a friend in need is a friend indeed completing story : Once there were two friends living in the same village. They loved each other very much. The village people took it as a model. One day two friends were going through a dense forest.
When they reached the middle of the forest, suddenly they saw a bear coming towards them. Both of them became frightened. One of the friends knew how to climb up a tree but the other was unable to do it. The first friend quickly climbed up a tree. He did not think about the safety of his friend.
a friend in need is a friend indeed completing story
Ans. Once there were two friends living in the same village. They loved each other very much. The village people took it as a model. One day two friends were going through a dense forest. When they reached the middle of the forest, suddenly they saw a bear coming towards them. Both of them became frightened. One of the friends knew how to climb up a tree but the other was unable to do it. The first friend quickly climbed up a tree. He did not think about the safety of his friend.
The other friend became very upset. But he did not lose heart. He was intelligent. He knew that a bear did not touch any dead body. So, he made a plan. He lay on the ground just like a dead man. The bear came and smelt his ear and nose. It thought that he was dead. It left the place without doing any harm. Seeing his friend got down from the tree. He thought the bear might tell his friend something important. So he asked his friend what the bear whispered into his ears.
The first friend wanted to give his friend a good lesson. So, he said to his friend that the bear had whispered to him, “A friend in need is a friend indeed.”
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু
অনুবাদ : একসময় একই গ্রামে দুই বন্ধু থাকত। তারা একে অপরকে খুব ভালবাসত। গ্রামের মানুষ এটিকে আদর্শ হিসেবে নিয়েছিল। একদিন দুই বন্ধু এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। যখন তারা বনের মাঝখানে পৌঁছল, হঠাৎ তারা দেখতে পেল একটি ভালুক তাদের দিকে এগিয়ে আসছে। দুজনেই আতঙ্কিত হয়ে পড়ল। বন্ধুদের একজন জানত কিভাবে গাছে উঠতে হয় কিন্তু অন্যজন তা করতে পারত না। প্রথম বন্ধু দ্রুত একটা গাছে উঠে গেল। সে তার বন্ধুর নিরাপত্তার কথা ভাবল না।
অন্য বন্ধুর খুব মন খারাপ হয়ে গেল। তবে তিনি মনোবল হারাননি। তিনি বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন ভাল্লুক কোনো মৃতদেহ স্পর্শ করে না। সুতরাং, তিনি একটি পরিকল্পনা করলেন। তিনি মৃত মানুষের মত মাটিতে শুয়ে পড়লেন। ভালুক এসে তার কান ও নাক শুকে দেখল। মনে হয়েছিল সে মারা গেছে। ভাল্লুকটি কোনো ক্ষতি না করেই জায়গা ছেড়ে চলে গেল।
অপর বন্ধুটি শোয়া বন্ধুকে দেখে গাছ থেকে নামল। সে ভেবেছিল ভালুক তার বন্ধুকে গুরুত্বপূর্ণ কিছু বলেছে। তাই সে তার বন্ধুকে জিজ্ঞেস করল, ভালুক তার কানে ফিসফিস করে কি বলল। প্রথম বন্ধু তার বন্ধুকে ভালো শিক্ষা দিতে চেয়েছিল। তাই, তিনি তার বন্ধুকে বললেন যে ভাল্লুক তাকে ফিসফিস করে বলেছিল, “বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।”
প্রিয় শিক্ষার্থী আজকের আলোচিত এ গল্পটি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইলে তৈরি করেছি। উপরে দেয়া ডাউনলোড স্টোরি বাটনে ক্লিক করে a friend in need is a friend indeed completing story with bangla meaning স্টোরিটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post