a dream school paragraph class 7 : facilities – সুযোগ-সুবিধা; attend – অংশগ্রহণ করা; playground – খেলার মাঠ; freely – মুক্তভাবে; charming – মনমুগ্ধকর; multi-storied – বহুতল; enough – যথেষ্ট, পর্যাপ্ত; essential – অপরিহার্য; part – অংশ; leisure – অবসর সময়; Annual – বার্ষিক; competition – প্রতিযোগিতা; organized – আয়োজন করা; participate – অংশগ্রহণ করা; according – অনুযায়ী; capability- সক্ষমতা; features – বৈশিষ্ট্য।
a dream school paragraph class 7
A dream school is a school that has all the facilities from teaching to making students happy. Every student wants to study in such a school. I also attend a school which is my dream school. Our school has a big playground. Where students can play freely. There is a charming flower garden. Our school building is multi-storied so there is enough space for teaching. A library is an essential part of a school. So our school also has a big library. Where we read story books at leisure. Annual sports competition is organized in our school every year. All students participate according to their capability. All these features make my school a dream school. I love my school very much.
a dream school paragraph class 7
অনুবাদ: একটি স্বপ্নের স্কুল হচ্ছে এমন একটি স্কুল, যেখানে পাঠদান থেকে শুরু করে শিক্ষার্থীদের আনন্দলাভের সকল উপকরণ বিদ্যমান থাকে। প্রতিটি শিক্ষার্থীরই এমন একটি স্কুলে পড়ার ইচ্ছে থাকে। আমিও এমন একটি স্কুলে পড়ি যেটি আমার স্বপ্নের স্কুল। আমাদের স্কুলে বেশ বড় একটি খেলার মাঠ রয়েছে। যেখানে শিক্ষার্থীরা মুক্ত হয়ে খেলতে পারে। সেখানে রয়েছে মনোমুগ্ধকর একটি ফুলের বাগান। আমাদের স্কুল ভবনটি বহুতল হওয়ায় পাঠদানের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। একটি লাইব্রেরি স্কুলের অপরিহার্য একটি অংশ। তাই আমাদের স্কুলেও বড় একটি লাইব্রেরি আছে। যেখানে আমরা অবসর সময়ে গল্পের বই পড়ি। আমাদের স্কুলে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে সকল শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ি অংশগ্রহণ করে। এ সকল বৈশিষ্ট্যগুলো আমার স্কুলটিকে একটি স্বপ্নের স্কুলে পরিণত করেছে। আমি আমার স্কুলটি অনেক ভালোবাসি।
►► আরো দেখো: সকল প্যারাগ্রাফ বাংলা অর্থসহ
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে a dream school paragraph class 7 বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post