Question: A dialogue between doctor and patient about illness
a dialogue between doctor and patient about illness
Myself: Good morning, sir! (শুভ সকাল, স্যার!)
Doctor: Good morning! What’s wrong with you? (শুভ সকাল! তোমার সমস্যা কি?)
Myself: I have been suffering from fever since yesterday. (আমি গতকাল থেকে জ্বরে ভুগছি।)
Doctor: Have you any other problem? (তোমার কি আর কোন সমস্যা আছে?)
Myself: I also feel headache and trembling. (আমি মাথা ব্যথা এবং কম্পন অনুভব করছি।)
Doctor: Let me feel your pulse and check your fever. At this time the fever is 102 degree. Don’t worry, there is nothing serious. I am giving you some medicine the and you will be all right in a few days. (আমাকে তোমার স্পন্দন অনুভব করতে দাও এবং জ্বর পরীক্ষা করতে দাও। এ সময় জ্বর থাকে ১০২ ডিগ্রি। চিন্তা করবে না, গুরুতর কিছু নেই। আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি এবং তুমি কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।)
Myself: Thank you, doctor. (আপনাকে ধন্যবাদ, ডাক্তার)
Doctor: But get your blood tested for malaria, and come with the report
tomorrow. (কিন্তু ম্যালেরিয়ার জন্য তোমাররক্ত পরীক্ষা করো, রিপোর্ট নিয়ে আসো আগামীকাল)
Myself: OK doctor. (ঠিক আছে ডাক্তার।)
Doctor: I shall recommend at least two days rest for you. (আমি আপনাকে অন্তত দুই দিন বিশ্রামের পরামর্শ দিচ্ছি।)
Myself : Would you prepare a medical certificate for me to submit it in my school? (আপনি কি আমার স্কুলে জমা দেওয়ার জন্য একটি মেডিকেল সার্টিফিকেট প্রস্তুত করবেন?)
Doctor: Oh sure. This is your medical certificate. (ওহ অবশ্যই। এটি তোমার মেডিকেল সার্টিফিকেট।)
Myself : Thank you very much. Please tell me how shall I take this medicine? (আপনাকে অনেক ধন্যবাদ। দয়া করে আমাকে বলুন আমি কিভাবে এই ওষুধটি গ্রহণ করব?)
Doctor: This medicine is for a day only. Take this dose as soon as you reach your home and the second at 3 pm and the third at night before sleeping. (এই ঔষধটা মাত্র একদিনের জন্য। তুমি তোমার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে এই ডোজটি নেবে এবং দ্বিতীয়টি বিকাল ৩ টায় এবং তৃতীয়টি রাতে ঘুমানোর আগে।)
Myself: What should I eat doctor? ((আমার কি খাওয়া উচিত ডাক্তার?))
Doctor: You should eat only light food. You can take milk and fresh fruit also. (হালকা খাবার খেতে হবে। দুধ ও তাজা ফলও খেতে পারো।)
Myself: How much shall I pay you doctor? (আমি আপনাকে কত দিতে পারি ডাক্তার?)
Doctor: 500 Tk only. (৫০০ টাকা মাত্র।)
Myself: Here it is please. Thanks doctor. (এখানে এটা দয়া করে নিন। ধন্যবাদ ডাক্তার।)
Doctor: It’s all right. (সব ঠিক আছে।)
Myself: Thank you doctor. I shall see you tomorrow with my blood report. (ধন্যবাদ ডাক্তার। আমার রক্তের রিপোর্ট নিয়ে কাল দেখা হবে।)
Doctor: OK, Take care of your health. (ঠিক আছে, তোমার স্বাস্থ্যের যত্ন নাও।)
গুরুত্বপূর্ণ শব্দের অর্থ
suffering – ভোগা; fever – জ্বর; headache – মাথাব্যথা; trembling – কম্পন, কাঁপুনি; pulse – স্পন্দন; medicine – ঔষধ; blood test – রক্ত পরীক্ষা; malaria – ম্যালেরিয়া; recommend – সুপারিশ; certificate – সনদপত্র; dose – ডোজ; pay – পরিশোধ।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে Dialogue বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post