৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : নবম ও দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর জন্য আজ শেয়ার করছি স্পেশাল কিছু মডেল টেস্ট। শুধু প্রশ্নই না, আমরা প্রতিটি সৃজনশীল প্রশ্নের সাথে সংযুক্ত করেছি সহজ উত্তর।
সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাদের জন্য থাকছে একাধিক নৈর্বেত্তিক সাজেশান্স। সাজেশান্সগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে তোমার মোবাইল বা কম্পিউটার সংরক্ষণ করো এবং বেশী বেশী করে অনুশীলন করো।
৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বাংলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ও উত্তর
►► আরো দেখো: SSC – English 1st Paper
►► আরো দেখো: জীববিজ্ঞিন সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : বরগুনা জেলার বরইতলা গ্রামে মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে একটি ব্রিজ তৈরি হয়। কিন্তু এর সংযোগ সড়কটি কোন দিক দিয়ে শুরু হবে তা নিয়ে গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। অনেক চেষ্টার পর পুলিশ, র্যাব ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিলে দুপক্ষকে শান্ত করে।
ক. নাগরিক কাকে বলে?
খ. বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে – ব্যাখ্যা কর।
গ. মাননীয় সংসদ সদস্যের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. শেষোক্ত কাজটি হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক ও কল্যাণমূলক – বক্তটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সিলেটের অধিবাসী মারুফ চা বিদেশে বিক্রি করেন। এজন্য তিনি সরকারকে নির্দিষ্ট হারে টাকা দিযে থাকেন। তার স্ত্রী যে ব্যাংকে কর্মরত সে ব্যাংকটি দেশের কাগজী মুদ্রা প্রচলন করে। অন্যান্য ব্যাংকগুলোর জামানত গ্রহণ করে।
ক. ব্যাংক কাকে বলে?
খ. কর বহির্ভূত রাজস্বের একটি খাত উল্লেখ কর।
গ. মারুফ সাহেব সরকারকে কোন ধরনের কর দেন? ব্যাখ্যা দাও।
ঘ. স্ত্রীর ব্যাংকটির কার্যক্রম বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : রিকশাচালক ওসমানের ছেলে সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনি স্বপ্ন দেখেন তার ছেলে BSC কর্মকর্তা হবে। রাস্তা পার হতে গিয়ে সোহাগ বাসচাপা পড়লে ওসমানের স্বপ্ন ভেঙে যায়। ওসমান ঢাকায় গেলে অতর্কিতভাবে বোমা হামলায় মারা যান। একটি বিশেষ গোষ্ঠী এ হত্যার দায়ভার গ্রহণ করে ইন্টারনেটে বিবৃতি দেন।
ক. কিশোর অপরাধ কী?
খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রধান কারণ ব্যাখ্যা কর।
গ. সোহাগের বাবার স্বপ্ন কোন সামাজিক কারণে ভেঙে যায়? ব্যাখ্যা কর।
ঘ. ওসমানের মৃত্যুর ধরনটি রাষ্ট্র ও সমাজজীবনের প্রভাব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : জেনারেল রহিম অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে ‘ক’ দেশে সামরিক শাসন চালু করে। তার শাসনামলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। তার এ দুঃশাসনের কবল থেকে জনগণকে মুক্ত এবং ‘ক’ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠানসহ দেশে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উনড়বয়নের লক্ষ্যে গণতান্ত্রিক ঐক্যজোট নামে একটি ১২ দলীয় জোট গঠিত হয়। এই জোট জেনারেল রহিম বিরোধী আন্দোলন করে এবং এই আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ যোগ দিলে জেনারেল রহিম পদত্যাগে বাধ্য হয়। পরবর্তী নির্বাচনের মাধ্যমে ‘গণতান্ত্রিক ঐক্যজোট’ ক্ষমতায় এসে সাংবিধানিক পদ্ধতিতে দেশ পরিচালনা করে।
ক. কত তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়?
খ. গণতন্ত্রের পুনঃযাত্রা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জেনারেল রহিম বিরোধী আন্দোলনে পাঠ্যপুস্তকের কোন শাসনকালের প্রতিচ্ছবি ফুটে উঠেছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত গণতান্ত্রিক ঐক্যজোটের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উনড়বয়নের প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উনড়বয়ন বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : জলবায়ুবিষয়ক একটি বই পড়ে আওসাফ বিভিন্ন দেশের জলবায়ু সম্পর্কে পর্যালোচনা করছে। সে পড়েছে কোন একটি দেশে মে মাসে বৃষ্টিপাত শুরু হয়। দেশটির অন্য দুটি অঞ্চলে যখন ২০০ সে.মি বৃষ্টিপাত হয় তখন তার পাহাড়ি অঞ্চলেও ৮০ সে.মি. বৃষ্টিপাত হয়।
ক. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
খ. বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাতের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে আওসাফের পর্যালোচনাকৃত দেশটির নাম কী? সে দেশের গ্রীষ্ম ঋতুর সাথে বাংলাদেশের গ্রীষ্ম ঋতুর তুলনামূলক চিত্র বর্ণনা কর।
ঘ. উক্ত দেশে শীতকালে জলবায়ু ভিন্ন থাকে – উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : শিমুল ও পলাশ দুজনেই নৌকার মাঝি। শিমুল নৌকা চালায় এমন একটি নদীতে যার দুটো নাম রয়েছে এবং এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের এক হিমবাহে। এটি বাংলাদেশের পাশের একটি দেশের কয়েকটি রাজ্য অতিμম করে বাংলাদেশে প্রবেশ করেছে। আর পলাশ যে নদীতে নৌকা চালায় সেটির উৎপত্তি হয়েছে সিলেট জেলার দুটি নদীর মিলিত স্থলে এবং এই নদীটি বর্ষার সময় প্লাবন ও পলিমাটি দিয়ে বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে।
ক. বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
খ. দেশের বনভূমি ক্রমেই কমে যাচ্ছে কেন?
গ. শিমুল যে নদীতে নৌকা চালায় পাঠ্যপুস্তকের আলোকে এমন একটি নদীর বর্ণনা দাও।
ঘ. পলাশ যে নদীতে নৌকা চালায় তা সুরমা ও কুশিয়ারা নদীতে সৃষ্ট-পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : রফিক মাতব্বর এলাকার মানুষের কিছু দোকানপাঠ আর ঘরবাড়ি অবৈধভাবে দখল করে ভোগ করছেন। এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি মুখ খুলতে রাজি নন। কিন্তু জনাব ফরাসি সাহেব তার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার যথাযথ নিষ্পত্তি ঘটলে সাধারণ মানুষ তাদের সম্পত্তি ফেরত পাবে এবং মৌলিক অধিকার সংরক্ষিত হবে।
ক. ব্রিটিনের আইনসভার নাম কী?
খ. অধিকার সংরক্ষণ বিষয়ক বিচার বিভাগের বিশেষ হুকুমনামা পদ্ধতিগুলো লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত মামলার নিষ্পত্তি কোন বিভাগের কাজ এবং তা কীভাবে সম্ভব? বিশ্লেষণ কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত বিভাগের স্বাধীনতা দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে-তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব ‘ক’ সরকারি কর্মচারী থাকাকালীন প্রচুর অর্থের মালিক হন। তিনি স্বচ্ছতার সাথে নিয়মিত কর প্রদান করেন না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে করে ব্যয়সীমা লঙ্ঘন করে প্রচুর অর্থ ব্যয় করেন। নির্বাচনে তিনি তার ভাড়াটে লোকদের দ্বারা খবর রটিয়ে দেন যে তার প্রতিপক্ষ দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা বিভিনড়ব নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত করার চেষ্টা করেও তার সন্ত্রাসী সন্তানের ভয়ে তারা চুপ হয়ে যায়।
ক. অধ্যাপক গেটেল প্রবর্তিত গণতন্ত্রের সংজ্ঞাটি লেখ।
খ. Electoral College কীভাবে গঠিত হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব ‘ক’ এর কী ধরনের শাস্তি হতে পারত? ব্যাখ্যা কর।
ঘ. দেশের একজন নাগরিক হিসেবে জনাব ‘ক’ কে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব মামুন এর একটি আসবাবপত্রের দোকান আছে। তিনি দেশের নানা স্থান থেকে কাঠ সংগ্রহ করে দোকানে আনেন এবং আসবাবপত্র তৈরি করে বাজারে বিক্রি করেন।
ক. উৎপাদন অর্থ কী?
খ. অভাবের সৃষ্টি হয় কেন?
গ. জনাব মামুনের আসবাবপত্র তৈরির প্রক্রিয়ায় যেসব উপাদান প্রয়োজন হয় সেগুলোর বর্ণনা দাও।
ঘ. উৎপাদন কাজে জনাব মামুনের ভূমিকাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব শরীফুল ইসলাম সরকারি চাকরি শেষে পেনশনের ৫০ লক্ষ টাকা একটি ব্যাংকে জমা রাখেন। এ জমানো টাকার জন্য ব্যাংক তাকে নির্দিষ্ট সময় পর পর মুনাফা প্রদান করে।
ক. সঞ্চয়ী আমানত থেকে সপ্তাহে কয় বার অর্থ উত্তোলন করা যায়?
খ. কর রাজস্ব বলতে কী বোঝ?
গ. জনাব শরীফুল ইসলাম সাহেব কোন ধরনের ব্যাংকে টাকা জমা রেখেছেন? ব্যাখ্যা কর।
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত ব্যাংকের গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে। উক্তিটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১১ : শাহনাজ পারভীন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। তার ছোট ভাই কামাল আহমেদ বিবিসির সাংবাদিক ছিলেন। বড় ভাই মুজিবনগর সরকারের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন।
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা আলোচনা কর।
গ. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহনাজ ও কামাল আহমেদের মতো ব্যক্তিদের ভূমিকা আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সরকারের পরিকল্পিত কার্যক্রমই আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছিল। উক্তিটির বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১২ : রুবেল বাংলাদেশের একটি বিখ্যাত নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ নদীর ইলিশ মাছ স্বাদে-গন্ধে পৃথিবী বিখ্যাত। নদীটি রাজশাহী শহরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
ক. মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
খ. সিসমিক রিস্কজোন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নদীটির গতিপথের বর্ণনা দাও।
ঘ. বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে উক্ত সম্পদের গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১৩ : শাহিদা তার বিয়ের কাবিননামার কপি আনার জন্য কাজী অফিসে যায়। কিন্তু কাজী সাহেব তাকে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। তথ্য না পেয়ে সে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেন। এর ফলে সে প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যান।
ক. রাষ্ট্র সম্পর্কে এরিস্টটলের সংজ্ঞাটি লেখ।
খ. নাগরিকের প্রধান কর্তব্যটি ব্যাখ্যা কর।
গ. যে আইনের সহায়তায় শাহিদা তার তথ্যগুলো পেলেন সেই আইনের ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১৪ : আমেরিকা প্রবাসী রাতুল পাঁচ বছর পর গ্রামে ফিরে দেখতে পায় গ্রামের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। সবার হাতে আছে মোবাইল ফোন ও ইন্টারনেট কানেকশন। কৃষিতেও প্রযুক্তির ব্যবহার হচ্ছে। গ্রামের সবাই এখন কর্মব্যস্ত।
ক. চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
খ. সামাজিকীকরণ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. গ্রামের অবস্থা পরিবর্তনে কোন উপাদানটির ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানই কি সামাজিক পরিবর্তনের একমাত্র উপাদান? বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১৫ : ঢাকার বিমানবন্দর সড়কে সম্প্রতি নিহত হয় মীম ও রাজীব নামের দুই শিক্ষার্থী। বাসচাপায় মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে ও নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছিল।
ক. এসিড অপরাধ দমন আইন কত সালে প্রণীত হয়?
খ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা দাও।
গ. উদ্দীপকে কোন ধরনের সামাজিক সমস্যার ইঙ্গিত রয়েছে? এর কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর পেতে নিচের প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো:
১ম অধ্যায়
২য় অধ্যায়
৩য় অধ্যায়
৪র্থ অধ্যায়
৫ম অধ্যায়
৬ষ্ঠ অধ্যায়
৭ম অধ্যায়
৮ম অধ্যায়
৯ম অধ্যায়
১০ অধ্যায়
১১ অধ্যায়
১২ অধ্যায়
১৩ অধ্যায়
১৪ অধ্যায়
১৫ অধ্যায়
নবম দশম শ্রেণীর অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post