an honest wood cutter completing story : Question – There lived an honest wood-cutter in a village. His village was beside a jungle. He used to cut wood from the jungle, sell in the nearby market and bear his family expenses. He was not rich but passed his life with great happiness. One day, he was cutting wood near a pond in the jungle. At once his axe fell into the pond. The pond was very deep. The wood-cutter became very sad. He was at a loss what to do. Finding no other way, he prayed to God for help.
an honest wood cutter completing story
Ans. There lived an honest wood-cutter in a village. His village was beside a jungle. He used to cut wood from the jungle, sell in the nearby market and bear his family expenses. He was not rich but passed his life with great happiness. One day, he was cutting wood near a pond in the jungle. At once his axe fell into the pond. The pond was very deep. The wood-cutter became very sad. He was at a loss what to do. Finding no other way, he prayed to God for help.
Then a strange incident occurred. A beautiful fairy came out of the water and asked him why he was not cutting wood. The wood-cutter described the incident in details. The fairy dived into the water and brought a silver axe. She asked him if it was his axe. The wood-cutter saw the axe and said, “No.” Then the fairy showed him another axe made of gold and asked, “Is this the axe that you lost?”
The wood-cutter said, “No. The fairy showed him the lost axe with a wooden handle. The wood-cutter then said happily that it was exactly his axe. Seeing the honesty of the wood-cutter the fairy became very pleased and gave him both the gold and the silver axes along with his old iron axe. Then, the wood-cutter became rich and began to live happily. It was the reward of his honesty.
একজন সৎ কাঠুরে
অনুবাদ: এক গ্রামে এক সৎ কাঠুরে বাস করত। তার গ্রাম ছিল জঙ্গলের পাশে। তিনি জঙ্গল থেকে কাঠ কাটতেন, পাশের বাজারে বিক্রি করতেন এবং সংসারের খরচ চালাতেন। তিনি ধনী ছিলেন না কিন্তু পরম সুখে তার জীবন অতিবাহিত করতেন। একদিন সে জঙ্গলের একটি পুকুরের কাছে কাঠ কাটছিলেন। সাথে সাথে তার কুড়াল পুকুরে পড়ে যায়। পুকুরটি অনেক গভীর ছিল। কাঠমিস্ত্রি খুবই দুঃখিত হল। কি করা যায়, তার একটা লোকসান ছিল। আর কোন উপায় না পেয়ে তিনি সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন।
তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। এক সুন্দরী পরী পানি থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করলো কেন সে কাঠ কাটছে না। তিনি কাঠ কাটার ঘটনাটি বিস্তারিত বর্ণনা করলেন। পরী জলে ঝাঁপ দিয়ে একটি রূপার কুড়াল নিয়ে এল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন এটি তার কুঠার কিনা। কাঠমিস্ত্রি কুড়ালটি দেখে বলল, “না।” তারপর পরী তাকে সোনার তৈরি আরেকটি কুড়াল দেখিয়ে জিজ্ঞেস করল, “এটা কি সেই কুড়ালটা তুমি হারিয়েছ?” কাঠমিস্ত্রি বলল, “না।
পরী তাকে কাঠের হাতল দিয়ে হারানো কুড়ালটি দেখাল। কাঠ কাটার কারিগর তখন খুশি হয়ে বলল এটা ঠিক তার কুঠার। কাঠমিস্ত্রির সততা দেখে পরী খুব খুশি হয়ে তাকে তার পুরানো লোহার কুড়ালসহ সোনা ও রূপার কুড়াল দিল। তারপর, কাঠ কাটার ধনী হয়ে গেল এবং সুখে বসবাস করতে লাগল। এটা ছিল তার সততার পুরস্কার।
প্রিয় শিক্ষার্থী আজকের আলোচিত এ গল্পটি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইলে তৈরি করেছি। উপরে দেয়া ডাউনলোড স্টোরি বাটনে ক্লিক করে an honest wood cutter completing story bangla meaning স্টোরিটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post