অফিস, ব্যাংক, শপিং মল, অপর ফ্ল্যাটগুলো বসবাসের জন্য ভাড়া দিল। নিচ থেকে নয়তলা পর্যন্ত উঠার জন্য লিফটের ব্যবস্থাসহ প্রত্যেক ফ্ল্যাটে সমান্তরাল সংযোগ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করলেন।
ক. পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে?
খ. তড়িৎ বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ প্রত্যেক ফ্লাটে বিদ্যুতের উক্ত সংযোগ দেয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. সিরাজ মিয়ার ভবনে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিদ্যুতের অপচয় রোধে কি কি কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব রহমান অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাসে শ্রেণি সংযোগ ও সমান্তরাল সংযোগ বর্তনী সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন এবং বললেন, বাসা বাড়ির জন্য সমান্তরাল সংযোগ বর্তনী উপযোগী।
ক. এক ওহম কাকে বলে?
খ. ওহমের সূত্রটি ব্যাখ্যা করো।
গ. শিক্ষকের বর্ণনাকৃত প্রথম বর্তনীটি চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. শিক্ষকের শেষোক্ত উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ পরিবাহী বলতে কী বুঝ?
উত্তর : যেসব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে, সেসব পদার্থকে তড়িৎ পরিবাহী বলে।
প্রশ্ন ॥ ২ ॥ ডিসি জেনারেটর কোন বিদ্যুৎ প্রবাহের উৎস?
উত্তর : ডিসি জেনারেটর অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহের উৎস।
প্রশ্ন ॥ ৩ ॥ কোন বিদ্যুৎ প্রবাহিত না হয়ে একই দিকে প্রবাহিত হয়?
উত্তর : অপর্যাবৃত্ত বিদ্যুৎ প্রবাহিত না হয়ে একই দিকে প্রবাহিত হয়।
প্রশ্ন ॥ ৪ ॥ জেনারেটর কী?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে পর্যাবৃত্ত বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে।
প্রশ্ন ॥ ৫ ॥ রোধ এর একক কী?
উত্তর : রোধের একক হলো ওহম।
প্রশ্ন ॥ ৬ ॥ বিভব পার্থক্য মাপার একক কী?
উত্তর : বিভব পার্থক্য মাপার একক হলো ভোল্ট।
প্রশ্ন ॥ ৭ ॥ বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপার একক কী?
উত্তর : বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপার একক হলো অ্যাম্পিয়ার।
প্রশ্ন ॥ ৮ ॥ ১ ওহম কাকে বলে?
উত্তর : কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ১ ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ১ অ্যাম্পিয়ার হলে, ঐ পরিবাহীর রোধ হবে ১ ওহম।
প্রশ্ন ॥ ৯ ॥ ভোল্টমিটার কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর : বর্তনীতে রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের কাজে ভোল্টমিটার ব্যবহৃত হয়।
প্রশ্ন ॥ ১০ ॥ ভোল্টমিটারকে বর্তনীতে কিভাবে সংযুক্ত করতে হয়?
উত্তর : ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে যুক্ত করতে হয়।
প্রশ্ন ॥ ১১ ॥ অ্যামিটার কাকে বলে?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎপ্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপা যায় তাকে অ্যামিটার বলে।
প্রশ্ন ॥ ১২ ॥ ভোল্টমিটার কাকে বলে?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন ॥ ১ ॥ তড়িৎ বিভব পার্থক্য বলতে কী বুঝ?
উত্তর : প্রতি একক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ঐ বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না। ফলে কোনো আধান প্রবাহিত হয় না এবং কোনো কাজও সম্পন্ন হয় না।
প্রশ্ন ॥ ৩ ॥ একটি সরু তামার তার ও একটি মোটা তামার তারের দৈর্ঘ্য সমান। কোন তারটির রোধ বেশি?
উত্তর : সরু তামার তারের রোধ বেশি। সরু তারে তড়িৎ প্রবাহ বেশি বাধা পায়। তড়িৎ প্রবাহ বেশি বাধা পেলে পরিবাহীর রোধ বেশি হবে।
প্রশ্ন ॥ ৪ ॥ ভোল্টমিটারে উচ্চ রোধবিশিষ্ট গ্যালভানোমিটার কেন ব্যবহার করা হয়?
উত্তর : বর্তনীতে সমান্তরালে যুক্ত ভোল্টমিটারের রোধ বর্তনীর প্রবাহে যেন পরিবর্তন না করতে পারে এজন্য একটি উচ্চ মানের রোধ এর কুণ্ডলির সাথে সিরিজে যুক্ত করতে হয়। এতে মূল প্রবাহের নগণ্য অংশ ভোল্টমিটারের মধ্য দিয়ে যায়। ফলে প্রবাহের কোনো লক্ষণীয় পরিবর্তন হয় না।
প্রশ্ন ॥ ৫ ॥ ফিউজ পুড়ে গেলে দুই তিনটি তার একত্র করে লাগানো ঠিক নয় কেন?
উত্তর : ফিউজ পুড়ে গেলে দুই তিনটি তার একত্র করে লাগানো ঠিক নয় কারণ এতে ফিউজের মান বেড়ে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। তাই ফিউজ পুড়ে গেলে দুই তিনটি তার একত্র করে লাগানো উচিত নয়।
প্রশ্ন ॥ ৬ ॥ বিদ্যুতের মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন?
উত্তর : গৃহ বর্তনীর লাইন জ্বলে যাওয়ার হাত থেকে গৃহের বৈদ্যুতিক যন্ত্রপাতিকে বাঁচাতে গৃহ বর্তনীর মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। কোনো কারণে বিপরীতধর্মী তড়িতের দুটি লাইনে সরাসরি সংযোগ ঘটলে সমগ্র লাইনের রোধ খুব কমে গিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা বেড়ে যায়। এই অবস্থায় লাইনে প্রবল তড়িৎ প্রবাহ চলে। এর ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং লাইনে আগুন ধরে যেতে পারে। ফিউজ তার বিদ্যুতের লাইনকে পুড়িয়ে দেওয়ার আগেই নিজে পুড়ে গৃহ বর্তনীকে ছিন্ন করে দেয়। ফলে বৈদ্যুতিক উপকরণসমূহ এবং সমগ্র বাড়ি দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পায়।
প্রশ্ন ॥ ৭ ॥ বিদ্যুৎ শক্তির অপচয় রোধ করা গেলে কী কী সুফল পাওয়া যাবে?
উত্তর : বিদ্যুৎ শক্তির অপচয় রোধ করা গেলে আমরা নানাভাবে লাভবান হতে পারি-
১. বিদ্যুতের অপচয় রোধ করা গেলে লোডশেডিং কম হবে। ফলে সকল এলাকার জনগণ বিদ্যুৎ ব্যবহারে সুযোগ পাবে।
২. বিদ্যুতের অপচয় রোধ করা গেলে প্রয়োজনের সময় তা কাজে লাগানো যাবে।
►► বিজ্ঞান অধ্যায় ১ : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
►► বিজ্ঞান অধ্যায় ২ : জীবের বৃদ্ধি ও বংশগতি
►► বিজ্ঞান অধ্যায় ৩ : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
►► বিজ্ঞান অধ্যায় ৪ : উদ্ভিদে বংশ বৃদ্ধি
►► বিজ্ঞান অধ্যায় ৫ : সমন্বয় ও নিঃসরণ
►► বিজ্ঞান অধ্যায় ৬ : পরমাণুর গঠন
►► বিজ্ঞান অধ্যায় ৭ : পৃথিবী ও মহাকর্ষ
►► বিজ্ঞান অধ্যায় ৮ : রাসায়নিক বিক্রিয়া
►► বিজ্ঞান অধ্যায় ৯ : বর্তনী ও চলতড়িৎ
►► বিজ্ঞান অধ্যায় ১০ : অম্ল, ক্ষারক ও লবণ
অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post