৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর : গৃহ ব্যবস্থাপনায় অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। মানুষের যেকোনো চাহিদা পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। অর্থের সঠিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল হচ্ছে বাজেট। বাজেট করে সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করলে অর্থের অপচয় রোধ হয় এবং চাহিদা পূরণ করা সহজ হয়।
পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম। সময় এমনই একটি সম্পদ যাকে কমানো, বাড়ানো বা সঞ্চয় করা যায় না। তাই এই মহামূল্যবান সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে সময় পরিকল্পনা করা আবশ্যক। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য অর্থ ও সময়ের মতো শক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয়।
৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর
১. তানজিল সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক আয় ১০,০০০/- টাকা। স্ত্রী, স্কুল পড়ুয়া দুই সন্তান এবং অসুস্থ মাকে নিয়ে তাঁর সংসার। মাসের শুরুতে সংসার চালানোর টাকা স্ত্রীর কাছে দেন। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে কষ্ট করে বাকি দিন চালাতে হয়।
ক. বাজেট কী?
খ. বাজেটের খাত বলতে কী বোঝায়?
গ. তানজিল সাহেবের পরিবারের জন্য একটি মাসিক বাজেট প্রণয়ন করে দেখাও।
ঘ. তানজিল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
২. শাকিলা একটি মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। তিনি প্রতি মাসে আয়ের পরিমাণ অনুযায়ী বাজেট তৈরি করেন। তিনি পরিবারের গুরুত্বপূর্ণ ব্যয় খাতগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ দেন। কোনো বিশেষ কারণে যদি কোনো খাতে হঠাৎ করে ব্যয় বেশি হয়ে যায় তাহলে অন্য খাতের ব্যয় কমিয়ে তিনি সমতা আনেন। তিনি বলেন, “বাজেট অনুযায়ী অর্থ ব্যয় করলে তা সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দেয়।”
ক. কিসের ভিত্তিতে সময় তালিকা তৈরি হয়?
খ. একজন স্কুল শিক্ষার্থীর জন্য দু’ধরনের সময় তালিকা প্রয়োজন কেন?
গ. শাকিলা কীভাবে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেন? বর্ণনা কর।
ঘ. শাকিলার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৩. আইভি ও সোহান দম্পতির পরিবারের দুই সন্তান ও একজন গৃহকর্মীসহ সদস্যসংখ্যা ৫ জন। তাদের মাসিক আয় ২০,০০০ টাকা। আইভি তার পরিবারের সকল চাহিদা পূরণের ক্ষেত্রে কৌশলে অর্থ ব্যয়ের জন্য বাজেট প্রণয়ন করেন এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিয়ম মেনে চলেন। তাই পারিবারিক ব্যয় নির্বাহে তাদের কোনো সমস্যা হয় না।
ক. বাজেট কী?
খ. বাজেটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. আইভির ৫ সদস্যবিশিষ্ট পরিবারের জন্য ২০,০০০ টাকার একটি মাসিক বাজেটের নমুনা তৈরি কর।
ঘ. আইভির পারিবারিক বাজেট প্রণয়নকালে কোন বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা উচিত বলে মনে কর?
৪. কল্যাণী তার পরিবারের সদস্যদের সকল চাহিদা যথাযথভাবে পূরণ করার উদ্দেশ্যে প্রতি মাসে বাজেট তৈরি করেন। তবে তিনি তার বাজেটে জরুরি অবস্থা মোকাবিলার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখেন না। ফলে পরিবারের কেউ হঠাৎ করে অসুস্থ হলে, পরিচিত বা আত্মীয়দের কেউ কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তার বাজেটে সমস্যা হয়।
ক. বাজেট করে অর্থ ব্যয় করলে কী সাশ্রয় হয়?
খ. অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম ও প্রধান- বুঝিয়ে লেখ।
গ. কল্যাণীর বাজেটে সমস্যা সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
ঘ. কল্যাণীর তৈরিকৃত বাজেটটি কি বাস্তবমুখী? তোমার মতামত যুক্তিসহ ব্যাখ্যা কর।
৫. মিসেস সুফিয়া একজন সুব্যবস্থাপক। পরিবারে বাজেট ও সময় তালিকা প্রণয়ন করে তিনি গৃহব্যবস্থাপনার নানাবিধ কার্য সম্পন্ন করে থাকেন। তার প্রথম কন্যা সন্তান লাবিবা নবম শ্রেণিতে অধ্যয়নরত। সেও তার মায়ের মতোই সময় তালিকা অনুযায়ী সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পছন্দ করে। তাই সে স্কুল খোলা ও বন্ধের দিনের সময় তালিকা প্রণয়ন করে সময় অতিবাহিত করে থাকে। মিসেস সুফিয়া মনে করেন, প্রকৃত বাজেট ও সময় তালিকা সময় ও শক্তির সাশ্রয় করে।
ক. মানবীয় সম্পদগুলোর মধ্যে কোনটি অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ?
খ. পারিবারিক বাজেট বলতে কী বোঝায়?
গ. লাবিবার স্কুল বন্ধের দিনের একটি সময় তালিকা প্রণয়ন কর।
ঘ. মিসেস সুফিয়ার উক্তিটির সাথে তুমি কি একমত পোষণ কর? যুক্তিসহ তোমার মতামত দাও।
৬. আজ মাসের প্রথম দিন এবং শুক্রবার। হাফিজ সাহেব বারান্দায় বসে সংসার খরচের হিসাব করছিলেন। এ সময় তার মেজো মেয়ে হীরা এসে জানতে চাইল তিনি কী করছেন। উত্তরে হাফিজ সাহেব বললেন, এটি একটি আয়-ব্যয়ের হিসাব যা প্রকৃত বাজেট নামে পরিচিত। এ বাজেটে মাসিক একটি হিসাব থাকে। প্রয়োজনীয় দ্রব্যের নির্ধারিত দাম জানা থাকে বলে সহজেই কেনাকাটা করা যায়, ফলে সময় ও শক্তির সাশ্রয় হয়।
ক. কাজের সময় কয়টি হাত ব্যবহার করতে হয়?
খ. কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জাম ব্যবহারের সুবিধা লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত বাজেটে হাফিজ সাহেব কীভাবে আয়-ব্যয়ের হিসাব রাখেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ছাড়া হাফিজ সাহেব আর কীভাবে শক্তির অপচয় রোধ করেন? আলোচনা কর।
৭. সোহানা বেগম মনে করেন সময় তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে তিনি সময় তালিকা তৈরি করেন। এক্ষেত্রে তিনি পরিবারের সদস্যদের মতামত, সুযোগ-সুবিধা, পছন্দ, অভ্যাস, বিশ্রাম ইত্যাদির দিকে বিশেষ লক্ষ রাখেন। তাই তার সময় তালিকাটি যথার্থ ও কার্যকরী হয়। তাকে সময় তালিকা অনুসরণ করতে দেখে তার ছেলে সেলিমের মধ্যেও সময়মতো কাজ করার অভ্যাস গড়ে উঠেছে।
ক. বাজেটে সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় কোন খাতে?
খ. বাজেট তৈরিতে সঠিক নিয়ম অনুসরণ করা জরুরি কেন?
গ. সোহানা বেগম কোন পদ্ধতিতে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটির ব্যবস্থাপনা করেন? ব্যাখ্যা কর।
ঘ. সোহানা বেগমের ব্যবস্থাপনা প্রক্রিয়াটি তার সন্তানের ওপর কীরূপ প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।
৮. নাজমা রহমান নবম শ্রেণির ছাত্রীদের সময় তালিকা বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি মিলিকে সময় তালিকার সুবিধাগুলো একটি চার্টের মাধ্যমে ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করতে বললেন। মিলি ব্ল্যাকবোর্ডে নিম্নোক্ত সুবিধাগুলো লিখল-
১. করণীয় কাজ সম্পর্কে ধারণা হয়
২. সময়মতো কাজ করার অভ্যাস হয়
৩. সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে
৪. কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে ধারণা বাড়ে
৫. অবসর বিনোদন সম্ভব হয়
৬. কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে
ক. সময় কোন ধরনের সম্পদ?
খ. গৃহ ব্যবস্থাপনায় অর্থের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. মিলি সময় তালিকা হতে কীভাবে তার করণীয় কাজ সম্পর্কে ধারণা পাবে? ব্যাখ্যা কর।
ঘ. সময় তালিকা মিলির কাজে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করবেÑ তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৯. রহিমা বেগম একজন গৃহিণী। তিনি তার পরিবারের সকল কাজ নিজ হাতে করেন। সকল কাজ করার সময় তিনি কোনো সময়ের দিকে খেয়াল রাখেন না।
ক. বিনিময়ের একমাত্র মাধ্যম কী?
খ. সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. রহিমা বেগমের জন্য একটি সময় তালিকার নমুনা তৈরি কর।
ঘ. “সময়কে যথাযথভাবে কাজে লাগালে জীবনে সফলতা আসে” – উক্তিটি রহিমা বেগমের আলোকে বিশ্লেষণ কর।
১০. তাসলিমা খানমের রান্না ঘরে সরঞ্জামগুলো যথাস্থানে গোছানো থাকে না। তাই রান্না করার সময় তাকে প্রয়োজনীয় সরঞ্জামগুলো খুঁজে বের করতে হয়। এতে করে রান্নার কাজে তার অধিক সময় ব্যয় হয়। তাছাড়া পরিবারের সবার কাপড় তিনি আলাদা আলাদাভাবে ভিজিয়ে ধৌত করেন। তবে সময় তালিকা অনুসরণ করার কারণে এত কাজ করার পরও তিনি অনেক অবসর সময় কাটাতে পারেন।
ক. শক্তির যথাযথ ব্যবহারের ওপর পরিবারের কী নির্ভর করে?
খ. ‘মানবজীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।’ ব্যাখ্যা কর।
গ. তাসলিমা খানমের অধিক শক্তি ব্যয়ের কারণ ব্যাখ্যা কর।
ঘ. তাসলিমা খানমের অবসর সময় কাটানোর পেছনে কোন নীতির ভূমিকা রয়েছে? বিশ্লেষণ কর।
১১. সামিয়া বিশ্বাস করে মানবজীবনের অমূল্য সম্পদ সময় ও শক্তি। কারণ সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না এবং শক্তি যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। তাই সে সময় তালিকা অনুসরণ করে দৈনন্দিন কাজগুলো সম্পাদন করে থাকে। সে শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য কাজ সহজকরণ কৌশল অবলম্বন করে কাজ করে থাকে।
ক. কিসের জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি?
খ. কঠিন কাজের পর হালকা কাজ দরকার কেন?
গ. সময় তালিকা অনুযায়ী কাজ করলে সামিয়া কীভাবে উপকৃত হবে? ব্যাখ্যা কর।
ঘ. কাজ সহজকরণের জন্য সামিয়া কী ধরনের কৌশল অবলম্বন করে বলে তুমি মনে কর।
১২. আমেনা খাতুন একটি মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। স্বামী, তিন সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে তার সংসার। স্বামীর একার আয় দিয়ে পরিবারের এতগুলো সদস্যের চাহিদা পূরণ করতে হয় বলে তাকে অনেক হিসাব-নিকাশ করে সংসার চালাতে হয়। তিনি সঠিক নিয়ম অনুসরণ করে বাজেট তৈরি করেন। তাই স্বামীর সীমিত আয় দ্বারা ঋণ গ্রহণ না করেই তিনি সংসার চালাতে পারছেন।
ক. শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে কাজে কী সৃষ্টি হয়?
খ. কাজে সঠিক স্থান ও সঠিক সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন কেন?
গ. আমেনা খাতুন বাজেট তৈরি করার সময় কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেন? বর্ণনা কর।
ঘ. সীমিত আয় দ্বারা ঋণ না করে সংসার চালানো সম্ভব – উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১৩. শায়লা ও সোহান দম্পতির পরিবারে দুই ছেলে ও গৃহকর্মীসহ সদস্য সংখ্যা ৫ জন। তাদের মাসিক আয় ২৫,০০০ টাকা। শায়লা কিছু নিয়ম মেনে বাজেট প্রণয়ন করেন। তাই পারিবারিক ব্যয় নির্বাহে তাদের কোনো সমস্যা হয় না।
ক. বাজেট কী?
খ. বাজেটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. শায়লার পরিবারের জন্য একটি মাসিক বাজেটের নমুনা তৈরি কর। বর্ণনা কর।
ঘ. শায়লার পারিবারিক ব্যয় নির্বাহে সমস্যা না হওয়ার কারণসমূহ বিশ্লেষণ কর।
১৪. স্ত্রী ও দুই সন্তান নিয়ে সালাম সাহেবের সংসার। সালাম সাহেবের সন্তান দুটি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তিনি ঢাকায় তার পৈতৃক বাড়িতে থাকেন। তার মাসিক আয় ৯,০০০/-। পারিবারিক বাজেট ও সময় তালিকা করে সংসার পরিচালনা করেন বলে সীমিত সম্পদেও তার সংসার সুন্দরভাবে চলে। (পাঠ-২ ও ৩) [মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা]
ক. সম্পদ কাকে বলে? ১
খ. পারিবারিক বাজেট করা হয় কেন? ২
গ. সালাম সাহেবের পরিবারের জন্য একটি মাসিক বাজেট প্রণয়ন কর। ৩
ঘ. “সময় তালিকা ও পারিবারিক বাজেট সালাম সাহেবের পরিবারের সুখ-শান্তির মূল কারণ” -উক্তিটি মূল্যায়ন কর।
১৫. নায়না নবম শ্রেণির ছাত্রী। সে পড়াশোনার পাশাপাশি মাকে সংসারের কাজে সাহায্য করে। নিজের পড়ালেখার ক্ষেত্রেও সে খুব সচেতন। তাই কোনোভাবেই যেন সময়ের অপচয় না হয়, সেদিকে সে বিশেষ খেয়াল রাখে। সে প্রতিদিনের জন্য সময় তালিকা তৈরি করেছে।
ক. বাজেট পরিবারের সদস্যদের কী হতে সাহায্য করে?
খ. আমাদের অসীম চাহিদাগুলো কীভাবে সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব?
গ. নায়নার জন্য স্কুল খোলার দিনের একটি সময় তালিকার নমুনা তৈরি কর।
ঘ. নায়নার সময় তালিকা প্রণয়নকালে যেসব বিষয় বিবেচনায় আনা উচিত বলে তুমি মনে কর তার পক্ষে সমর্থন জ্ঞাপন কর।
১৬. প্রিয়াংকা শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কাজ করতে চান। এজন্য তিনি কর্মতালিকা অনুসারে কাজ করেন। সদস্যদের পছন্দ, বয়স, আগ্রহ অনুযায়ী কাজ বণ্টন করেন। সঠিক দেহভঙ্গি বজায় রেখে কাজ করেন এবং তার কাজের মধ্যে পর্যাপ্ত বিশ্রামেরও ব্যবস্থা রাখেন। এছাড়া কাজের স্থান ও সরঞ্জাম স্থাপনে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। ফলে তিনি ক্লান্তিহীনভাবে দীর্ঘক্ষণ কাজ করতে পারেন।
ক. কখন থেকে সময় তালিকা অনুযায়ী কাজের অভ্যাস করতে হয়?
খ. একজন স্কুল শিক্ষার্থীর মধ্যে দু’ধরনের সময় তালিকা প্রয়োজন কেন?
গ. প্রিয়াংকা তার দৈনন্দিন কাজে যে সকল কৌশল অবলম্বন করেন তা বর্ণনা কর।
ঘ. কোন বিষয়গুলো প্রিয়াংকাকে ক্লান্তিহীনভাবে দীর্ঘক্ষণ কাজ করতে সহায়তা করে বিশ্লেষণ কর।
►► আরো দেখো: নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান (সবগুলো অধ্যায়)
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর PDF ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post