কোর্সটিকায়, ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি বইয়ের সমাধান এর পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি বইয়ের সমাধানও দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ২য় অধ্যায় সেশন ৭ ও ৮ আলোচনা করা হবে। আলোচনা শেষে তোমাদের একটি ক্লাস দেওয়া হবে। ক্লাসে ভিডিও এডিটিং এবং আপলোডিং (ব্যবহারিক কাজ) সেশনে থাকা কাজগুলো সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকে ডিজিটাল প্রযুক্তি বইয়ের একটি সেশন আলোচনা করা হলো। এখানে, বিস্তর ও সহজভাবে সেশনটি তুলে ধরা হয়েছে। সেই সাথে তোমরা পেয়ে যাচ্ছো একটি ক্লাস। ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রতিটি সেশনের সমাধান এভাবে পড়লে তোমরা তোমাদের পাঠ্যবই সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারবে।
৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ২য় অধ্যায় সেশন ৭ ও ৮
আমরা গত সেশনে শিক্ষকের মোবাইলে ধারণকৃত নাটিকাগুলো শিক্ষকের মোবাইল থেকে সংগ্রহ করব। সংগ্রহকৃত নাটিকার ভিডিওগুলো আমরা একটি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সম্পাদনা করব। আমরা ভিডিও সম্পাদনা বা এডিটিংয়ের জন্য অনেক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা মোবাইল আ্যাপস ব্যবহার করতে পারি। যেমন–
- উইন্ডোজ মুভি মেকার
- ক্যামটাশিয়া
- এডোবি প্রিমিয়ার প্রো
- ইনশট
- ভিডিও মেকার
- পাওয়ার ডিরেক্টর
- ভিডমেট ইত্যাদি
এদের মধ্যে অনেক সফটওয়্যার ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায়। আবার কিছু সফটওয়্যার কয়েক দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল ভার্সন ব্যবহার করতে দেয়। অতঃপর সময়সীমা অতিবাহিত হলে তা ক্রয় করে ব্যবহার করতে হয়। তা না হলে সম্পাদিত ভিডিওতে জলছাপ অর্থাৎ ওয়াটার মার্ক থাকে। একই সফটওয়্যারের বিভিন্ন ভার্সন থাকতে পারে তবে এদের ফিচার বা সুযোগ সুবিধা প্রায় একই রকমের।
আজ আমরা ক্যামটাশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার এর ট্রায়াল ভার্সনে একটি প্রজেক্ট তৈরির প্রাথমিক ধারণা নিবো। এটি একটি অনুশীলনমূলক ধারাবাহিক প্রক্রিয়া। যত বেশি ভিডিও এডিটিংয়ের অনুশীলন করব আমরা তত বেশি ভিডিও এডিটিং বা সম্পাদনায় দক্ষ হয়ে উঠব। আমরা কয়েকটি ধাপে কাজটি সম্পাদন করব।
কাজ ১: ক্যামটাশিয়া সফটওয়্যার ডাউনলোড
১. একটি ব্রাউজারের সার্চ বক্সে ”ডাউনলোড ক্যামটাশিয়া” ইংরেজিতে লিখি। অতঃপর ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করি।
২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার করার জন্য, উইন্ডোজ ডাউনলোড অপশনে ক্লিক করে ক্যামটাশিয়া সফটওয়্যার ডাউনলোড করি।
কাজ ২: সফওয়্যার ইনন্টলেশন
১. ডাউনলোড হওয়ার পর ভাষা ইংলিশ নির্বাচন করি। অতঃপর সফওয়্যারটি ইনস্টল করি। এতে কিছু সময় লাগতে পারে, তাই আমরা অপেক্ষা করব।
২. অতঃপর ফিনিশ অপশনে ক্লিক করে ইনস্টল সম্পন্ন করব।
কাজ ৩: সাইন-আপ ও সাইন-ইন করা
১. এর পর কী কাজে এটি ব্যবহার হবে তা নির্বাচনে রেডিও বাটন ক্লিক করে সাবমিট করি।
২. অতঃপর ইমেইল আইডি দিয়ে সাইন ইন করি এবং ৩ দিনের জন্য ট্রায়াল ভার্সন নির্বাচন করে ব্যবহার করি।
কাজ ৪: নতুন প্রজেক্ট খোলা
১. অতঃপর ভিডিও সম্পাদনার জন্য সফওয়্যারটির নিউ প্রজেক্ট ওপেন করি।
কাজ ৫: ভিডিও ইমপোর্ট করা
পূর্বের ধারণকৃত নাটকের ভিডিও ফাইলগুলো আমরা একটি কম্পিউটারে নিয়ে একটি ফোল্ডারে রাখব। অতঃপর সফটওয়্যারের ইমপোর্ট মিডিয়াতে ক্লিক করি এবং ভিডিও ফাইলগুলো মিডিয়া বিন অংশে নিয়ে আসি। ফাইলগুলোকে মিডিয়া বিন অংশ হতে টেনে টাইম লাইনে নিয়ে আসি।
কাজ ৬: অডিও-ভিডিও এডিট করা
১. এবার শব্দ সম্পাদনার জন্য এডিট অডিও অংশে ক্লিক করব। আমরা চাইলে ভিডিও থেকে শব্দ বাদ দিতে পারি অর্থাৎ অডিও ভিডিও আলাদা করতে পারি।
২. আবার শব্দের মাত্রা কম-বেশি করতে পারি, আবার ভিডিও থেকে কোনো অংশ কেটে আলাদা করতে পারি বা বাদও দিতে পারি।
কাজ ৭: ভিডিওতে টেক্সট ও ট্রানজিশন সংযোজন
১. ভিডিওতে চাইলে আমরা টেক্সট বা লেখা যোগ করতে পারি।
২. কর্তন করা অংশে বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করতে পারি, এতে ভিডিও দেখতে একঘেয়েমি লাগে না।
৩. কর্তন করা অংশে বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করতে পারি, এতে ভিডিও দেখতে একঘেয়েমি লাগে না।
কাজ ৮: ভিডিও রেন্ডার বা এক্সপোর্ট করা
১. অতঃপর ভিডিও রেন্ডার করার পূর্বে পুনরায় তা সম্পূর্ণ দেখে নিব। কারণ একবার রেন্ডার হয়ে গেলে পরে ভুলত্রুটি পাওয়া গেলে পুনরায় তা সম্পাদনা করতে হতে পারে।
২. অতঃপর প্রডিউস উইথ ওয়াটার মার্ক এই অংশে ক্লিক করব কারণ আমাদের ভার্সনটি ট্রায়াল ভার্সন।
৩. অতঃপর ফাইলের নাম এবং লোকেশন সেট করে তা এক্সপোর্ট করতে হবে, এতে একটু সময় লাগতে পারে।
কাজ ৯: এক্সপোর্ট ফাইলটি সংরক্ষণ
১. এক্সপোর্ট শেষ হলে ক্লোজ করে দিতে হবে৷
২. অতঃপর লোকেশনে গেলে আমাদের ফাইলটি পাওয়া যাবে।
কাজ ১০: বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড
এবার আমরা আমাদের এডিটকৃত ভিডিওটি আমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি বিদ্যালয়ের কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমরা আগে একটি চ্যানেল খুলে নিব। নিচের স্ক্রিনশটের মতো একটি এডিটিং হওয়া ভিডিও বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post