a foolish crow and a sly fox completing story with bangla meaning : Once there was a foolish crow in a village near a jungle. A clever fox also lived in the jungle. He often came out of the jungle and managed food for him. One day the crow stole a piece of meat from a butcher’s shop. It flew away with it and sat on a branch of a tree. The cunning fox saw it and came under the tree. He was very hungry that day. So, he felt greedy to eat the piece of meat.
a foolish crow and a sly fox completing story
Answer: Once there was a foolish crow in a village near a jungle. A clever fox also lived in the jungle. He often came out of the jungle and managed food for him. One day the crow stole a piece of meat from a butcher’s shop. It flew away with it and sat on a branch of a tree. The cunning fox saw it and came under the tree. He was very hungry that day. So, he felt greedy to eat the piece of meat.
The fox thought for a while of having the piece of meat. He then began to praise the crow. He said, “ you look very beautiful today.” He saw that the crow was not responding. Then, he said, “You can sing very sweetly. Could you please sing a song? I’m eager to hear a song from you?”
This time the crow became flattered. So, it began to sing loudly. But no sooner had it opened its lips to sing than the piece of meat fell into the ground from its beak. At once the fox took it and began to eat. After eating the piece of meat, he said, “O friend crow, never be flattered by praising”. The crow became shocked realizing its fault.
bangla meaning বাংলা অর্থ
একবার জঙ্গলের কাছে এক গ্রামে একটা বোকা কাক ছিল। একটি চালাক শিয়ালও জঙ্গলে বাস করত। সে প্রায়ই জঙ্গল থেকে বেরিয়ে এসে তার জন্য খাবারের ব্যবস্থা করত। একদিন কাক কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করল। সেটা নিয়ে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল। ধূর্ত শেয়াল তা দেখে গাছের নিচে চলে এল। সেদিন খুব ক্ষুধার্ত ছিল। তাই সে মাংসের টুকরো খেতে লোভ অনুভব করল।
শেয়াল মাংসের টুকরো নিয়ে কিছুক্ষণ ভাবল। সে তখন কাকের প্রশংসা করতে লাগল। সে বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। দেখল কাক সাড়া দিচ্ছে না। তারপর, সে বলল, “তুমি খুব মিষ্টি গান গাইতে পারো। তুমি কি একটি গান গাইবে? আমি তোমার কাছ থেকে একটি গান শুনতে আগ্রহী?”
এবার কাকটা প্রলোভিত হয়ে গেল। তাই জোরে জোরে গাইতে লাগলো। কিন্তু গাইতে গাইতে ঠোঁট খুলতে না যেতেই তার মুখ থেকে মাংসের টুকরো মাটিতে পড়ে গেল। সাথে সাথে শিয়াল সেটা নিয়ে খেতে লাগলো। মাংসের টুকরো খেয়ে সে বলল, “ওহে বন্ধু কাক, প্রশংসা পেয়ে তোষামোদ করো না”। কাক নিজের দোষ বুঝতে পেরে চমকে উঠল।
প্রিয় শিক্ষার্থী আজকের আলোচিত এ গল্পটি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইলে তৈরি করেছি। উপরে দেয়া ডাউনলোড স্টোরি বাটনে ক্লিক করে a foolish crow and a sly fox completing story with bangla meaning স্টোরিটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post