কোর্সটিকায় ইতোমধ্যে ৯ম শ্রেণির প্রতিটি বইয়ের সমাধান দেওয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকে ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ অধ্যায় সেশন ৭ সমাধান নিয়ে আলোচনা করা হবে। ডিজিটাল প্রযুক্তি বইয়ের এই সেশনের নাম হচ্ছে– সেমিনার। সেমিনার সেশন আলোচনা শেষে তোমরা পেয়ে যাবে এই সেশনের উপর বিস্তারিত একটি ক্লাস।
এই ক্লাসে সেমিনার সেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে এই সেশনে থাকা বাড়ির কাজগুলো সমাধান করে দেওয়া হয়েছে। ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি প্রতিটি সেশনের সমাধান এভাবে পড়লে তোমরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আরও জানতে পারবে। এভাবে তোমাদের পড়ালেখা হবে অতিসহজ।
৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৬ষ্ঠ অধ্যায় সেশন ৭ সমাধান
আজ আমাদের সেমিনার এবং এই বছরের মতো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শেষ সেশন।
গত সেশনে তৈরি করা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আজ আমরা আমাদের সেমিনারে উপস্থাপন করব। উপস্থাপনের ক্ষেত্রে দলের সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করব এবং আমাদের প্রেজেন্টেশন দেখে কারো কোনো প্রশ্ন থাকলে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
সেমিনার শেষে নিচের ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দিব। এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের প্রত্যেকের আন্তমহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন।
নাম :
শ্রেণি :
বিদ্যালয় :
…………..অনলাইন মেলাতে…………..দেশগুলো সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে। আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।
…………………….
শিক্ষকের স্বাক্ষর ও তারিখ
…………………………..
প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post