দেশের জনপ্রিয় শিক্ষা প্লাটফর্ম ACS Future School এর সাথে যুক্ত হয়েছে কোর্সটিকা। গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকায় ACS এর কার্যালয়ে উভয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠান একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়, যার উদ্দেশ্য শিক্ষার্থীদের জন্য অনলাইনে মানসম্মত শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACS Future School এর ফাউন্ডার ও সিইও ফাইরোজ খালেদ ওহী, কো-ফাউন্ডার মুফাস্সাল সাইফ, কোর্সটিকার ফাউন্ডার বেলাল হোসাইন, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে কো-ফাউন্ডার মুফাস্সাল সাইফ বলেন, “ACS Future School বাংলাদেশে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইনে মানসম্মত শিক্ষা প্রদানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা, যা তাদের শিক্ষাজীবনকে আরও সহজ এবং সমৃদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, কোর্সটিকার সাথে আমাদের এই যৌথ উদ্যোগ আমাদের শিক্ষামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উপকারী হবে।”
কোর্সটিকার ফাউন্ডার বেলাল হোসাইন এই চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “কোর্সটিকা সবসময় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ACS Future School এর সাথে যুক্ত হয়ে আমরা শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রয়োজনীয় শিক্ষাসেবা প্রদান করতে পারবো, যা তাদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।”
Discussion about this post