বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন : মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ হয়েছে। এগুলো হলো- প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দুটি যুদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। লাখ লাখ মানুষ যুদ্ধে নিহত হয়েছেন।
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসশীলা মানুষকে যুদ্ধের প্রতি বীতশ্রদ্ধ ও শান্তির জন্য আগ্রহী করে তোলে। গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’। প্রতিষ্ঠানটি বিশ্বশান্তি ও নিরাপত্তা অর্জনে ব্যর্থ হয়। ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরও কলঙ্কিত ও বিভীষিকাময়।
এসময়ে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতি সংঘ গঠন করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠাসহ নারী ও শিশুর অবস্থান উন্নয়নে জাতিসংঘ অনেক ভূমিকা রেখে চলেছে। জাতিসংঘ মানবাধিকার এবং বিশ্বশান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। এ অধ্যায়ে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানব।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : ক ও খ দুটি দেশ। দেশ দুটির মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়ে থাকে। এই মীমাংসা রোধে একটি বিশ্ব সংস্থা কাজ করে। উক্ত সংস্থাটির অনেক শাখা রয়েছে। এই সংস্থাটি বিশ্ব শান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করে আসছে।
ক. লীগ অব নেশনস সৃষ্টি হয় কত সালে?
খ. বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. ক ও খ এর মধ্যে বিবাদ, সংঘর্ষ মীমাংসায় বিশ্ব সংস্থাটির কোন শাখা কাজ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখে যাচ্ছে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে নারীর সকল অধিকার নিশ্চিত করতে একটি সংগঠন একটি সনদ রচনা করেছে। এই সনদে নারীর অধিকার নিশ্চিত করতে কতগুলো ধারা রয়েছে। ধারাগুলোকে কিছু ধারায় নারীর প্রতি কত প্রকার বৈষম্য রয়েছে তা বিশ্লেষণ করে।
ক. ‘আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখে পালিত হয়?
খ. বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সনদের সাথে কোন সনদের সাথে মিল রয়েছে? বিশ্লেষণ কর।
ঘ. নারীর অধিকার নিশ্চিত করতে উক্ত সনদের কার্যাবলি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ :ফাতেমা হক তার একমাত্র সন্তানকে নিয়ে অত্যন্ত গর্বিত। কারণ তার ছেলে মাহমুদ শান্তিরক্ষায় দেশের বাইরে গেছে। প্রায়ই ছেলের মায়ায় সে কেঁদে ফেলে। কিন্তু তার সন্তান শত শত মানুষের রক্ষায় কাজ করছে এটি ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। তার ছেলের কার্যক্রম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. UNICEF-এর পূর্ণরূপ কী?
খ. জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
গ. উদ্দীপকে উল্লিখিত মাহমুদ কোন মিশনে যোগদান করেছে? বিশ্লেষণ কর।
ঘ. “উক্ত মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এ দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : সাহানা বেগম একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তিনি এখানে খুব সম্মানজনক অবস্থায় আছেন। এই অফিসে জাতিসংঘের সনদ অনুযায়ী নারী-পুরুষ সবাইকে সমভাবে মূল্যায়ন করা হয়। একদিন তিনি পত্রিকা পড়ে জানতে পারেন জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা আফ্রিকার একটি দেশে এ দেশের জাতীয় ফল কাঁঠাল গাছের চারা রোপণ করেছে।
ক. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেছিল?
খ. ‘লীগ অব নেশনস’ চূড়ান্তভাবে ব্যর্থ হয় কেন? ব্যাখ্যা কর।
গ. সাহানা বেগম জাতিসংঘের কোন সনদের কথা বলেছেন? সনদটির ভূমিকা বর্ণনা কর।
ঘ. ‘জাতিসংঘের শান্তি মিশনে যোগদান করে বাংলাদেশের সৈন্যরা এদেশের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি করেছে’ তোমার যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : নাটুয়ারপাড়া ইউনিয়নের উদ্যোগে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি সংগঠন সৃষ্টি হয়েছে। এই সংগঠনের পাঁচটি গ্রাম স্থায়ী রয়েছে। বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদনের জন্য পাঁচটি অস্তা রয়েছে। এই সংগঠন যেকোন উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে। শান্তি প্রতিষ্ঠায় এই সংগঠনের অবদান অনস্বীকার্য।
ক. জাতিসংঘ দিবস কোনটি?
খ. সিডও সনদের উদ্দেশ্য বুঝিয়ে লেখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে কোন বিশ্ব সংগঠনের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংগঠনের অবদান আলোচনা কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post