৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর : আমাদের মৌলিক চাহিদার মধ্যে গৃহ অন্যতম। এ গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন আসবাবপত্র। গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। গৃহসজ্জার জন্য সব সময় দামি আসবাবপত্র প্রয়োজন হয় না। নিজ সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিসপত্র দিয়েও গৃহসজ্জা করে রুচি ও শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে।
৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর
১. কালাম সাহেবের নতুন আসবাব কেনার শখ। তিনি পুরোনো আসবাব ব্যবহার করতে চান না। অন্যের কাছ থেকে অর্থ ধার করে তিনি নানারকম আসবাব ক্রয় করেন। আসবাবপত্র ঘরে সাজাতে গিয়ে তিনি নানা ধরনের অসুবিধায় পড়েন। এতে পরিবারের সদস্যরা তার প্রতি অসন্তুষ্ট হন।
ক. আসবাবপত্র বিন্যাসের ওপর গৃহসজ্জার কী নির্ভর করে?
খ. গৃহে অভ্যন্তরীণ সাজসজ্জা কেন প্রয়োজন?
গ. আসবাব নির্বাচনে কালাম সাহেবের কোন বিষয়টি বিবেচনা করা দরকার- ব্যাখ্যা কর।
ঘ. কালাম সাহেবের আসবাব ক্রয় করাটা কি যুক্তিযুক্ত ছিল? সপক্ষে যুক্তি দাও।
২. জরিফা বেগম সারা দিন কাজের পর গৃহে ফিরে আসেন। তিনি তার শোয়ার ঘরে ঢুকে সবসময় ক্লান্ত বোধ করেন। খাট, ড্রেসিং টেবিল, আলমারি ইত্যাদি সব কিছুর অবস্থান এমনভাবে রয়েছে যে, ঘরটি কোনোভাবেই তাকে আকর্ষণ করে না। তার বোন বেড়াতে এসে বসার ঘরে ঢোকে এবং কিছু সময় পর শোবার ঘরে এসে তাকে আসবাব বিন্যাসের শিল্পনীতি সম্পর্কে ধারণা দেন।
ক. গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ কী?
খ. আসবাব বিন্যাসে প্রাধান্য কেন গুরুত্বপূর্ণ?
গ. মিসেস জরিফা তার শয়নকক্ষের আসবাব কীভাবে বিন্যাস করতে পারেন- ব্যাখ্যা কর।
ঘ. সঠিক শিল্পনীতি অনুসরণের মাধ্যমে জরিফা বেগমের বাসস্থান আকর্ষণীয় হতে পারে- বিশ্লেষণ কর।
৩. আজাদ সাহেব একজন সরকারি কর্মকর্তা। চাকরির সুবাদে তাকে কয়েক বছর পর পর দেশের বিভিন্ন শহরে বদলি হতে হয়। এ কারণে তিনি গৃহসজ্জায় যুগোপযোগী আসবাবপত্র ব্যবহার করেন। গৃহের আসবাব নির্বাচনে তিনি বেশ কিছু বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেন। তাই তার ক্রয়কৃত আসবাবগুলো সহজেই বহন করা যায় এবং গৃহের সৌন্দর্য বর্ধনে সফল হয়।
ক. ছবি টাঙানোর জন্য কোনটি গুরুত্বপূর্ণ বিষয়?
খ. গৃহের নান্দনিকতায় কেন পর্দা প্রয়োজন?
গ. আজাদ সাহেবের ব্যবহৃত আসবাবে কোন অঞ্চলের চিত্র ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. আসবাব ক্রয়ের ক্ষেত্রে সঠিক বিবেচনা গুরুত্বপূর্ণ বিষয়- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৪. আফসানা বেগম একজন চাকরিজীবী সচেতন নারী। তিনি তার পরিবারের গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং গৃহের সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রতি বছর তার কাঠের আসবাবগুলো বার্নিশ করান। এতে পুরনো আসবাবগুলো নতুন দেখায়। তাছাড়া গৃহের জন্য আসবাব ক্রয়ের ক্ষেত্রে তিনি পরিবারের আয়, আসবারের মূল্য, আরাম, উপযোগিতা, যতœ ইত্যাদির প্রতি বিশেষ খেয়াল রাখেন।
ক. আসবাব নির্বাচনের পরবর্তী কাজ কী?
খ. আসবাব বিন্যাসে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা লেখ।
গ. আফসানা বেগম কীভাবে তার গৃহের আসবাব নতুন করে তোলেন? বর্ণনা কর।
ঘ. আফসানা বেগমের নতুন আসবাব ক্রয়ের লক্ষণীয় বিষয়গুলো কি যুক্তিযুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫. স্বল্প সময়ের সংসারে শখের বশে তারেক অনেক ভারী আসবাব তৈরি করে। বর্তমানে বাসা বদল করতে তাকে নানান সমস্যায় পড়তে হয়। বর্তমানে তার শয়নকক্ষটি সুবিন্যস্ত ও লক্ষণীয় বিষয় ভিত্তিতে সাজানো।
ক. আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?
খ. গ্রামাঞ্চলের আসবাব নিজেদের চাহিদামতো বানানো হয় কেন?
গ. তারেক কোন ধরনের আসবাব তৈরি করলে বাসা বদলে তাকে সমস্যায় পড়তে হতো না? ব্যাখ্যা কর।
ঘ. “শয়নকক্ষ সুবিন্যস্ত হলে শান্তিময় পরিবেশও আরামপ্রদ হয়” উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
৬. রুমানা বেগম একজন গৃহিণী। তিনি বিভিন্ন কক্ষে খাট, আলনা আলমারি, ডাইনিং টেবিল, সোফাসেট, ফ্রিজ, সোকেস, ফুলদানিতে ফুল ইত্যাদি এমনভাবে রেখেছেন যে কোনো বিন্যাসই আকর্ষণীয় লাগে না। রুমানা বেগমের প্রতিবেশী বেড়াতে এসে তাকে আসবাব বিন্যাসের নিয়ম সম্পর্কে পরামর্শ দেন।
ক. আসবাব বিন্যাসের অন্যতম নীতি কোনটি?
খ. আসবাব বিন্যাসে ছন্দ কেন গুরুত্বপূর্ণ?
গ. রুমানা বেগম কীভাবে তার বসার কক্ষকে আকর্ষণীয়ভাবে বিন্যাস করতে পারেন? ব্যাখ্যা কর।
ঘ. রুমানা বেগমের প্রতিবেশীর পরামর্শটি মূল্যায়ন কর।
৭. বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত দুলালির হঠাৎ করে বিয়ে হয়ে যায়। স্বামী ফয়সাল চৌধুরী একজন নামকরা ব্যবসায়ী। ব্যবসায় ছাড়া তিনি অন্য কিছু বোঝেন না। গৃহসজ্জার ব্যাপারে তিনি একেবারেই উদাসীন। বিয়ের পর দুলালি যখন প্রথম তার স্বামীর গৃহে আসেন তখন সেই গৃহের আসবাবপত্র, সাজসজ্জা কিছুই তার পছন্দ হয়নি। তাই তিনি তার গৃহের মেঝে, দেয়াল, পর্দা ও পুষ্প বিন্যাসের মাধ্যমে গৃহের নান্দনিকতা ফিরিয়ে আনেন।
ক. আসবাবপত্র কী?
খ. কেন দেয়াল ঘেঁষে আসবাব বিন্যাস করা উচিত নয়?
গ. দুলালি তার গৃহের নান্দনিকতা ফিরিয়ে আনতে কীভাবে দেয়াল সজ্জা করেছেন? বর্ণনা কর।
ঘ. দুলালির গৃহের নান্দনিকতা বৃদ্ধিতে পুষ্পবিন্যাসের ভূমিকা বিশ্লেষণ কর।
৮. মিসেস রওশন একজন সুগৃহিণী। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে তিনি বেশ সচেতন। তিনি নিজে সব সময় পরিষ্কার- পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। গৃহের পর্দা, বিছানার চাদর ইত্যাদি তিনি নিয়মিত পরিষ্কার করেন। পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য রক্ষায় তিনি গৃহের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।
ক. লিভিং রুমে কিসের ব্যবস্থা থাকে?
খ. রান্নাঘর কেমন হবে?
গ. মিসেস রওশনের কর্মকাণ্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. গৃহে স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণে মিসেস রওশনের কর্মকাণ্ডকে কি তুমি যথেষ্ট মনে কর? তোমার মতামত দাও?
৯. সামিয়া গৃহসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং গৃহসজ্জার ব্যাপারে বেশ সচেতন। তিনি গৃহের অব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়ে হোল্ডার তৈরি করে তার গৃহকে অপরূপভাবে সাজায়। কিন্তু তার গৃহ এবং গৃহের চারপাশ অপরিচ্ছন্ন। এ কারণে তার পরিবারের লোকজন প্রায়ই অসুস্থ থাকে।
ক. আসবাবের উপযোগিতা কী?
খ. গৃহের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. সামিয়া কীভাবে গৃহসজ্জা সামগ্রীটি তৈরি করেন? বর্ণনা কর।
ঘ. গৃহে স্বাস্থ্যকর পরিবেশ সংরক্ষণে সামিয়ার কী করণীয়? বিশ্লেষণ কর।
১০. আরিফা একটি যৌথ পরিবারের গৃহিণী। পরিবারের সদস্যদের প্রতি তিনি যেমন যত্নশীল ঠিক তেমনি গৃহের আসবাবের প্রতিও যত্নশীল। গৃহের আসবাব নির্বাচনে তিনি সদস্যদের প্রয়োজনীয়তা, পরিবারের আয়, আরাম, দ্রব্যমূল্য ইত্যাদির দিকে বিশেষ খেয়াল রাখেন/বিশেষ করে সদস্যদের রুচি ও পছন্দের প্রতি তিনি বেশ গুরুত্ব দেন। এ কারণে পরিবারের সবাই তার প্রতি বেশ সন্তুষ্ট।
ক. বাসগৃহের জন্য আসবাব নির্বাচনের সময় প্রথমে কী দেখতে হবে?
খ. আসবাব বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. পরিবারের সদস্যদের আরিফার প্রতি সন্তুষ্ট থাকার কারণ ব্যাখ্যা কর।
ঘ. আরিফা যেসব বিষয়ের প্রতি লক্ষ রেখে আসবাব নির্বাচন করেন তা বিস্তারিতভাবে আলোচনা কর।
১১. সুমি গৃহের আসবাবপত্র নির্বাচনে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেন এবং শিল্পনীতি প্রয়োগ করে গৃহসজ্জা করেন। তিনি গৃহের বহিরাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। তিনি মনে করেন, পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য সুষ্ঠু পরিকল্পনা ও মনোরম পরিবেশ অপরিহার্য ভূমিকা পালন করে।
ক. আসবাব বিন্যাসের অন্যতম নীতি কী?
খ. গৃহের স্বাস্থ্যকর পরিবেশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. সুমি কীভাবে গৃহসজ্জায় শিল্পনীতি প্রয়োগ করে ব্যাখ্যা কর।
ঘ. সুমির মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
১২. শরিফা বেগম একজন আদর্শ গৃহিণী। তিনি তার পরিবারের সদস্যের প্রতি বিশেষ খেয়াল রাখেন। তারা যেন তৃপ্তি সহকারে খাদ্য গ্রহণ করতে পারে সেজন্য তিনি তাদের গৃহের খাবার ঘরটি সবসময় পরিপাটি করে সাজিয়ে রাখেন। তিনি তাদের খাবার ঘরের দেয়ালে খাবারের ছবি টাঙিয়েছেন এবং টেবিলে সবসময় বিভিন্ন রকম ফল সাজিয়ে রাখেন। শরিফা বেগমের এ দক্ষতা আমাদের অনুপ্রাণিত করে।
ক. আসবাবপত্র নির্বাচন, বিন্যাসের পরই মানুষ কী চায়?
খ. গৃহের অভ্যন্তরীণ সজ্জায় চিত্রকর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. খাবার ঘর সাজাতে শরিফা বেগম যে পদ্ধতি অনুসরণ করেছেন তা বর্ণনা কর।
ঘ. শরিফা বেগমের দক্ষতা একজন গৃহিণীকে কতটুকু অনুপ্রেরণা যোগাবে বলে তুমি মনে কর? সপক্ষে মতামত দাও।
১৩. রাবেয়া বেগম তার গৃহকে সাজানোর জন্য মার্কেটে গিয়ে বিভিন্ন ধরনের ছবি ও চিত্রকর্ম কিনেছেন। এছাড়াও তিনি অনুভব করলেন গৃহের প্রতিটি কক্ষের জন্যই পর্দা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশের আবহাওয়ার কথা চিন্তা করে তিনি হালকা রঙের পর্দা কিনলেন। বাড়িতে ফিরে এসব জিনিস দিয়ে সঠিক নিয়মে তিনি তার গৃহকে সাজালেন। এতে তার গৃহের সৌন্দর্য অনেক বেড়ে যায়।
ক. খাবার ঘরে কী ছবি টাঙাতে হবে?
খ. আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী গৃহে হালকা রঙের পর্দা উপযোগী- ব্যাখ্যা কর।
গ. রাবেয়া বেগম কীভাবে ছবি টাঙালেন তা ব্যাখ্যা কর।
ঘ. রাবেয়া বেগমের তার গৃহে পর্দা ব্যবহার করার প্রয়োজনীয় অনুভবের কারণ বিশ্লেষণ কর।
১৪. রিনা বেগম শক্ত কাগজ, কাপড়, দড়ি, গাম দিয়ে হোল্ডার তৈরি করে গৃহকে অপরূপভাবে সাজায়। কিন্তু তার গৃহের পরিবেশ অপরিচ্ছন্ন। ফলে সে প্রায়ই অসুস্থ থাকে। তাই প্রতিবেশী রাবেয়া তাকে গৃহের স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার করণীয় দিকগুলো সম্পর্কে ধারণা দেন।
ক. আলো, উত্তাপ এবং জীবাণুনাশক শক্তির অফুরন্ত উৎস কী?
খ. গৃহে প্রাকৃতিক আলো বাতাস চলাচলের সুব্যবস্থা রাখতে হয় কেন?
গ. রিনা কীভাবে গৃহসজ্জা সামগ্রীটি তৈরি করে? বর্ণনা কর।
ঘ. প্রতিবেশী রাবেয়ার পরামর্শটি আলোচনা কর।
►► আরো দেখো: নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান (সবগুলো অধ্যায়)
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর PDF ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post