a liar shepherd completing story : Once upon a time there was a shepherd in a village. He used to tend a flock of sheep in a nearby field. There was a thick forest next to the field. The shepherd was a great liar. He always got pleasure to cheat people with his lies. While tending sheep in the field, he often cried out, “Wolf, Wolf, help, help!”
a liar shepherd completing story
Ans. Once upon a time there was a shepherd in a village. He used to tend a flock of sheep in a nearby field. There was a thick forest next to the field. The shepherd was a great liar. He always got pleasure to cheat people with his lies. While tending sheep in the field, he often cried out, “Wolf, Wolf, help, help!”
Hearing his shouting the farmers usually left their work and rushed to him in order to save him. But the boy laughed and got pleasure thinking that the farmers were foolish.
One day a wolf really came. The boy now cried aloud to attract the farmers. He cried and cried for help. No farmer responded to his crying because they thought that the shepherd was making fun with them. So, they did not come to help the boy. The wolf found the cowboy alone and killed him. After eating his flesh it went away. The liar shepherd was thus punished for his lie.
মিথ্যাবাদি রাখালের পরিণতি
অনুবাদ : একদা এক গ্রামে এক রাখাল ছিল। তিনি পাশের মাঠে ভেড়ার পাল চরাতেন। মাঠের পাশেই ছিল ঘন জঙ্গল। রাখাল বড় মিথ্যাবাদী ছিল। তিনি সবসময় তার মিথ্যা দিয়ে মানুষকে ঠকিয়ে আনন্দ পেতেন। মাঠে ভেড়া চড়ার সময়, তিনি প্রায়ই চিৎকার করে বলতেন, “নেকড়ে, নেকড়ে, সাহায্য, সাহায্য!”
তার চিৎকার শুনে কৃষকরা সাধারণত তাদের কাজ ছেড়ে তাকে বাঁচানোর জন্য তার কাছে ছুটে যেত। কিন্তু কৃষকরা বোকা ভেবে ছেলেটি হেসে আনন্দ পেল।
একদিন সত্যি সত্যি একটা নেকড়ে এলো। ছেলেটি এখন কৃষকদের আকৃষ্ট করার জন্য জোরে জোরে কেঁদে উঠল। তিনি কাঁদলেন এবং সাহায্যের জন্য চিৎকার করলেন। কোন কৃষক তার কান্নার জবাব দেয়নি কারণ তারা ভেবেছিল যে রাখাল তাদের সাথে মজা করছে। তাই, তারা ছেলেটিকে সাহায্য করতে আসেনি। নেকড়ে কাউবয়কে একা পেয়ে মেরে ফেলল। তার মাংস খেয়ে তা চলে গেল। মিথ্যাবাদী রাখালকে এইভাবে তার মিথ্যাচারের জন্য শাস্তি দেওয়া হয়েছিল।
প্রিয় শিক্ষার্থী আজকের আলোচিত এ গল্পটি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইলে তৈরি করেছি। উপরে দেয়া ডাউনলোড স্টোরি বাটনে ক্লিক করে a liar shepherd completing story with bangla meaning স্টোরিটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post