Question: a fox without a tail completing story
A Fox without a Tail Completing Story
Once there lived a very clever fox in jungle. One day, when the fox was walking through the jungle and the fox fell into a trap. He landed on his tail. When the fox came out, he left his tail behind. Without tail the fox looked very strange and the fox felt very sad and ashamed. But the fox was very cunning.
The fox thought and thought and finally hit upon a plan. The fox called all other foxes of the jungle in a meeting. When all other foxes attended the meeting, the fox told them that he had made an important discovery. The fox said that there was no use of their tails. It was a burden.
So the fox told them to cut off their tails. Many foxes supported his plan. They said that he was right. At that moment one old wise fox became angry and said in anger, “Don’t follow this rogue. He has lost his tail in a trap. Now, he looks strange. He want to look you like him”. Hearing this the all foxes became very angry with the cunning fox. The cunning fox fled away in fear and saved his life. As you sow, so shall you reap it’s true.
গল্পটির বাংলায় অনুবাদ
একসময় জঙ্গলে খুব চালাক একটি শেয়াল থাকত। একদিন শিয়াল যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে একটি ফাঁদে পড়ে গেল। শিয়ালটি যখন ফাঁদ থেকে বাইরে এল, তার লেজটি কাটা পরলো। লেজ ছাড়া শিয়ালটি খুব অদ্ভুত লাগছিল এবং শিয়ালটি খুব দুঃখিত এবং লজ্জা পেল। কিন্তু সে খুবই চালাক ছিল।
শিয়ালটি চিন্তার পর চিন্তা করে অবশেষে একটি পরিকল্পনা বের করলো। সে জঙ্গলে একটি সভা ডাকলো এবং অন্যান্য শিয়ালদের এতে আমন্ত্রণ জানালো। অন্য সমস্ত শিয়াল যখন সভায় উপস্থিত হলো, শিয়াল তাদের বললো যে সে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছে। সে বললো যে, তাদের লেজটি আসলে একটি অপ্রয়োজনীয় জিনিস। এটি একটি বোঝা।
তাই শিয়ালটি তাদের লেজ কেটে দিতে বললো। অনেক শিয়াল তার এই পরিকল্পনাকে সমর্থন করলো। তারা বলেছিল যে সে ঠিকই আছে। এক মুহুর্তে এক বয়ষ্ক জ্ঞানী শিয়াল রেগে গেল এবং রেগে বললো, “এই প্রতারককে অনুসরণ করো না। সে একটি ফাঁদে পড়ে তাঁর লেজটি হারিয়েছে। এখন তাকে অদ্ভুত দেখাচ্ছে। সে আপনাকেও তাঁর মতো দেখতে চায়। এই শুনে সমস্ত শিয়াল চতুর শেয়ালটির উপর খুব রেগে গেল। ধূর্ত শিয়াল ভয়ে পালিয়ে গেল এবং তার জীবন বাঁচাল।
গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ
clever – চালাক, trap – ফাঁদ, strange – অদ্ভুত, ashamed – লজ্জিত, cunning – ধূর্ত, discovery – আবিস্কার, burden – বোঝা, support – সমর্থন করা, wise – বিজ্ঞ, angry – রাগন্বিত।
শিক্ষার্থীরা সকল বিষয়ের ওপর নোট ও সাজেশান্স পেতে কোর্সটিকার সাথে আপডেট থাকো। তোমার পাঠ্যবই সংক্রান্ত আরো ভালো ভালো টিপস পেতে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখান থেকে।
Discussion about this post