৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায় প্রশ্ন উত্তর : একটি সুস্থ শিশু সবারই কাম্য। পরিবারে এমন কিছু শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, হাত বা পা নেই। কানে শোনে না। ফলে কথা বলতে পারে না। অনেকে চোখে দেখে না বা কম দেখে। বুদ্ধিমত্তা কম, ফলে সামাজিক আচরণ ও ভাব বিনিময় ঠিকমতো করতে পারে না।
এরাই প্রতিবন্ধী শিশু। বিভিন্ন কারণে একটি শিশু প্রতিবন্ধী হতে পারে। যেমন : জন্মের পূর্বকালীন কারণ, জন্মের সময়ের কারণ, জন্মের পরবর্তী কারণ। প্রতিবন্ধিতা প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশু যাতে প্রতিবন্ধী হয়ে না জন্মে এবং জন্মগ্রহণের পরে যাতে প্রতিবন্ধিতার শিকার না হয়, সেদিকে সকলের সচেতনতা প্রয়োজন।
৯ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায় প্রশ্ন উত্তর
১. কণার বয়স ৩৫। গর্ভকালীন সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সে খাওয়াদাওয়াও ঠিকভাবে করে না। নিজের প্রতি খেয়াল করে না। শিশুটির জন্মের পরপরই শিশুটির রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। শিশুটি বড় হতে থাকলে সে কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না, হাঁটাচলা ইত্যাদির বিকাশ কম হয়।
ক. মা ও সন্তানের জয উপাদানের মধ্যে মিল না থাকাকে কী বলে?
খ. কেন শিশুকে প্রতিবন্ধী শিশু বলা হয়?
গ. কণার শিশুকে কোন ধরনের শিশু হিসেবে শনাক্ত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. কণার অসচেতনতা কণার শিশুর এই পরিণতি নিয়ে আসে এ বিষয়ে তোমার মতামত দাও।
২. বেশ কয়েক দিন যাবৎ আরিফা কিছু খেতে পারছে না। খাবার দেখলেই তার বমি পায়। না খেয়ে সে খুবই দুর্বল হয়ে গেছে। তার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় আরিফা মা হতে চলেছে। ডাক্তার আরিফাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার নির্দেশ দিলেন। তাছাড়া তিনি আরিফাকে শিশু প্রতিবন্ধিতার জন্মের পূর্বকালীন কারণগুলো বুঝিয়ে বললেন।
ক. নবজাতক কোন রোগে আক্রান্ত হলে মস্তিষ্কে কোষের ক্ষতি হয়?
খ. প্রতিবন্ধী শিশু বলতে কী বোঝায়?
গ. আরিফা কীভাবে তার অনাগত সন্তানকে প্রতিবন্ধিতার হাত থেকে রক্ষা করতে পারে? বর্ণনা কর।
ঘ. ডাক্তার আরিফাকে প্রতিবন্ধিতার যে কারণগুলো বলেছেন সেগুলো আলোচনা কর।
৩. মিনতি বেগম দুই ছেলেমেয়ে ও স্বামীসহ দরিদ্র পরিবারে বসবাস করে। ৪২ বছর বয়সে মিনতি বেগম আবার গর্ভবতী হয়। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে সে একটি প্রতিবন্ধী কন্যা শিশু জন্ম দেয়। কন্যা শিশুটির নাম দেয় সুষমা। জন্মের পর থেকে সে ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারত না, হাঁটতে পারত না। গ্রামের অশিক্ষিত মানুষদের পরামর্শমতো তাকে মাটির গর্ত করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হতো। এতে করে সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং শ্রবণশক্তিও হ্রাস পেতে থাকে।
ক. মা ও শিশুর Rh উপাদানের অমিলকে কী বলে?
খ. ডাউন সিন্ড্রোম বলতে কী বোঝায়?
গ. সুষমার শ্রবণশক্তি হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
ঘ. সুষমার শারীরিক প্রতিবন্ধিতার কারণ তার মায়ের কোন বিষয়গুলো দায়ী বলে মনে কর? মতামত দাও।
৪. শিশু দিবস উপলক্ষে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল শিশুর প্রতিবন্ধিতা রোধে গণসচেতনতা সৃষ্টি করতে এক বিশেষ সেমিনারের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওঈউউজ,ই এর শিশু বিশেষজ্ঞ ডা. আশরাফুজ্জামান সৈকত। তিনি বলেন, শিশু প্রতিবন্ধিতা রোধে আমাদের গণসচেতনতা সৃষ্টি করা জরুরি। তিনি নবজাতকের ক্ষেত্রে জন্ডিসের ভয়াবহতা এবং গর্ভাবস্থায় শিশুর পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলেন। এছাড়া শিশুর জন্য দূষণমুক্ত পরিবেশ এবং তাদের আঘাত হতে রক্ষা করার জন্য সবাইকে এক সাথে কাজ করতে আহ্বান জানালেন।
ক. কোন জাতীয় খাবারের অভাবে শিশুদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা দেয়?
খ. রাসায়নিক পদার্থ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা জরুরি কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সৃষ্টিতে মায়ের রোগ ও অপুষ্টির প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা মোকাবিলায় বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান ও প্রচার মাধ্যমগুলো কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে তুমি মনে কর? তোমার উত্তর বিশ্লেষণ কর।
৫. শম্পার বয়স ৮ বছর। অনেক চেষ্টার পর এখনও তাকে সম্পূর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শেখানো যাচ্ছে না। কারণ তাকে ‘ক’ বলতে বললে ‘হ’ বলে আর ‘অ’ লিখতে বললে উল্টো লিখে। এ নিয়ে তার বাবা-মায়ের দুশ্চিন্তার অন্ত নেই। তাই তারা ডাক্তারের শরণাপন্ন হলে তার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্ত হয়।
ক. সকল মহিলাকে টিটি টিকা দেওয়ার সময়কাল কত?
খ. বিপজ্জনক কর্ম পরিবেশ বলতে কী বোঝ?
গ. কীভাবে শম্পার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়? ব্যাখ্যা কর।
ঘ. তোমার মতে শম্পার জন্মের পূর্বে ও পরে কোন বিষয়গুলোর প্রতি তার বাবা-মা সচেতন থাকলে এ প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব হতো? বিশ্লেষণ কর।
৬. চার বছর বয়সী রাতুল সমবয়সীদের চেয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। যেমন-কথা বলা, মনে রাখা, মনোযোগ ধরে রাখা ইত্যাদি। কারো সাথে ঠিকমতো মিশতেও চায় না। বাবা-মা একদিন রাতুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তারা ডাক্তারকে রাতুলের সমস্যাগুলো বললেন। তারা আরও বললেন যে রাতুলের আট মাস বয়সে জণ্ডিস হয়েছিল এবং দীর্ঘদিন ধরে ছিল।
ক. মহিলারা কত বৎসরের পর প্রথম সন্তান জন্ম দিলে সে সন্তান প্রতিবন্ধী হতে পারে?
খ. স্পাইনা বিফিটা বলতে কী বোঝ?
গ. রাতুলের মধ্যে কোন ধরনের প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? বর্ণনা কর।
ঘ. রাতুলের ক্ষেত্রে যা ঘটল তা থেকে মুক্তি পেতে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম- এ ব্যাপারে তোমার মতামত বিশ্লেষণ কর।
৭. সাজুর বয়স সাত বছর। সে পড়ার সময় বই খুব কাছে নিয়ে পড়ে। ক্লাসে পড়ানোর সময় শিক্ষক ব্ল্যাকবোর্ডে কিছু লিখলে সে তা পড়তে পারে না। তার কাছে সবকিছু ঝাপসা লাগে। সে তার সমস্যার কথা তার মা-বাবাকে জানায়। তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় সাজু দৃষ্টি প্রতিবন্ধী।
ক. মাইক্রোসেফালি প্রতিবন্ধী শিশুর মাথা কেমন হয়?
খ. তেজস্ক্রিয় রশ্মি কীভাবে শিশুকে প্রতিবন্ধী করে?
গ. সাজু যে ধরনের সমস্যায় ভুগছে তা শনাক্তকরণের উপায়সমূহ ব্যাখ্যা কর।
ঘ. সাজুর মা-বাবা তার জন্মের পূর্বে ও পরে কোন বিষয়গুলোর প্রতি সচেতন হলে এ ধরনের প্রতিবন্ধিতা রোধ করা সম্ভব হতো? তোমার উত্তর বিশ্লেষণ কর।
৮. পড়াশোনা শেষ করে ৩১ বছর বয়সে সুমাইয়া বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর সে পরিবার পরিকল্পনার ব্যাপারে জানতে ডা. শায়লা পারভীনের কাছে আসেন। শায়লা পারভীন তাকে এখনই বাচ্চা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, গর্ভাবস্থায় যেসব কারণে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় তার মধ্যে জন্মের পূর্বকালীন কারণ অন্যতম। তাই এ ব্যাপারে সকলের সচেতন হওয়া জরুরি।
ক. Rh incompatibility কী?
খ. গর্ভবতী মাকে ওষুধ গ্রহণে সতর্কতা অবলম্বন করতে হবে কেন?
গ. ডাক্তার কেন সুমাইয়াকে এখনই বাচ্চা নেওয়ার পরামর্শ দিলেন? বর্ণনা কর।
ঘ. ডা. শায়লা পারভীনের বক্তব্যটি মূল্যায়ন কর।
৯. জাহানারা বেগমের দু’ছেলেমেয়ে ও স্বামীসহ দরিদ্র পরিবারে বসবাস করে। ৪২ বছর বয়সে তিনি আবার গর্ভবর্তী হন। প্রয়োজনীয় পরিমাণে পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে তিনি একটি প্রতিবন্ধী কন্যা সন্তান প্রসব করেন। মেয়েটির নাম লিপি, তার বয়স ১৩ বছর। কিন্তু সে ক্রেচ ছাড়া হাঁটতে পারে না। ছোটবেলায় মাটি চাপা পরায় এখন সে কানেও কম শুনতে পায়।
ক. মা ও শিশুর জয উপাদানের অমিলকে কী বলে?
খ. ডাউন সিন্ড্রোম বলতে কী বোঝায়?
গ. লিপির শ্রবণশক্তি হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
ঘ. লিপির শারীরিক প্রতিবন্ধিতার কারণে তার মায়ের কোন বিষয়গুলো দায়ী বলে মনে কর? মতামত দাও।
১০. মিসেস রাহেলার একটি মাত্র পুত্র সন্তান রাজু। তার বয়স সাত বছর। কিন্তু সে শ্রবণ প্রতিবন্ধী। সে কথা বলে কম। সে যখন কথা বলে তার শব্দ উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা থাকে। মিসেস রাহেলা শ্রবণ প্রতিবন্ধী শিশুটির জন্য প্রায়ই বিমর্ষ থাকেন। রাজুর এ অবস্থার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে মিসেস রাহেলা নানা পরামর্শ দেন এবং তিনি তাকে আরও বলেন যে, কোনো শিশু জন্মগ্রহণের পর যাতে প্রতিবন্ধিতার শিকার না হয় সেদিকে সকলের সচেতনতার প্রয়োজন।
ক. কোন ভিটামিনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা দেয়?
খ. শারীরিক প্রতিবন্ধী বলতে কী বোঝায়?
গ. শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় রাজুর অন্যান্য কী কী সমস্যা হতে থাকে? বর্ণনা কর।
ঘ. “কোনো শিশু জন্মগ্রহণের পর যাতে প্রতিবন্ধিতা শিকার না হয় সেদিকে সকলের সচেতনতার প্রয়োজন” – চিকিৎসকের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
১১. শিমুলের বয়স ছয় বছর। সে ঘন ঘন চোখ রগড়ায়। তার চোখ দিয়ে প্রায়ই তরল পদার্থ বের হয়। পড়তে গেলে সে কিছুতেই বর্ণ চিনতে পারে না। শিমুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললেন, মা-বাবা সচেতন হলে শিমুলের এ পরিণতি হতো না।
ক. মাথার আকৃতি অস্বাভাবিক ছোট হওয়াকে কী রোগ বলে?
খ. প্রতিবন্ধিতা প্রতিরোধ বলতে কী বোঝ?
গ. শিমুলকে কোন ধরনের শিশু হিসেবে শনাক্ত করা যায় ব্যাখ্যা কর।
ঘ. শিমুল সম্পর্কে উদ্দীপকের ডাক্তারের মতামতটি বিশ্লেষণ কর।
►► আরো দেখো: নবম-দশম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান (সবগুলো অধ্যায়)
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ৮ম শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর PDF ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post