Question: Write a dialogue between two friends about the bad effects of smoking
dialogue bad effects of smoking
Raju: Hello Meena, how are you going on with your studies?
Meena: As usual. When is your exam going to begin?
Raju: Our exam is knocking at the door. But I can‘t pay my attention to the studies. Anyway, yesterday I read a feature on the dangers of smoking in the newspaper. Are you aware of it?
Meena: Of course, I’m also thinking against smoking. Smoking causes many diseases. What do you think about it?
Raju: I think smoking is a kind of addiction. Moreover, all other fatal addiction begins with smoking.
Meena: Your argument is right. Smoking gives nothing but shortens the span of our life. What other abuses you think are there in smoking?
Raju: Smoking also costs a lot. Besides, bad smell spreads through the breath of a smoker. Don’t you think so?
Meena: Obviously. It’s very boring to nonsmoker when one smokes before him. The smoke of smoking hurts the children’s eyes. Am I wrong?
Raju: Of course not. Smoking in public should be banned.
Meena: Yes, the campaign should be arranged in this regard.
Raju: Thank you for your precious argument.
Meena: Thank you.
বাংলা অনুবাদ
রাজু: হ্যালো মীনা, তোমার পড়াশোনা কেমন চলছে?
মীনা: যথারীতি। তোমার পরীক্ষা কবে শুরু হবে?
রাজু: আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে (আসন্ন/খুব কাছেই)। কিন্তু পড়াশোনায় মন দিতে পারছি না। যাই হোক, গতকাল পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম। তুমি কি এটা নিয়ে সচেতন?
মীনা: অবশ্যই, আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি। ধূমপানের ফলে অনেক রোগ হয়। তুমি এটি সম্পর্কে কি মনে কর?
রাজু: আমি মনে করি ধূমপান এক ধরনের নেশা। তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে।
মীনা: তোমার যুক্তি ঠিক। ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছাড়া কিছুই দেয় না। ধূমপানে অন্য কোন অপব্যবহার আছে বলে তুমি মনে করেন?
রাজু: ধূমপানে অনেক খরচ হয়। এছাড়া ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। তোমার কি তাই মনে হয় না?
মীনা: অবশ্যই। যখন কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুব বিরক্তিকর। ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। আমি কি ভুল?
রাজু: অবশ্যই না। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে।
মীনা: হ্যাঁ, এ ব্যাপারে প্রচারণার ব্যবস্থা করতে হবে।
রাজু: তোমার মূল্যবান যুক্তির জন্য ধন্যবাদ।
মীনা: ধন্যবাদ।
প্রয়োজনীয় শব্দের অর্থ
as usual – সচরাচর; attention – মনোযোগ; feature – বৈশিষ্ট্য; dangers – বিপদ; smoking – ধূমপান; aware – সচেতন; against – বিরুদ্ধে; diseases – রোগ; addiction – অনুরতি, নেশা, আসক্তি; fatal addiction – মারাত্মক আসক্তি; argument – যুক্তি; shortens – সংক্ষিপ্ত করে; span of life – জীবনের সময়কাল; cost – খরচ; smell – গন্ধ; spreads – ছড়ায়; obviously – স্পষ্টতই; nonsmoker – অধূমপায়ী; banned – নিষিদ্ধ; campaign – প্রচারণা; arranged – সাজানো; precious – মূল্যবান।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডায়লগটি অর্থসহ ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post