৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর : জন্ম থেকে শুরু করে জীবনের প্রথম পাঁচ বছর একটি শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মূলভিত্তি রচিত হয়। এ সময়ে দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধির পাশাপাশি তার আচরণগত পরিবর্তন ঘটতে থাকে। যে শিশু জীবনের প্রথম বছরগুলোতে তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, সে শিশুটি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, সামাজিক ও স্বাস্থ্যবান হয়।
তার সামাজিক দক্ষতা, ভাষার দক্ষতা, সৃজনশীল, আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে যা পরবর্তী জীবনে তাকে সুখী ও সুন্দর হতে সাহায্য করে। তাই সঠিক পরিচালনার মাধ্যমে শিশুকে মনের মতো ছাঁচে গড়ে তুলতে এবং শিশুর সামর্থ্য বাড়ানোর জন্য আমাদের সবার শিশু পরিচালনানীতি জানা জরুরি।
৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর
১. আট বছর বয়সী সেজান বরাবরই নিজ আগ্রহে পড়তে বসে। পড়া শেষে সে নিজ থেকেই বইগুলো ব্যাগে গুছিয়ে রাখে। বাবা বিষয়টি খেয়াল করে তাকে ধন্যবাদ দেয়। একদিন সেজানের মা সেজানকে স্কুলে তার বন্ধুর সাথে ঝগড়া করতে দেখেন। বাসায় ফিরে তিনি সেজানের কাছ থেকে ঝগড়ার কারণ জেনে নেন এবং তাকে বন্ধুর সাথে মিলেমিশে চলতে বলেন। তিনি কখনো সেজানের সামনে কারও সাথে উঁচু স্বরে কথা বলেন না এবং কারো প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ করেন না।
ক. কোন বয়সী শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না?
খ. শিশুকে হ্যাঁ বলার অর্থ বুঝিয়ে লেখ।
গ. বাবার আচরণ সেজানের মাঝে কিরূপ প্রভাব ফেলবে?
ঘ. তুমি কি মনে কর সেজানের বাবা-মা তাকে সঠিকভাবে পরিচালিত করছেন? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
২. আজাদ রহমান ও সায়া হোসেনের মাঝে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হয়। এমনি এক মুহূর্তে তাদের চার বছরের সন্তান ইনান মায়ের সাথে খেলা করার ইচ্ছা প্রকাশ করে। মায়ের কাছে সাড়া না পেয়ে সে বাবার কাছে বাইরে বেড়াতে যাওয়ার বায়না ধরে। বাবা তাকে ধমক দিয়ে চুপ করে বসে থাকতে বলেন। বিষয়টি খেয়াল করে দাদি তাকে গল্প শোনানোর কথা বলে কাছে ডেকে নেন। এমন ঘটনা ইনানের পরিবারে প্রায়ই ঘটে। এতে করে দাদির সাথে ইনানের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে।
ক. শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি কী?
খ. শালদুধের উপকারিতা বুঝিয়ে লেখ।
গ. ইনানের বিকাশের ক্ষেত্রে ওই পরিবারে দাদির ভূমিকা কীরূপ হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. ইনানের পারিবারিক পরিবেশ তার যথাযথ বিকাশের অন্তরায়- বিশ্লেষণ কর।
৩. লাবণ্য হাসপাতালে একটি পুত্র সন্তান জন্ম দেয়। লাবণ্যের স্বামী নবজাতকের জন্য গুঁড়া দুধের কৌটা কিনে আনেন। কিন্তু ডাক্তার লাবণ্যকে বলেন শিশুকে শালদুধ খাওয়াতে। তিনি আরও বলেন, মায়ের দুধ পান শিশুর সাথে মায়ের ভালোবাসার বন্ধন দৃঢ় করে এবং শিশুকে দুধ খাওয়াতে মায়ের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে বাবার সাহায্য প্রয়োজন।
ক. শিশুর জীবনে শ্রেষ্ঠ সূচনা কোনটি?
খ. বাবা-মায়ের মৃত্যু শিশুর মধ্যে কিরূপ প্রভাব ফেলে?
গ. লাবণ্যের সাথে তার সন্তানের ভালোবাসার বন্ধন তৈরির প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. শিশুকে দুধ খাওয়ানোর পরিবেশ তৈরিতে ডাক্তারের পরামর্শটি মূল্যায়ন কর।
৪. তৈমুর ও মৌমিতা দম্পত্তির একমাত্র সন্তান তিন্নি। তার বয়স পাঁচ বছর। মা-বাবা দুই জনেই চাকরিজীবী বলে তিন্নিকে সারাদিন গৃহ পরিচালিকার কাছে থাকতে হয়। সে সব সময় হতাশায় ভোগে এবং কোনো কিছুতেই নিজেকে নিরাপদ মনে করে না। অন্যদিকে তিন্নির বান্ধবী মিথিলাকে তার মা-বাবা পর্যাপ্ত সময় দেয়। এ কারণে মিথিলার সাথে তার মা-বাবার সুসম্পর্ক গড়ে উঠেছে।
ক. প্রশংসা শিশুদের কিসের অভিজ্ঞতা দেয়?
খ. শিশু পরিচালনায় ‘স্বীকৃতি’ বলতে কী বোঝায়?
গ. তিন্নির হতাশা ও নিজেকে নিরাপদ মনে না করার কারণ বর্ণনা কর।
ঘ. মা-বাবার সাথে পর্যাপ্ত সময় কাটানো মিথিলার পারিবারিক বন্ধন তৈরিতে সহায়ক-বিশ্লেষণ কর।
৫. রিয়ান ও মালিহা দম্পত্তির একমাত্র শিশু সন্তান রিংকুর বয়স আট মাস। উভয়ে চাকরিজীবী হওয়ায় রিংকুকে তারা পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু রিংকুর দাদি রোকসানা বেগম জানেন যে, শিশুরা কান্না দিয়ে তাদের অসুবিধা প্রকাশ করে। তাই রিংকুর কান্নায় তিনি যত দ্রুত সম্ভব সাড়া দেন এবং কান্নার কারণ খুঁজে বের করেন। তিনি সব সময় তার ছেলে এবং ছেলের বউকে বলেন, জীবনের প্রথম কয়েকটি বছর শিশুকে বেশি সময় দিতে হয়।
ক. শিশুর বিকাশের মূল ভিত্তি রচিত হয় জন্ম থেকে কত বছর বয়স পর্যন্ত?
খ. শালদুধ শিশুর প্রথম সংক্রমণ প্রতিরোধক কেন?
গ. উদ্দীপকে কোন বিষয়ের প্রতি তাগিদ দেওয়া হয়েছে? বর্ণনা কর।
ঘ. সোহানা বেগমের উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করা।
৬. শাহানা চৌধুরী তার তিন মাস বয়সী শিশু সন্তান শিখার লালন পালনের ব্যাপারে বেশ সচেতন। তিনি শিখাকে সব সময় বুকের দুধ পান করান। কারণ তিনি জানেন মায়ের দুধ শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্যে গুরুত্বপূর্ণ। এতে শিশুর প্রতি মায়ের ভালোবাসা বৃদ্ধি পায়। শালদুধ শিশুর জন্য এন্টিবডি হিসেবে কাজ করে, শিশুর সাথে মায়ের বন্ধন তৈরি করে। এভাবেই মা ও শিশুর মধ্যে বন্ধন প্রক্রিয়া শুরু হয়।
ক. শিশুর শাস্তি কত ধরনের হয়?
খ. শিশুকে পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজনীয়তা লেখ।
গ. শাহানা চৌধুরী কীভাবে তার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করেন? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ছাড়াও শাহান চৌধুরী তার সন্তানের সাথে আরও কী কী প্রক্রিয়ায় বন্ধন দৃঢ় করতে পারেন? আলোচনা কর।
৭. জাহানারা বেগমের একমাত্র সন্তান জিয়ান। তার বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ায় তার মা তাকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে গেলেন। স্কুলের শিক্ষকরা জিয়ানকে দেখে মন্তব্য করলেন, নিশ্চয়ই শিশুটির বয়স অনুযায়ী শারীরিক গঠন ঠিক আছে। জিয়ানের বৈষয়িক জ্ঞান দেখে সবাই নিশ্চিত হয়েছেন, তার মা বাবা তার সাথে বন্ধুর মতো আচরণ করেন।
ক. স্কুলে যাওয়ার পূর্ব পযন্ত শিশুর প্রধান কাজ কী?
খ. শিশুর সাথে ইতিবাচকভাবে কথা বলার দুটি উদাহরণ দাও।
গ. জিয়ানের বিকাশের সাথে কোন পরিবেশের সম্পর্ক রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, দেশের প্রত্যেক শিশু ভালো পারিবারিক পরিবেশ পেলে জিয়ানের মতো হতে সক্ষম? তোমার মতামত দাও।
৮. সিনানের বয়স দুই বছর। তার বাবা-মা দুজনই চাকরিজীবী। তার বড় দুই ভাই-বোন স্কুলে পড়ে। দিনের বেশির ভাগ সময় তারা স্কুলে থাকে। তাকে দেখাশোনা করার জন্য একজন গৃহপরিচারিকা আছে। সিনান খুব চঞ্চল, তাই গৃহপরিচারিকা প্রায়ই তাকে তেলাপোকা ও ভূতের ভয় দেখায়। একদিন সে তার বাবা-মাকে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হতে দেখে চিৎকার করে কান্না শুরু করে। সে কিছুতেই তার মায়ের কোল থেকে নামতে চায় না।
ক. শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলার অন্যতম কাজটি কার?
খ. কীভাবে বাবা-মায়ের সাথে শিশুর গভীর সম্পর্ক গড়ে ওঠে?
গ. সিনানের সাথে তার ভাই-বোনের সম্পর্ক উন্নয়নের উপায়গুলো ব্যাখ্যা কর।
ঘ. সিনানের সাথে কোন ধরনের আচরণের ফলে তার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে তুমি মনে কর।
৯. রিংকুর পরিবার নিম্নমধ্যবিত্ত। তারপরও সে অতিরিক্ত ব্যয় করে। ভাইবোনের যতœ নেয় না, পারিবারিক সমস্যা ভাগাভাগি করে না। আর্থিক সংকট, অতিরিক্ত কাজের চাপে মা প্রায়ই তার সাথে ঝগড়াঝাটি করেন।এসব দেখে রিংকু হতাশায় ভোগে। বিষয়টি বন্ধুর সাথে আলাপ করলে বন্ধু তাকে অভ্যাস পরিবর্তনের পরামর্শ দেয়।
ক. স্তন্যদানের ফলে মায়ের শরীরের কোন হরমোন নির্গত হয়?
খ. পারিবারিক বিপর্যয়গুলো বর্ণনা কর।
গ. রিংকুর হতাশার কারণ ব্যাখ্যা কর।
ঘ. রিংকুর বন্ধুর পরামর্শটি মূল্যায়ন কর।
১০. রাহেলা তার পরিবারের আর্থিক সংকট দূরীকরণের ব্যয় কমানোর চেষ্টা করেন। ধৈর্য্যরে সাথে পরিস্থিতি মোকাবিলা করেন। পরিবারের সদস্যদের সাথে সমস্যাগুলো ভাগাভাগি করে সমাধানের চেষ্টা করেন।
ক. শিশুর প্রতি যেকোনো আদেশ-নির্দেশ কেমন হবে?
খ. ভাই-বোনের কোন আচরণগুলো শিশুর বিকাশে বাধা সৃষ্টি করে?
গ. রাহেলার মতো তুমি কীভাবে তোমার পরিবারে এ ধরনের সমস্যা মোকাবিলা করবেÑ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা ছাড়া পরিবারে অন্য যেসব বিপর্যয় আসতে পারে সে সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ কর।
১১. অহনা-শ্যামল চাকরিজীবী দম্পতি। তাদের দুই ছেলে শুভ্র ও অভ্র। তাদের দুইজনকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য স্বামী-স্ত্রী দুইজনই সমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। অহনা অফিস ও বাড়ির কাজে সব সময় ব্যস্ত থাকেন। তাই শ্যামল অফিসে যাওয়ার আগে এবং আসার পরে যতটা সম্ভব অহনাকে সাহায্য করেন। তাদের এরূপ সম্পর্ক সন্তানদের সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
ক. শিশুর প্রথম টিকা কোনটি?
খ. বাবা-মায়ের গুরুতর অসুস্থতা শিশুর মধ্যে কিরূপ প্রভাব ফেলে?
গ. শুভ্র ও অভ্রের সুষ্ঠু বিকাশে তাদের বাবার ভূমিকা বর্ণনা কর।
ঘ. শিশুর সুষ্ঠু বিকাশের জন্য মা-বাবার মধ্যে সুসম্পর্ক থাকা আবশ্যক- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১২. স্বপ্নার বাবার চাকরির টাকায় তাদের সংসার ঠিকমতো চলে না। এ নিয়ে স্বপ্নার বাবা ও মায়ের মাঝে প্রায়ই ঝগড়া হয়। এসব কারণে তাদের সংসারে অশান্তি লেগে থাকে। স্বপ্নার ভাই শোভন পরিবারের অশান্তির কারণে বাইরের বন্ধুদের সাথে সময় কাটায়। স্বপ্না ঠিকমতো লেখাপড়া করে। সে ভাইকে বোঝায়, কারণ সে জানে মা বাবা ও ভাই সবাই পরিস্থিতির স্বীকার।
ক. শাস্তি শিশুর কী ধরনের ক্ষতি করে?
খ. মা বাবার দীর্ঘদিনের অসুস্থতা পরিবারের সংকট সৃষ্টি করে কেন?
গ. পারিবারিক সমস্যা নিরসনে স্বপ্না কী কী করতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. ‘পারিবারিক বিপর্যয়ে আর্থিক সংকট মুখ্য’ উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ করো।
১৩. সুমন ও রুমন দুই ভাই। মা বাচ্চাদের মানুষ করতে সময় দিলেও বাবা সময় দিতে পারেন না। তাই বাবার সাথে তাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক নেই। ফলে তাদের বুদ্ধি, আবেগ ও নৈতিক বিকাশ ব্যাহত হয়।
ক. শিশুর সাথে বন্ধন তৈরির পদক্ষেপ কয়টি?
খ. পারিবারিক বিপর্যয় বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের বাচ্চা দুটির বাবার সান্নিধ্য তাদের বিকাশে কী প্রভাব ফেলতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. “সন্তান লালনে এবং সুষ্ঠু বিকাশে বাবা-মা উভয়েরই অংশগ্রহণ তাদের বিকাশে সহায়তা করে।”- উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১৪. নবম শ্রেণির ছাত্রী মৌটুসি পড়াশোনায় ভালো। কিন্তু বানান ও উচ্চারণে দুর্বল থাকায় সে পরীক্ষায় কখনো ভালো ফলাফল করতে পারে না। বাড়ির সকলে এ ব্যাপারে তাকে বেশ বকাঝকা করায় সে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার এরূপ সিদ্ধান্তে তার মা চিন্তিত হয়। তিনি মৌটুসির শ্রেণি শিক্ষককে ব্যাপারটি জানান এবং তার পরামর্শ চান। তিনি বলেনÑ “মৌটুসির মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করতে হবে।”
ক. শালদুধ শিশুর কোন অন্ত্রসমূহকে উদ্দীপিত করে?
খ. শিশুর বিকাশে সহায়ক পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।
গ. মৌটুসির সমস্যা সমাধানে কোন নীতি অনুসরণ করা দরকার? ব্যাখ্যা কর।
ঘ. মৌটুসির সমস্যা সমাধানে শ্রেণি শিক্ষকের মন্তব্য মূল্যায়ন কর।
১৫. রোকন সাহেব ও ইকবাল সাহেব একই অফিসে চাকরি করেন এবং একই এলাকায় থাকেন। তাদের উভয়ের একটি করে ছেলে আছে। রোকন সাহেব সর্বদা কাজের ফাঁকে ছেলেকে সময় দেন, তার সাথে নরম স্বরে কথা বলেন। এর ফলে তার ছেলের মানসিক ও বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটে। অপরদিকে ইকবাল সাহেব তার ছেলেকে সময তো দেনই না বরং দিন শেষে বাড়িতে এসে সবার সাথে রাগারাগি করেন। এর ফলে তার ছেলে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। রোকন সাহেব একদিন ইকবাল সাহেবকে বললেন, শিশুর বিকাশের জন্য আদর্শ পরিবেশ দরকর।
ক. শিশুর সাথে বন্ধন তৈরিতে পদক্ষেপ কয়টি?
খ. শিশু পরিচালনার নীতি জানা প্রয়োজন কেন?
গ. রোকন সাহেব ও ইকবাল সাহেবের চরিত্রের মধ্য দিয়ে কোন বিষয়টি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. রোকন সাহেবের দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর।
►► আরো দেখো: নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান (সবগুলো অধ্যায়)
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর PDF ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post